English Grammar in Bangla
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বা parts of speech বলে।
Classification of parts of speech:
1.Noun
2.Pronoun
3.Adjective
4.Verb
5.Adverb
6.Preposition
7.Interjection
8.Conjunction
1. Noun(বিশেষ্য):
যে শব্দ দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বুঝায় তাকে noun বা বিশেষ্য বলে।
Example: ⇒ Bangladesh is a beautiful country.
⇒Abdul lives in here.
Classifications of Noun:
যে word দ্বারা ব্যক্তি, বস্তুু, প্রাণী, স্থান, কোন কিছুর সমষ্টি, অবস্থা বুঝায় তাকে noun বলে।
Noun কে ৫ ভাগে ভাগ করা যায় যথা:
1.Proper Noun
2.Common Noun
3.Collective Noun
4.Material Noun
5.Abstract Noun
a). Proper Noun: যে noun দ্বারা কোন কিছুর নিদিষ্ট নাম বুঝায় তাকে Proper Noun বলে।
Example:⇒Ahmed is a good boy.
⇒Dhaka is a good city.
b). Common noun: যে noun দ্বারা একজাতীয় ব্যক্তি বা বস্তুুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common noun বলে ।
Example: ⇒ Nazrul is a great poet.
⇒The rose is a nice flower.
c). Collective Noun: যে word দ্বারা এক জাতীয় কতগুলি ব্যক্তি বা বস্তুুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে।
Example: ⇒ He joined the army.
⇒Our team has won the game.
d). Material Noun: যে noun দ্বারা কোন পদার্থর এর নাম কে বুঝায় তাকে Material Noun বলে।
Example: ⇒ Gold is a precious metal.
⇒Man cannot live without water.
e). Abstract Noun: যে দ্বারা কোন ব্যক্তির বা বস্তূর গুণ অবস্থা বা কার্যের নাম কে বুঝায় তাকে abstract noun বলে।
Example: ⇒ Honesty is the best policy.
N.B: এছাড়ও কোন noun এর শেষে - ness, tion, sion, hood, ship, dom, ment, ism, th, ty, ce, cy ইত্যাদি করে ও abstract noun হয় ।
N.B: এমন কিছু noun আছে যে গুলি গণনা করা যায় সেগুলি কে countable noun বলে এবং যে গুলি গণনা করা যায় না সেগুলিকে uncountable noun বলে। নিচে এদের দেখানো হল:
Countable Noun
Proper Noun
Common Noun
Collective Noun
Uncountable Noun
Material Noun
Abstract Noun
2. Pronoun(সর্বনাম):
Noun এর পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকে pronoun বলে।
Example:⇒Jakir is a good boy.
⇒He reads in class ten.
এখানে “Jakir” হচ্ছে noun এবং “he” হচ্ছে pronoun.
Types of Pronoun:
a) Personal Pronoun
b) Demonstrative Pronoun
c) Interrogative Pronoun
d) Relative Pronoun
e) Indefinite Pronoun
f) Distributive Pronoun
g) Reflexive Pronoun
h) Reciprocal Pronoun
a). Personal Pronoun: যে pronoun কোন ব্যক্তি বা বস্তুুর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Personal Pronoun বলে।
I am a boy, They are playing ball.
নিচে Personal Pronoun এর একটা ছক দেওয়া হল:
First Person:
Nominative
Case
Objective
Possessive
I
Me
My,
Mine
We
Us
Our,
Ours
Second Person:
Nominative
Objective
Possessive
You
You
Your
You
You
Your
Third Person:
Nominative
Objective
Third Person:
Possessive
He
Him
His
She
Her
Her
It
They
It
Its
Them
Their
b). Demonstrative Pronoun:
যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুুর পরিবর্তে বসে উহাকে নির্দেশ করে সে Pronoun কে Demonstrative Pronoun বলে।
These are my pens. That is your ball.
c). Relative Pronoun:
Re শব্দের অর্থ back এবং lative শব্দের অর্থ সম্পর্ক। সুতরাং যে Pronoun পুরবউল্লেখিত কোন noun এর পরে বসে
তার সহিত সম্পর্ক স্থাপন করে এবং সে সঙ্গে দুটি sentence কে যুক্ত করে তাকে Relative Pronoun বলে।
Example:⇒I saw the fisherman. He was catching fish.
⇒I saw the fisherman who was catching fish.
List of relative pronoun: who, whose, whom, which, that, what etc.
d). Distributive Pronoun: যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে
প্রকাশ করে তাকে Distributive Pronoun বলে।
Example:⇒Each of the boys will get a pen.
⇒Neither of the pens is good.
Note: Distributive Pronoun এর পরে verb singular হয় এবং ইহার সঙ্গে সম্পর্কযুক্ত noun or pronoun
এরও singular হয়।
e). Reciprocal Pronoun: যে Pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বুঝায় তাকে Reciprocal Pronoun বলে।
Example:⇒The two brothers help each other.
⇒They love one another.
f). Reflexive Pronoun: Personal pronoun এর সঙ্গে self বা selves যুক্ত হয়ে কোন pronoun যখন object এর
স্থান গ্রহন করে এবং পশ্চাতে ফিরে পুনরায় subject কে নির্দেশ করে তখন তাকে Reflexive Pronoun বলে।
Example: He killed himself.
Singular
My + sefl = myself
Him + self = himself
Her + self = herself
It + self = itself
Plural
Your + selves = yourselves
Them + selves = themselves
Adjective(বিশেষণ):
যে পদ দ্বারা বিশেষ্যর দোষ, গুন ও সংখ্যার পরিমাপকে বোঝায় তাকে adjective বলে।
Example: ⇒ Sam is a good singer.
adj noun
. Types of Adjective:
1.Adjective of quality
2.Adjective of quantity
3.Adjective of number
* Cardinal
* Ordinal
* Multiplicative
Personal Adjective
* Demonstrative
* Interrogative
* Distributive
* Possessive
a). Adjective of quality: যে Adjective ব্যক্তি বা বস্তুুর দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে Adjective of quality বলে।
Example:⇒He is a rich man.
⇒The boy is disobedient.
b). Adjective of quantity: যে Adjective কোন এর পরিমাণ নির্দেশ করে তাকে Adjective of quantity বলে।
যেমন: much, little, some, any, none, enough, sufficient, all, whole, half etc.
Example: ⇒ Give me a little water.
⇒I want some rich.
c). Adjective of number: যে Adjective কোন noun এর সংখ্যা, ক্রমানুসারে স্থান বা অবস্থা বুঝায় বা noun টি
কত বার আছে তা প্রকাশ করে তাকে Adjective of number বলে।
Example: ⇒ January is the first month of the year.
⇒ He has five pens.
d). Personal Adjective: কোন pronoun যখন noun এর পূর্বে বসে adjective এর কার্য
সম্পাদন করে তখন তাকে Personal Adjective বলে।
Example: ⇒ Every man should respect the learned.
⇒This boy is brilliant.
Verb(ক্রিয়া):
যে পদ দ্বারা কোন কিছু করা বুঝায় তাকে verb বলে।
Example: ⇒ Birds fly in the sky.
v
⇒ Nobody believes a liar.
v
Types of verb:
Finite verb
* Principal Verb
Ⅰ). Transitive Verb
Ⅱ). Intransitive Verb
* Auxiliary Verb
Non-Finite
a). Finite Verb: যে verb কোন sentence এর বক্তব্য সমাপ্ত করে এবং উক্
ত sentence এর subject ও number অনুযায়ী যার রুপ নির্ণীত হয় তাকে Finite Verb বলে।
Example:⇒Shapna sings a song.
* ). Principal Verb: যে সমস্ত verb অন্য কোন verb এর সাহায্য ব্যতীত স্বাধীনভাবে
সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে principal verb বলে।
Example:⇒The boy plays football.
Ⅰ). Transitive Verb: যে verb একাকী sentence এর অর্থ সম্পূর্ণ করতে পারে না,
অর্থকে সম্পূর্ণ করতে অন্য কোন word এর সাহায্য গ্রহন করতে হয় তাকে Transitive Verb বলে।
Incorrect: I drink
Correct: I drink tea.
Ⅱ). Intransitive Verb: যে verb অন্য কোন word এর সাহায্য ব্যতীত অর্থকে সম্পূর্ন
করতে পারে তাকে Intransitive Verb বলে।
Example:⇒The girl sings.
Example:⇒Birds fly.
*). Auxiliary Verb: যে সমস্ত verb এর নিজস্ব অর্থ নেই এবং বিভিন্ন প্রকার sentence,
tense, voice or mood এর বিভিন্ন রুপ গঠনের জন্য principal verb কে সাহায্য করে তাকে
Auxiliary Verb বলে।
Example:⇒He has eaten rice.
Auxiliary Verbs:Be= am, is, are, was, were, being, been.
Have=have,has,had
Do= do, does, did.
Modal= shall, will, should, would, may, might, can, could, must, ought to, need, dare, used to etc.
b). Non-Finite: যে verb দ্বারা sentence এর বক্তব্য শেষ হয় না তাকে Non-Finite verb বলে।
Shapna likes to sing a song.
sub finite verb n.f.v
Adverb(ক্রিয়া বিশেষণ):
যে পদ দ্বারা ক্রিয়া সংগঠনের ভাব, কাল, রুপ ইত্যাদি নির্দেশ করে তাকে adverb বলে।
Example:⇒He runs swiftly.
⇒The train may go soon.
Preposition(পদান্বয়ী অব্যয়):
“pre” অর্থ পূর্বে, “position” অর্থ স্থান অর্থাৎ যে শব্দ noun or pronoun আগে বসে তাদের মধ্যে
সম্পর্ক স্থাপন করে তাকে preposition বলে।
Example⇒The teacher enter into the room.
⇒The book is on the table.
List of preposition:
At, in, on, into, by, with, without, between, among, over, upon, to, of,
behind, from, below, under etc.
Conjunction(সংযোগমূলক):
যে শব্দ দ্বারা দুই বা ততোধিক sentence কে যুক্ত করা হয় তাকে conjuntion বলে।
Example: List of conjunction: and, but, or etc.
Example: Kajol went to market. She bought a Novel.
Example: Kajol went to market and bought a Novel.
Interjection(আবেগমূলক)
যে বাক্য দ্বারা আবেগমূলক অর্থ প্রকাশ তাকে interjection বলে।
Example: Alas! I am undone.
No comments:
Post a Comment