Mar 9, 2019

এইচএসসি বাংল ১ম পত্র সাজেশন ২০১৯ -- Hsc Bangla 1st paper Suggestion 2019

এইচএসসি  বাংল ১ম পত্র সাজেশন ২০১৯
Hsc Bangla 1st paper Suggestion 2019
বাংলা ১ম পত্র পরীক্ষার জন্য নিচের গদ্য গুলো ভাল করে পড়লে মোটামুটি কমন পড়বে।
এইচএসসি  বাংল ১ম পত্র সাজেশন ২০১৯  Hsc Bangla 1st paper Suggestion 2019


📙 (বাংলা ১ম)
***১.বিড়াল
     ২.অপরিচিতা
     ৩.আমার পথ
***৪.জীবন ও বৃক্ষ
***৫.বায়ন্নর দিন গুলো
***৬.রেইনকোট
     ৭.নেকলেস
***৮. আহ্বান

এখানে পদ্য তালিকা থেকে পদ্য গুলো ভাল করে পড়লে কমন পাওয়া যেতে পারে।

📙 (বাংলা ১ম)
       ১.বিভীষণের প্রতি মেঘনাদ
****২.ঐকতান
****৩.সাম্যবাদী
****৪.তাহারেই পড়ে মনে
****৫.আঠারে বছর বয়স
****৬.ফেব্রুয়ারি ১৯৬৯
       ৭. লোক লোকান্তর

📘উপন্যাস: লালশালু
১৷ জমিলার উদ্দিপক
২৷ মজিদের প্রতারণার উদ্দিপক
৩৷ সমাজ ব্যবস্থার সাদৃশ্য

📗নাটক: নবাব সিরাজদ্দৌল্লা
১৷ দেশপ্রেম ও দেশপ্রেমিকদের উদ্দিপক
২৷ বিশ্বাস ঘাতকতা ও বিশ্বাসঘাতকদের উদ্দিপক

📛নৈব্যর্ক্তিক/MCQ : Mcq এর জন্য মূল বইয়ের বিকল্প নেই৷ এছাড়া যাদের ২০১৯ সালের টেস্টপেপার আছে আগের বোর্ড ও ভাল স্কুলগুলোর Mcq অনুশীলন করতে পার৷ আর যাদের Test Paper নেই তাদের জন্য Test paper থেকে ছবি/picture তুলে MCQ দেয়া হবে৷

No comments:

Post a Comment