Jan 11, 2019

English Spoken Course Class-1 নিয়ম গুলো অনুসরণ করলে আপনি 7 দিনে ইংরেজিতে কথা বলতে পারবেন


ইংরেজিতে কথা শেখার জন্য আমাদের এই টিপস্ গুলি আশা করি আপনাদের উপকারে আসবে। এখানে প্রায় 200 এর মত ইংরেজিতে কথা বলার নিয়ম আছে যা সম্পূর্ণ বাংলায়। যারা ইংরেজিতে কথা বলতে চান তাদের জন্য আমাদের এই টিপস্ টি খুবুই গুরুত্বপূর্ণ এবং এখানে খুব সহজ করে নিয়ম গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আশা করি আপনাদের ভাল লাগবে। আপনাদের বিন্দু মাত্র উপকারে আসলে আমাদের পরিশ্রম সার্থক হবে। এই ধারাবাহিক আলোচনায় আপনারা প্রতিদিন 5-7 টি নিয়ম ভাল করে পড়ে তার উদাহারণ গুলো দেখে নিজে নিজে অনুসিলন করতে থাকেন, এভাবে সামনে এগুলো এক থেকে দুই মাসের ভিতর আপনারা ভাল ইংরেজি বলা শিখতে পারবেন ইনশাল্লাহ্।

আর আমাদের এই প্রতিদিনের ধারাবাহিক English Spoken Course এর টিপস্ পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আর নিয়মিত ওয়েব সাইট ভিজিট করুন www.studytour10.blogspot.com


টিউটোরিয়ালটি শুরু করব বিভিন্ন গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ ও তাদের ব্যবহার দিয়ে। দৈনন্দিন জীবনে আমাদেরকে নানা ধরনের কাজ করতে হয়, কাজ করার সময় আমাদের বিভিন্ন শব্দ বলতে হয় সেইসব শব্দ দিয়েই আমরা আজ শুরু করবো।

তাহলে আর দেরি চলুন শুরু করা যাক..........! আমাদের আজকের প্রথম ক্ল্যাস।

ধন্যবাদ দেওয়া- Thanking Someone
Thanks / Thank you / Thank you very much / Thanks a lot- অনেক ধন্যবাদ।

ধন্যবাদের প্রত্যুত্তরে
Welcome / You are Welcome / Most welcome- সাদরে গৃহীত বা অভ্যর্থিত।

Direction - দিক / অভিমুখ
কোন দিকে বা কোন কিছুর অভিমুখে কোন গতিশীলতাকে প্রকাশ করতে হলে উক্ত দিকটিকে প্রকাশ করার উপায় জানতে হয়। নিচে দিক প্রকাশক কিছু Word এবং Phrase দেওয়া হলো:

To (দিকে) ---- Go to the college.
Towards (সামনের দিকে) ---- He is coming towards me.
Ahead (সামনের দিকে) ---- Go ahead to find the place.
Back (পিছনে / পিছনের দিকে) ---- Please come back.
Backward (পিছনের দিকে) ---- Look backward.
Beside (পাশে / পাশের দিকে) ---- Sit besideme.
Above (উপরের দিকে) ---- The fan is abovemy head.
Upward (উপরের দিকে) ---- Go upward the hill.
Down (নিচে) ---- He fall down from the tree.
Along (বরাবর; সামনের দিকে) ---- Go along the road.
Around (চারদিকে) ---- There are flowers around him.
About (প্রায়) ---- It is about five o'clock.
Straight (সোজা; বরাবর) ---- The road is straight.


বন্ধুরা আজ এ পর্যন্তই এই নিয়ম গুলো অনুসরণ করে আপনারা বাসায় প্রাকটিস করেন। আর নিয়ম গুলো দিয়ে নতুন নতুন বাক্য সাজান এবং সেগুলো বলার চেষ্টা করেন।

আগামী পর্বে ক্ল্যাস-2 নিয়ে আমরা আবার হাজির হবো। ক্ল্যাস-2 পাওয়ার জন্য আমাদের ব্লগগুলি পড়বেন। সাইফোর্স এর ইংলিশ স্পোকেন Pdf বই পেতে কমেন্ট বক্সে কমেন্ট করে জনান।

No comments:

Post a Comment