Sep 18, 2019

PSC Math Suggestion 2019 – পিএসসি গণিত সাজেশন্স ২০১৯

PSC Math Suggestion 2019

Here is the 100% Common psc math suggestion 2019-পিএসসি গণিত সাজেশন্স ২০১৯. Visit us for the final preparation for mathematics in your psc exam.
PSC Math Suggestion 2019 Here is the 100% Common psc math suggestion 2019-পিএসসি গণিত সাজেশন্স ২০১৯. Visit us for the final preparation for mathematics in your psc exam.   পি এস সি সাজেশন ২০১৯ প্রাথমিক গণিত অধ্যায় -০১ গুন ১. প্রশ্ন : ১১০০×২০০= কত? ২. প্রশ্ন : একটি টেবিলের দাম ৫০০০ টাকা। ৫০০ টি টেবিলের দাম কত? ৩. প্রশ্ন : এমন তিনটি সংখ্যা লিখ যাদের গুণফল ও যোগফল সমান। ৪. প্রশ্ন : ২৩৩×১৭=৩৯৬১ এখানে, গুণ্য কত? ৫. প্রশ্ন : গুণ্য ২.৫ এবং গুণক ০.১ হলে গুণফল কত? ৬. প্রশ্ন : ৯৯ এবং ৭৫ এর গুণফল কত? ৭. প্রশ্ন : এক ব্যক্তির দৈনিক আয় ১৭৫ টাকা। তিনি ১ বছরে কত টাকা আয় করেন? ৮. প্রশ্ন : একটি খামারে ৯৯৯৯ টি মুরগি আছে। এরূপ ১০০ টি খামারে কত টি মুরগি আছে? ৯. প্রশ্ন : গুণফল÷ গুণ্য = কি?  psc math suggestion 2019​ অধ্যায়-২ ভাগ ১. প্রশ্ন : ৫ টি আমের দাম ৭৫ টাকা হলে ১ টির দাম কত? ২. প্রশ্ন : দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা ২০০ কে করলে গুণফল ১৯৮০০ হবে? ৩. প্রশ্ন : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লিখ। ৪. প্রশ্ন‌‌‌‍ : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ। ৫. প্রশ্ন : (৭-১)÷___=২ এখানে _ ঘরে কত বসবে? ৬. প্রশ্ন : ১০=(১০৯-___)÷১০; এখানে খালি ঘরে কি বসবে? ৭. প্রশ্ন : একটি বই তৈরি করতে ১২০ টাকা তা কাগজ লাগে। ৫০০০০ তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে?  পিএসসি গণিত সাজেশন্স ২০১৯ অধ্যায়-৩ (চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি)  ১. প্রশ্ন : ৪ টি কলমের মূল্য ৮০ টাকা হলে ১০ টি কলমের মূল্য কত? ২. প্রশ্ন : ২ ডজন খাতার দাম ৪৮০ টাকা হলে একটি খাতার দাম কত? এই সমস্যাটির গাণিতিক রূপ লেখ। ৩. প্রশ্ন : ১ ডজন পেনসিলের দাম ৪৮ টাকা হলে ৪ টি পেন্সিল এর দাম কত? ৪. প্রশ্ন : রনিকে তার বাবা ২০ টাকার একটি নোট দিলো। সে ১০ টাকা দিয়ে একটি পেন্সিল ও ৫ টাকা দিয়ে একটি রাবার কিনল। এক্ষেত্রে তার গাণিতিক বাক্য টি লিখ। ৫. প্রশ্ন : পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। পুত্রের বয়স ১০ বছর হলে, পিতার বয়স কত? ৬. প্রশ্ন : দুইটি সংখ্যার গুণফল ২২৫। একটি সংখ্যা ২৫ হলে, অপর সংখ্যাটি কত? ৭. প্রশ্ন : মা ও ছেলের বয়সের সমষ্টি ৬০ বছর। মার বয়স ছেলের বয়সের 4 গুণ। ছেলের বয়স কত হবে? ৮. প্রশ্ন : ৫ – (৩৬+১৬)÷১৩= কত? ৯. প্রশ্ন : ১-{১-(১-১)}= কত?  psc math suggestion 2019 অধ্যায়-৪ (গাণিতিক প্রতীক) ১. প্রশ্ন : (৭+ক)×৩=৩০ হলে, ‘ক’ এর মান কত? ২. প্রশ্ন : ৪÷২+৩___১৬÷৪+১, খালি ঘরে কি প্রতীক ব্যবহৃত হবে? ৩. প্রশ্ন : ৮ একটি জোড় সংখ্যা কথাটি সত্য না মিথ্যা উক্তি? ৪. প্রশ্ন : (৭×৫)÷৫>৫ উক্তিটি কি সত্য? ৫. প্রশ্ন : ৩×ক<২০ খোলা বাক্যটিতে ক এর মান কেমন হতে পারে? ৬. প্রশ্ন : (ক+৬)÷৩=১২ হলে, ক এর মান কত?  পিএসসি গণিত পরীক্ষার সাজেশন্স ২০১৯ অধ্যায়-৫ (গুণিতক এবং গুণনীয়ক)  ১. প্রশ্ন : ৪,৬ ও ২৪ এর ল সা গু কত? ২. প্রশ্ন : কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২,১৮,২৪ কে নিঃশেষে ভাগ করা যায়? ৩. প্রশ্ন : ১২,২৪,৬ এর লসাগু কত ? ৪. প্রশ্ন : ১৫ এর গুণনীয়ক গুলো লিখ? ৫. প্রশ্ন : ৬ টি খাতা ও ৯ টি পেন্সিল সর্বাধিক কত শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? ৬. প্রশ্ন : ৭ ও ৮ এর লসাগু কত? ৭. প্রশ্ন : ১ কেন মৌলিক সংখ্যা নয়?  অধ্যায়-৬ (ভগ্নাংশ) অনুশীলনী-৬(ক) ১. প্রশ্ন : ২/৩ এবং ৫/৬ কে লঘিষ্ঠ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তর করলে কত হবে? ২. প্রশ্ন : যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট তাকে কি বলে? ৩. প্রশ্ন : প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট কোনটি? ৪. প্রশ্ন : ২৭/৭২ এর লঘিষ্ঠ আকারে প্রকাশিত রূপ কি? ৫. প্রশ্ন : ২/৭+১/৩= কত?  অনুশীলনী-৬(খ) ১. প্রশ্ন : ৩/৪ কে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল কত হবে? ২. প্রশ্ন : ১১/১৩ কে ৬ দ্বারা গুণ করলে গুণফল কথা হবে? ৩. প্রশ্ন : ৭/৮ কে ৫ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? ৪. প্রশ্ন : ১০ এর বিপরীত ভগ্নাংশ কত? ৫. প্রশ্ন : যেকোনো ভগ্নাংশকে একই ভগ্নাংশ দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়?  psc math suggestion 2019  অধ্যায়-৭ (দশমিক ভগ্নাংশ) অনুশীলনী-৭(ক)  ১. প্রশ্ন : ২৫.৩৪৬ সংখ্যাটিতে ৪ এর স্থানীয় মান কত? ২. প্রশ্ন : ০.০৭ কে ৯ দ্বারা গুণ করো? ৩. প্রশ্ন : ০.৯÷৩= কত?  অনুশীলনী-৭(খ) ১. প্রশ্ন : ১ মিটার ফিতার দাম ৫.৩২ টাকা হলে ০.৭৫ মিটার ফিতার দাম কত? ২. প্রশ্ন : ৪.৮২ কে ০.৪ দাড়া গুন করলে গুনফল কত হবে? ৩. প্রশ্ন : ৪৬.৫÷৩.১= কত? ৪. প্রশ্ন : ০.১৮৪৯ কে ০.৪৩ দ্বারা ভাগ করো? ৫. প্রশ্ন : ৯৮.৭÷২১= কত?  পিএসসি সাজেশন্স ২০১৯ অধ্যায়-৮ (গড়)  ১. প্রশ্ন : ৬ বইয়ের ওজন ৯২৪ গ্রাম হলে, বইগুলোর গড় ওজন কত? ২. প্রশ্ন : ৬ সংখ্যার গড় এর অর্ধেক ৪ হলে, সংখ্যা গুলো সমষ্টি কত? ৩. প্রশ্ন : ৪টি আমের ওজন যথাক্রমে ১৫০ গ্রাম,১৭০ গ্রাম,১৭৫ গ্রাম,১৮৫ গ্রাম হলে আম গুলোর গড় ওজন কত? ৪. প্রশ্ন : ৩ টি সংখ্যার গড় ১৫ ও ২ টি সংখ্যার গড় ২৫ হলে ওই পাঁচটি সংখ্যার গড় কত? ৫. প্রশ্ন : ৩,১৫,২০,১৪ সংখ্যাগুলোর গড় কত?  অধ্যায়-৯ (শতকরা)  ১. প্রশ্ন : ৩/৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে? ২. প্রশ্ন : কত গ্রাম এর ৫৬% হল ৪২ গ্রাম? ৩. প্রশ্ন : শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? ৪. প্রশ্ন : ভগ্নাংশের হর কত দিয়ে শতকরা করা হয়? ৫. প্রশ্ন : ৬৫% কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? ৬. প্রশ্ন : একটি বইয়ের ক্রয় মূল্য ১৫০ টাকা এবং বিক্রয় মূল্য ১৮০ টাকা। শতকরা কত লাভ হলো? ৭. প্রশ্ন : ক্ষতি নির্ণয়ের সূত্র কি?  psc suggestion 2019 math অধ্যায়–১০ (জ্যামিতি) ১. প্রশ্ন : আয়তের প্রতিটি কোণ কেমন? ২. প্রশ্ন : ৪টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতি কে কি বলে? ৩. প্রশ্ন : সামান্তরিকের একটি কোণ ৯০° হলে অন্য কোন গুলো কিরূপ হবে? ৪. প্রশ্ন : ত্রিভুজের কর্ণ কয়টি? ৫. প্রশ্ন : বৃত্তের কেন্দ্রগামী জ্যা কি? ৬. প্রশ্ন : ব্যাস ব্যাসার্ধের কত গুণ?  অধ্যায়-১১ (পরিমাপ) অনুশীলনী-১১(ক) ১. প্রশ্ন : ৭৬৫৪ কেজিতে কত কুইন্টাল? ২. প্রশ্ন : ১ কিলোমিটার = কত মিটার? ৩. প্রশ্ন : সেন্টিমিটার মিটারের কত অংশ? ৪. প্রশ্ন : ৯৮৭৬০০ মিলিমিটারে কত লিটার? ৫. প্রশ্ন : ১০০ গ্রাম= কত হেক্টোগ্রাম? ৬. প্রশ্ন : একটি ত্রিভুজের ভূমি ২ মিটার এবং উচ্চতা ৩ মিটার হলে ক্ষেত্রফল কত? ৭. প্রশ্ন : একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে ৮. ক্ষেত্রটির ক্ষেত্রফল কত ? ৮. প্রশ্ন : একটি বেঞ্চের দৈর্ঘ্য ১ মিটার ৫০ সেন্টিমিটার হলে, অনুরূপ ২ টি বেঞ্চের মোট দৈর্ঘ্য কত হবে? ৯. প্রশ্ন : ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ? ১০. প্রশ্ন : বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ। ১১. প্রশ্ন : সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ?  অধ্যায় ১২ (সময়) ১. প্রশ্ন : অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? ২. প্রশ্ন : ৩ যুগে কত বছর? ৩. প্রশ্ন : ১৯৫২ সালটি কোন শতাব্দীর? ৪. প্রশ্ন : বৈশাখ মাস কত দিনে হয়? ৫. প্রশ্ন : ইংরেজি কতগুলো মাসে ৩১ দিন করে আছে? ৬. প্রশ্ন : ১ যুগ কি? ৭. প্রশ্ন : এক শতাব্দী কাকে বলে? ৮. প্রশ্ন : এক বছর সমান কত দিন?  psc mathematics suggestion 2019 অধ্যায়-১৩ (উপাত্ত বিন্যাসকরণ) ১. প্রশ্ন : একটি গ্রামের আয়তন ৪ বর্গকিলোমিটার। সে গ্রামে ৪০০০ জন লোক বাস করে। ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? ২. প্রশ্ন : ২,৪,৬,৮,১০ উপাত্তগুলো কিরূপ উপাত্ত? ৩. প্রশ্ন : আয়তক্ষেত্রের প্রস্থ বরাবর কি থাকে? ৪. প্রশ্ন : ২০১১ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? ৫. প্রশ্ন : লেখচিত্র কি?  অধ্যায়-১৪ (ক্যালকুলেটর ও কম্পিউটার) ১. প্রশ্ন : কম্পিউটারের মূল অংশ কয়টি? ২. প্রশ্ন : ক্যালকুলেটর কি? ৩. প্রশ্ন : হিসাবের ফলাফল পেতে কোন বোতাম চাপতে হবে? ৪. প্রশ্ন : আধুনিক যুগকে কিসের যুগ বলা হয়? ৫. প্রশ্ন : কম্পিউটার কাজ শেষে ফলাফল কোথায় দেখায়? ৬. প্রশ্ন : আধুনিক কম্পিউটারের জনক কে?  Recommended Post for yu  PSC English Suggestion 2019 (100% Common)
PSC Math Suggestion 2019 – পিএসসি গণিত সাজেশন্স ২০১৯


পি এস সি সাজেশন ২০১৯

প্রাথমিক গণিত
অধ্যায় -০১ গুন
১. প্রশ্ন : ১১০০×২০০= কত?
২. প্রশ্ন : একটি টেবিলের দাম ৫০০০ টাকা। ৫০০ টি টেবিলের দাম কত?
৩. প্রশ্ন : এমন তিনটি সংখ্যা লিখ যাদের গুণফল ও যোগফল সমান।
৪. প্রশ্ন : ২৩৩×১৭=৩৯৬১ এখানে, গুণ্য কত?
৫. প্রশ্ন : গুণ্য ২.৫ এবং গুণক ০.১ হলে গুণফল কত?
৬. প্রশ্ন : ৯৯ এবং ৭৫ এর গুণফল কত?
৭. প্রশ্ন : এক ব্যক্তির দৈনিক আয় ১৭৫ টাকা। তিনি ১ বছরে কত টাকা আয় করেন?
৮. প্রশ্ন : একটি খামারে ৯৯৯৯ টি মুরগি আছে। এরূপ ১০০ টি খামারে কত টি মুরগি আছে?
৯. প্রশ্ন : গুণফল÷ গুণ্য = কি?
psc math suggestion 2019​
অধ্যায়-২ ভাগ
১. প্রশ্ন : ৫ টি আমের দাম ৭৫ টাকা হলে ১ টির দাম কত?
২. প্রশ্ন : দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা ২০০ কে করলে গুণফল ১৯৮০০ হবে?
৩. প্রশ্ন : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লিখ।
৪. প্রশ্ন‌‌‌‍ : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ।
৫. প্রশ্ন : (৭-১)÷___=২ এখানে _ ঘরে কত বসবে?
৬. প্রশ্ন : ১০=(১০৯-___)÷১০; এখানে খালি ঘরে কি বসবে?
৭. প্রশ্ন : একটি বই তৈরি করতে ২০ টাকা তা কাগজ লাগে। ৫০০০০ তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে?

পিএসসি গণিত সাজেশন্স ২০১৯

অধ্যায়-৩ (চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি)
১. প্রশ্ন : ৪ টি কলমের মূল্য ৮০ টাকা হলে ১০ টি কলমের মূল্য কত?
২. প্রশ্ন : ২ ডজন খাতার দাম ৪৮০ টাকা হলে একটি খাতার দাম কত? এই সমস্যাটির গাণিতিক রূপ লেখ।
৩. প্রশ্ন : ১ ডজন পেনসিলের দাম ৪৮ টাকা হলে ৪ টি পেন্সিল এর দাম কত?
৪. প্রশ্ন : রনিকে তার বাবা ২০ টাকার একটি নোট দিলো। সে ১০ টাকা দিয়ে একটি পেন্সিল ও ৫ টাকা দিয়ে একটি রাবার কিনল। এক্ষেত্রে তার গাণিতিক বাক্য টি লিখ।
৫. প্রশ্ন : পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। পুত্রের বয়স ১০ বছর হলে, পিতার বয়স কত?
৬. প্রশ্ন : দুইটি সংখ্যার গুণফল ২২৫। একটি সংখ্যা ২৫ হলে, অপর সংখ্যাটি কত?
৭. প্রশ্ন : মা ও ছেলের বয়সের সমষ্টি ৬০ বছর। মার বয়স ছেলের বয়সের 4 গুণ। ছেলের বয়স কত হবে?
৮. প্রশ্ন : ৫ – (৩৬+১৬)÷১৩= কত?
৯. প্রশ্ন : ১-{১-(১-১)}= কত?

psc math suggestion 2019

অধ্যায়-৪ (গাণিতিক প্রতীক)
১. প্রশ্ন : (৭+ক)×৩=৩০ হলে, ‘ক’ এর মান কত?
২. প্রশ্ন : ৪÷২+৩___১৬÷৪+১, খালি ঘরে কি প্রতীক ব্যবহৃত হবে?
৩. প্রশ্ন : ৮ একটি জোড় সংখ্যা কথাটি সত্য না মিথ্যা উক্তি?
৪. প্রশ্ন : (৭×৫)÷৫>৫ উক্তিটি কি সত্য?
৫. প্রশ্ন : ৩×ক<২০ খোলা বাক্যটিতে ক এর মান কেমন হতে পারে?
৬. প্রশ্ন : (ক+৬)÷৩=১২ হলে,  এর মান কত?

পিএসসি গণিত পরীক্ষার সাজেশন্স ২০১৯

অধ্যায়-৫ (গুণিতক এবং গুণনীয়ক)
১. প্রশ্ন : ৪,৬ ও ২৪ এর ল সা গু কত?
২. প্রশ্ন : কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২,১৮,২৪ কে নিঃশেষে ভাগ করা যায়?
৩. প্রশ্ন : ১২,২৪,৬ এর লসাগু কত ?
৪. প্রশ্ন : ১৫ এর গুণনীয়ক গুলো লিখ?
৫. প্রশ্ন : ৬ টি খাতা ও ৯ টি পেন্সিল সর্বাধিক কত শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
৬. প্রশ্ন : ৭ ও ৮ এর লসাগু কত?
৭. প্রশ্ন : ১ কেন মৌলিক সংখ্যা নয়?
অধ্যায়-৬ (ভগ্নাংশ)
অনুশীলনী-৬(ক)
১. প্রশ্ন : ২/৩ এবং ৫/৬ কে লঘিষ্ঠ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তর করলে কত হবে?
২. প্রশ্ন : যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট তাকে কি বলে?
৩. প্রশ্ন : প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট কোনটি?
৪. প্রশ্ন : ২৭/৭২ এর লঘিষ্ঠ আকারে প্রকাশিত রূপ কি?
৫. প্রশ্ন : ২/৭+১/৩= কত?
অনুশীলনী-৬(খ)
১. প্রশ্ন : ৩/৪ কে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
২. প্রশ্ন : ১১/১৩ কে ৬ দ্বারা গুণ করলে গুণফল কথা হবে?
৩. প্রশ্ন : ৭/৮ কে ৫ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
৪. প্রশ্ন : ১০ এর বিপরীত ভগ্নাংশ কত?
৫. প্রশ্ন : যেকোনো ভগ্নাংশকে একই ভগ্নাংশ দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়?
psc math suggestion 2019
অধ্যায়-৭ (দশমিক ভগ্নাংশ)
অনুশীলনী-৭(ক)
১. প্রশ্ন : ২৫.৩৪৬ সংখ্যাটিতে ৪ এর স্থানীয় মান কত?
২. প্রশ্ন : ০.০৭ কে ৯ দ্বারা গুণ করো?
৩. প্রশ্ন : ০.৯÷৩= কত?
অনুশীলনী-৭(খ)
১. প্রশ্ন : ১ মিটার ফিতার দাম ৫.৩২ টাকা হলে ০.৭৫ মিটার ফিতার দাম কত?
২. প্রশ্ন : ৪.৮২ কে ০.৪ দাড়া গুন করলে গুনফল কত হবে?
৩. প্রশ্ন : ৪৬.৫÷৩.১= কত?
৪. প্রশ্ন : ০.১৮৪৯ কে ০.৪৩ দ্বারা ভাগ করো?
৫. প্রশ্ন : ৯৮.৭÷২১= কত?

পিএসসি সাজেশন্স ২০১৯

অধ্যায়-৮ (গড়)
১. প্রশ্ন : ৬ বইয়ের ওজন ৯২৪ গ্রাম হলে, বইগুলোর গড় ওজন কত?
২. প্রশ্ন : ৬ সংখ্যার গড় এর অর্ধেক ৪ হলে, সংখ্যা গুলো সমষ্টি কত?
৩. প্রশ্ন : ৪টি আমের ওজন যথাক্রমে ১৫০ গ্রাম,১৭০ গ্রাম,১৭৫ গ্রাম,১৮৫ গ্রাম হলে আম গুলোর গড় ওজন কত?
৪. প্রশ্ন : ৩ টি সংখ্যার গড় ১৫ ও ২ টি সংখ্যার গড় ২৫ হলে ওই পাঁচটি সংখ্যার গড় কত?
৫. প্রশ্ন : ৩,১৫,২০,১৪ সংখ্যাগুলোর গড় কত?
অধ্যায়-৯ (শতকরা)
১. প্রশ্ন : ৩/৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
২. প্রশ্ন : কত গ্রাম এর ৫৬% হল ৪২ গ্রাম?
৩. প্রশ্ন : শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়?
৪. প্রশ্ন : ভগ্নাংশের হর কত দিয়ে শতকরা করা হয়?
৫. প্রশ্ন : ৬৫% কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?
৬. প্রশ্ন : একটি বইয়ের ক্রয় মূল্য ১৫০ টাকা এবং বিক্রয় মূল্য ১৮০ টাকা। শতকরা কত লাভ হলো?
৭. প্রশ্ন : ক্ষতি নির্ণয়ের সূত্র কি?

psc suggestion 2019 math

অধ্যায়১০ (জ্যামিতি)
১. প্রশ্ন : আয়তের প্রতিটি কোণ কেমন?
২. প্রশ্ন : ৪টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতি কে কি বলে?
৩. প্রশ্ন : সামান্তরিকের একটি কোণ ৯০° হলে অন্য কোন গুলো কিরূপ হবে?
৪. প্রশ্ন : ত্রিভুজের কর্ণ কয়টি?
৫. প্রশ্ন : বৃত্তের কেন্দ্রগামী জ্যা কি?
৬. প্রশ্ন : ব্যাস ব্যাসার্ধের কত গুণ?
অধ্যায়-১১ (পরিমাপ)
অনুশীলনী-১১(ক)
১. প্রশ্ন : ৭৬৫৪ কেজিতে কত কুইন্টাল?
২. প্রশ্ন : ১ কিলোমিটার = কত মিটার?
৩. প্রশ্ন : সেন্টিমিটার মিটারের কত অংশ?
৪. প্রশ্ন : ৯৮৭৬০০ মিলিমিটারে কত লিটার?
৫. প্রশ্ন : ১০০ গ্রাম= কত হেক্টোগ্রাম?
৬. প্রশ্ন : একটি ত্রিভুজের ভূমি ২ মিটার এবং উচ্চতা ৩ মিটার হলে ক্ষেত্রফল কত?
৭. প্রশ্ন : একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে ৮. ক্ষেত্রটির ক্ষেত্রফল কত ?
৮. প্রশ্ন : একটি বেঞ্চের দৈর্ঘ্য ১ মিটার ৫০ সেন্টিমিটার হলে, অনুরূপ ২ টি বেঞ্চের মোট দৈর্ঘ্য কত হবে?
৯. প্রশ্ন : ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ?
১০. প্রশ্ন : বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ।
১১. প্রশ্ন : সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ?
অধ্যায় ১২ (সময়)
১. প্রশ্ন : অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?
২. প্রশ্ন : ৩ যুগে কত বছর?
৩. প্রশ্ন : ১৯৫২ সালটি কোন শতাব্দীর?
৪. প্রশ্ন : বৈশাখ মাস কত দিনে হয়?
৫. প্রশ্ন : ইংরেজি কতগুলো মাসে ৩১ দিন করে আছে?
৬. প্রশ্ন : ১ যুগ কি?
৭. প্রশ্ন : এক শতাব্দী কাকে বলে?
৮. প্রশ্ন : এক বছর সমান কত দিন?

psc mathematics suggestion 2019

অধ্যায়-১৩ (উপাত্ত বিন্যাসকরণ)
১. প্রশ্ন : একটি গ্রামের আয়তন ৪ বর্গকিলোমিটার। সে গ্রামে ৪০০০ জন লোক বাস করে। ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন?
২. প্রশ্ন : ২,৪,৬,৮,১০ উপাত্তগুলো কিরূপ উপাত্ত?
৩. প্রশ্ন : আয়তক্ষেত্রের প্রস্থ বরাবর কি থাকে?
৪. প্রশ্ন : ২০১১ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
৫. প্রশ্ন : লেখচিত্র কি?
অধ্যায়-১৪ (ক্যালকুলেটর ও কম্পিউটার)
১. প্রশ্ন : কম্পিউটারের মূল অংশ কয়টি?
২. প্রশ্ন : ক্যালকুলেটর কি?
৩. প্রশ্ন : হিসাবের ফলাফল পেতে কোন বোতাম চাপতে হবে?
৪. প্রশ্ন : আধুনিক যুগকে কিসের যুগ বলা হয়?
৫. প্রশ্ন : কম্পিউটার কাজ শেষে ফলাফল কোথায় দেখায়?
৬. প্রশ্ন : আধুনিক কম্পিউটারের জনক কে?
Recommended Post for yu

4 comments: