Sep 12, 2019

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায় :
#সম্পূর্ণ  প্রশ্নের সমাধান: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান!

#সাধারণ জ্ঞান অংশের সমাধান:
1.বীর প্রতীক কত জন--426 জন
2.সংবিধান রচনা কমিটির মহিলা সদস্য--বেগম রাজিয়া বানু
3.বৃহত্তম উপজেলা--শ্যামনগর
4.মনপুরা-70 কি-চিত্রশিল্প
5.সংবিধান কয়টি ভাষায় রচিত-২
৬.কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত---রাঙামাটি
7.মহাস্থানগড়-বগুড়া
8.নদী ছাড়া মহানন্দা কি-আম
9.প্রথম epz--চট্টগ্রাম
10.মূল্য সংযোজন কর-পরোক্ষ কর
11.কারাগারের রোজনামচা-বঙ্গবন্ধু
12.ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে--ভারত(আফগানিস্তানের সঙ্গে শততম জয়)
13.বিশ্বব্যাংক থেকে সদস্য প্রত্যাহারকারী দেশ-চীন
14.তুরস্কের মুদ্রা-লিরা
15.স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ-ইরাক
16.বাংলা প্রথম সার্চইঞ্জিন-পিপীলিকা
17.নিউজিল্যান্ডের আদিবাসী-মাউরি
18.পরিবেশ দিবস-5জুন
19.কততম অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন-29
২০.উরুগুয়ে রাউন্ড কোন সংস্থার সাথে সম্পর্কিত-WTO
21.যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা-রাষ্ট্রপতি শাসিত
22.SMOG হচ্ছে--দূষিত বাতাস
23.ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্র-সিসমোগ্রাফ
24.হিমগ্লোবিনের কাজ-অক্সিজেন পরিবহন

#বাংলা অংশের সমাধান
১/চলিত রীতির প্রবর্তক- প্রমথ চৌধুরী
 ২/পরাশ্রয়ী বর্ণ- ৩
 ৩/ ষত্ব বিধানে - পোশাক
 ৪/ দিব +লোক
 ৫/ ন ত্ব খারে না- অগ্রনায়ক
 ৬/ পুকুরে মাছ আছে- ভাবাধিকরণ
 ৭/ ক্রিয়া বা ধাতুর পর প্রত্যয় হয়ে কৃৎ প্রত্যায় হয়
 ৮/ ভাবে সপ্তমী- চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
 ৯/সম্মুখ অগ্রসর হয়ে অভ্যর্থনা- প্রতুৎদগমন
 ১০/ পেয়ারা- পর্তুগিজ
 ১১/ তামার বিষ- অর্থের কু প্রভাব
 ১২/ গুনহীনের ব্যর্থ আস্ফলন- অসারের তর্জন গর্জন
 ১৩/ পরা - প্রারাভাব
 ১৪/ বীণাপাণি- ব্যাধিকরণ বহুব্রহী
 ১৫/বাংলা বর্ণ মালার উৎস- ব্রাক্ষীলিপি
 ১৬/ খ্রিস্টান - ইংরেজি + তৎসম
 ১৭/ call it a day-পুনরায় শুরু করা
 ১৮/ মরি মরি- উচ্ছাস
 ১৯/ সম্বোধন এর পর কমা বসে
 ২০/ book post- খোলা ডাক
 ২১/ দেশি শব্দ- গঞ্জ
 ২২/ রুপক কর্মধাীয়- কর পল্লব
 ২৩/উষ্ণীষ-পাগড়ি
 ২৪/নাটিকা- ক্ষুদ্রার্থে
 ২৫/শিরে সংক্রান্তি - আসন্ন বিপদ

#ইংরেজি অংশের সমাধান
1. Correct sentence: I know what he wants.

2. Correct use of Gerund: Dancing is a good exercise.

3. Correct spelling: Millennium

4. Correct sentence: He is better today.

5. Homely: adjective

6. Correct verb: what are you doing

7. Correct answer: He bade me good bye

8. Adulteration means: to make impure by adding inferior ingredients

9. It is high time we... : changed

10. Five litres of milk.......... contained : in

11. I could not go.........

12. At loggerheads means: quarreling

13. Hurry spolils : the curry

14. ...... water of this lake: the

15. I wanted the poster to : be hung

16. Leave no stone unturned: try every possible way

17. Would you mind.....: bringing

18. Antonynm of rear: behind

19. ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো: The boy came to me crying

20. Had I riches, I .....: would help

21. Achilles heel: vulnerable point

22. লেবু কচলালে তেতো হয়: A jest driven hard, loses its point

33. Correct sentence: I like his childlike simplicity

24. ........ Mother rose in her: the

25. Verb of friend: befriend

#গণিত অংশের সমাধান
১। (ক) ৮৮
২। (গ) ২ কেজি
৩। ( খ) ৯
৪। (ঘ) ৮২
৫। (খ) ১২%
৬। (ক ) ২০০ টাকা
৭। (খ) ৩/৫
৮। (গ) 7/3
৯। (খ) 19x3
১০। (ক) 24 বর্গ সে.মি
১১। (গ) ২৪০
১২। (গ) x-3
১৩। (খ) 1
১৪। (ক) 2
১৫। (গ) ২৪ মিটার
১৬। (খ) ২৭০০
১৭। সম্ভব প্রশ্ন ভুল
১৮। (গ) 2√5
১৯। (খ) ৪০ঃ৭০ঃ৪৯
২০। (গ) ৩০০
২১। (গ) π বর্গ একক
২২। (খ) স্থুল কোণ
২৩। (ক) 5/3
২৪। (খ) 3,-2
২৫। (খ) ৪১ বছর
ans of some questions  may be wrong  by unwillingly  mistake  so take it simply

No comments:

Post a Comment