Jan 3, 2019

রসায়নের পর্যায় সারণীর ছন্দে ছন্দে শেখা [পার্ট:২]

আসসালামু আলাইকুম
আজকে আবার সবাইকে আমার পোস্টে স্বাগতম।
আজকে আবার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি
অসাধারণ কিছু ছন্দের টেকনিক যা আপনাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি।
আজকে আমি রসায়নের অর্ধপরিবাহী,ম্যাক্রো মিনারেল,গ্রীন হাউজ গ্যাস ইত্যাদি বিষয়ের উপর কিছু ছন্দ দিবো,
যাতে আপনারা বিষয় গুলো সহজে মনে রাখতে পারেন।
তো আর কথা না বলে শুরু করি।
ম্যাক্রো মিনারেল এর ক্ষেত্রে:-
ছন্দ ১:-নাকের কাছে মারলে ঘুষি সেরে যাবে প্রেমের কাশি।
ম্যাক্রো মিনারেলছন্দ
Naনা
Kকের
Caকাছে
Mgমারলে ঘুষি
Sসেরে যাবে
Pপ্রেমের
Clকাশি
ডাই-কার্বক্সিলিক এসিড সমূহের ক্ষেত্রে:-
ছন্দ ২:-O My Son Go And Pray Sincerely And Silently.
ড্রাই-কার্বক্সিলিকছন্দ
OxalicO
MalonicMy
SuccinicSon
GlutaricGo
AdipicAnd
PimelicPray
SubericSincerely
AzelaicAnd
SebacicSilently
ক্রোমিয়ামের বিষক্রিয়ার প্রভাব সমূহ:-
ছন্দ ৩:-‘ক’ এর কথা।
ক্রোমিয়ামের বিষক্রিয়ার প্রভাবছন্দ
ক্যান্সার
কিডনির রেনার টিউবিউলে ক্ষত
ক্রনিক আলসার
ক্যাডমিয়ামের বিষক্রিয়ার প্রভাব সমূহ:-
ছন্দ ৪:-‘ক’ এর কথা।
ক্যাডমিয়ামের বিষক্রিয়ার প্রভাবছন্দ
কঙ্কালতন্ত্রে রোগ
কিডনির কার্যক্ষমতা হ্রাস
কিডনিতে পাথর
ক্যান্সার
কার্বনিক এনহাইড্রেজ এনজাইমের অস্বাভাবিকতা
ক্যালসিয়াম মূত্রের মাধ্যমে নির্গত হওয়া
Cu,Fe,Zn কে শরীর থেকে প্রতিস্থাপন
গ্রীন হাউজ গ্যাসের ক্ষেত্রে:-
ছন্দ ৫:-কামিনার কোলে ওথ্রি।
গ্রীন হাউজ গ্যাসছন্দ
CO2(49.5%)কা
CH4(18%)মি
NOx(6.5%)নার
CFC(14.6%)কোলে
O3(12%)ওথ্রি
উর্ধপাতিত পদার্থের ক্ষেত্রে:-
ছন্দ ৬:-সাবেক আয়না
উর্ধ্বপাতিত পদার্থছন্দ
S-গন্ধকসা
বেনজিনবে
কর্পূর
আয়োডিনআয়
C10H8(ন্যাপথলিন)না
অ্যালকিনের বিক্রিয়া সমূহ:-
ছন্দ ৬:-PROPOSE
অ্যালকিনের বিক্রিয়াছন্দ
প্রতিস্থাপনPRO
পলিমারকরণP
ওজনীকরণO
সংযোজন/যুতS
e ত্যাগ(জারণ)E

No comments:

Post a Comment