Sep 28, 2019

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০। বুটেক্স ভর্তি সার্কুলার 2019-20 তাদের ওফিসিয়াল ওয়েবসাইট www.butex.edu.bd তে প্রকাশ করা হয়েছে । আজকে আমরা বুটেক্স ভর্তি যোগ্যতা নিয়ে আলোচনা করব ।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০। বুটেক্স ভর্তি সার্কুলার 2019-20 তাদের ওফিসিয়াল ওয়েবসাইট www.butex.edu.bd তে প্রকাশ করা হয়েছে । আজকে আমরা বুটেক্স ভর্তি যোগ্যতা নিয়ে আলোচনা করব ।    বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০। বাংলাদেশের একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যা দাঁড়িয়ে আছে শহরের তেজগাও শিল্প এলাকায় ১১.৬৭ একর যায়গা নিয়ে। বুটেক্স ক্যাম্পাস ছোট হলেও এখানে পড়া শিক্ষার্থীদের চাকুরি বাজার ভালোই চড়া। ভালো না হবেই বা কেন? এই বিশ্ববিদ্যালয়টিতে প্রতি বছর যেখানে ৫২০ জনের মত স্টুডেন্ট ভর্তি করায় সেখানে আজ বাংলাদেশে প্রায় ৪০০০ ছোট বড় টেক্সটাইল রিলেটেড ন্যাশনাল,মাল্টিন্যাশনাল কোম্পানি আছে।এবার নিজেই বুঝে নাও কদর টা। হ্যা এখানে আবাসিক সংকট টা অনেক বেশি। কারন হল ছেলেদের জন্য তিনটা আর মেয়েদের জন্য একটা তুমি ধরেই নিতে পারো তোমাকে বাইরে বাসা ভাড়া অথবা মেস এ থাকতে হবে। নিচে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)[ Textile  Admission Circular  2018-19] এর ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল    বুটেক্স ভর্তি টাইমলাইন  আবেদন শুরু- ০৮ সেপ্টেম্বর ২০১৯, সকাল ১০টা হতে  আবেদন শেষ- ০৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।  প্রবেশপত্র সংগ্রহের তারিখ :  ১৬-৩০ অক্টোবর ২০১৯  ভর্তি পরীক্ষার তারিখ- ৫ নভেম্বর শুক্রবার সকাল ৯ঃ৩০ হতে ১১ঃ৩০ পর্যন্ত।  ভর্তি পরীক্ষার ফলাফল : ৭ ডিসেম্বর ২০১৯  আবেদন লিংক : but.teletalk.com.bd  আাবেদন লিংক  সার্কুলার পিডিএফ  সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুনএখান থেকে  ইউনিট ও আসন সংখ্যা ইউনিট  আসন সংখ্যা  (১) ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং  ৮০  (২) ফেব্রিক ইঞ্জিনিয়ারিং  ৮০  (৩) ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং  ৮০  (৪)ডাইস এন্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং  ৪০  (৫) এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং৬১০১১  ৪০  (৬) এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং  ৮০  (৭) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট  ৮০  (৮) টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন  ৪০  (৯) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং  ৪০  (১০) টেক্সটাইল মেশিনারী ডিজাইন এন্ড মেইনটেনেন্স  ৪০  মোট আসন সংখ্যা  ৬০০  আবেদন ফি আগ্রহী আবেদনকারী ১০০০/- (এক হাজার) টাকা ফি প্রদান করে আবেদন করতে পারবে ।  ভর্তি পরীক্ষায় অংশ গ্রহনের নূন্যতম যোগ্যতা আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.৫০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাশ অথবা বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।  ২০১৯ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড হতে বিজ্ঞান বিভাগে এইচ. এস. সি কিংবা উহার সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.৫০ সহ গনিত, পদার্থ, রসায়ন ও ইংরেজী বিষয়ে আলাদা ভাবে নূন্যতম জিপি ৪.০০ সহ সর্বমােট কমপক্ষে ১৮.০০ গ্রেড পয়েন্ট পেতে হবে। ভর্তি পরীক্ষার মানবন্টন ও সময় সম্পূর্ণ লিখিতভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।  পদার্থবিজ্ঞান  ৬০  রসায়ন  ৬০  গণিত  ৬০  ইংরেজী  ২০  মোট নম্বর  ২০০  পরীক্ষার সময়  ২ ঘন্টা  →ভর্তি পরীক্ষা হবে ২০০ নাম্বারের। প্রশ্ন থাকবে ১০০ টি।প্রতি প্রশ্নে ২ করে ২০০ নাম্বার  →১০০ টি প্রশ্নে কোনো অপশন থাকবে না।অর্থাৎ প্রশ্নের ব্যাখ্যা ও অংক খাতায় করে দিতে হবে  প্রার্থী নির্বাচন ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ এবং এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ যােগ করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। লিখিত পরীক্ষায় ৪০% এর নীচে নম্বর প্রাপ্তদের (সব ধরনের কোটাসহ সকলের জন্য প্রযােজ্য) মেধাতালিকা প্রকাশ করা হবে না। তবে সর্বোচ্চ ৩০০০ জনের তালিকা প্রকাশ করা হবে। ভর্তি কমিটি বাস্তব প্রয়ােজনে নির্ধারিত ৪০% নম্বর পরিবর্তন করতে পারবে। আবেদনের প্রক্রিয়া ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মােবাইল ফোনের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে BUT<স্পেস> HSC শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> HSC পরীক্ষার রােল নম্বর <স্পেস> HSC পাসের সাল <স্পেস> SSC শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> SSC পরীক্ষার রােল নম্বর <স্পেস> SSC পাশের সাল লিখে 16222 নম্বরে SMS করতে হবে।  উদাহরণঃ BUT DHA 123456 2018 DHA 654321 2016 দিতে হবে।  উদাহরণটি ঢাকা বাের্ডের জন্য। এখানে 123456 এর জায়গায় HSC, 654321 এর জায়গায় SSC পরীক্ষার রােল নম্বর হবে।  উপরের SMS টি পাঠানাের পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222 নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানাননার জন্য প্রথমে | BUT <স্পেস>YES<স্পেস>PIN নম্বর<স্পেস>আবেদনকারীর মােবাইল নম্বর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। এখানে মােবাইল নম্বরের জায়গায় আবেদনকারীর সাথে যােগাযােগের জন্য নিজে ব্যবহার করতে পারে এমন যে কোনাে অপারেটরের একটি মােবাইল নম্বর লিখতে হবে।  উদাহরণ – BUT YES 87654321 01XXXXXXXXX    বুটেক্স ভর্তি সার্কুলার ২০১৯-২০ BUREX admission Circular 2019-20  BUREX admission Circular 2019-20  BUREX admission Circular 2019-20  সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের সাথেই থাকুন ।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০।

বাংলাদেশের একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যা দাঁড়িয়ে আছে শহরের তেজগাও শিল্প এলাকায় ১১.৬৭ একর যায়গা নিয়ে। বুটেক্স ক্যাম্পাস ছোট হলেও এখানে পড়া শিক্ষার্থীদের চাকুরি বাজার ভালোই চড়া। ভালো না হবেই বা কেন? এই বিশ্ববিদ্যালয়টিতে প্রতি বছর যেখানে ৫২০ জনের মত স্টুডেন্ট ভর্তি করায় সেখানে আজ বাংলাদেশে প্রায় ৪০০০ ছোট বড় টেক্সটাইল রিলেটেড ন্যাশনাল,মাল্টিন্যাশনাল কোম্পানি আছে।এবার নিজেই বুঝে নাও কদর টা। হ্যা এখানে আবাসিক সংকট টা অনেক বেশি। কারন হল ছেলেদের জন্য তিনটা আর মেয়েদের জন্য একটা তুমি ধরেই নিতে পারো তোমাকে বাইরে বাসা ভাড়া অথবা মেস এ থাকতে হবে। নিচে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)[ Textile  Admission Circular  2018-19] এর ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল

বুটেক্স ভর্তি টাইমলাইন
আবেদন শুরু- ০৮ সেপ্টেম্বর ২০১৯, সকাল ১০টা হতে
আবেদন শেষ- ০৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।
প্রবেশপত্র সংগ্রহের তারিখ :  ১৬-৩০ অক্টোবর ২০১৯
ভর্তি পরীক্ষার তারিখ- ৫ নভেম্বর শুক্রবার সকাল ৯ঃ৩০ হতে ১১ঃ৩০ পর্যন্ত।
ভর্তি পরীক্ষার ফলাফল : ৭ ডিসেম্বর ২০১৯
আবেদন লিংক : but.teletalk.com.bd
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন

ইউনিট ও আসন সংখ্যা

ইউনিট
আসন সংখ্যা
(১) ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং৮০
(২) ফেব্রিক ইঞ্জিনিয়ারিং৮০
(৩) ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং৮০
(৪)ডাইস এন্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং৪০
(৫) এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং৬১০১১৪০
(৬) এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং৮০
(৭) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট৮০
(৮) টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন৪০
(৯) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং৪০
(১০) টেক্সটাইল মেশিনারী ডিজাইন এন্ড মেইনটেনেন্স৪০
মোট আসন সংখ্যা৬০০

আবেদন ফি

আগ্রহী আবেদনকারী ১০০০/- (এক হাজার) টাকা ফি প্রদান করে আবেদন করতে পারবে ।

ভর্তি পরীক্ষায় অংশ গ্রহনের নূন্যতম যোগ্যতা

      • আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.৫০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাশ অথবা বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।
      •  ২০১৯ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড হতে বিজ্ঞান বিভাগে এইচ. এস. সি কিংবা উহার সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.৫০ সহ গনিত, পদার্থ, রসায়ন ও ইংরেজী বিষয়ে আলাদা ভাবে নূন্যতম জিপি ৪.০০ সহ সর্বমােট কমপক্ষে ১৮.০০ গ্রেড পয়েন্ট পেতে হবে।

ভর্তি পরীক্ষার মানবন্টন ও সময়

সম্পূর্ণ লিখিতভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
পদার্থবিজ্ঞান৬০
রসায়ন৬০
গণিত৬০
ইংরেজী২০
মোট নম্বর২০০
পরীক্ষার সময়২ ঘন্টা
→ভর্তি পরীক্ষা হবে ২০০ নাম্বারের। প্রশ্ন থাকবে ১০০ টি।প্রতি প্রশ্নে ২ করে ২০০ নাম্বার
→১০০ টি প্রশ্নে কোনো অপশন থাকবে না।অর্থাৎ প্রশ্নের ব্যাখ্যা ও অংক খাতায় করে দিতে হবে

প্রার্থী নির্বাচন

  • ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ এবং এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ যােগ করে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
  • লিখিত পরীক্ষায় ৪০% এর নীচে নম্বর প্রাপ্তদের (সব ধরনের কোটাসহ সকলের জন্য প্রযােজ্য) মেধাতালিকা প্রকাশ করা হবে না। তবে সর্বোচ্চ ৩০০০ জনের তালিকা প্রকাশ করা হবে। ভর্তি কমিটি বাস্তব প্রয়ােজনে নির্ধারিত ৪০% নম্বর পরিবর্তন করতে পারবে।

আবেদনের প্রক্রিয়া

ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মােবাইল ফোনের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে BUT<স্পেস> HSC শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> HSC পরীক্ষার রােল নম্বর <স্পেস> HSC পাসের সাল <স্পেস> SSC শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> SSC পরীক্ষার রােল নম্বর <স্পেস> SSC পাশের সাল লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণঃ BUT DHA 123456 2018 DHA 654321 2016 দিতে হবে।
উদাহরণটি ঢাকা বাের্ডের জন্য। এখানে 123456 এর জায়গায় HSC, 654321 এর জায়গায় SSC পরীক্ষার রােল নম্বর হবে।
উপরের SMS টি পাঠানাের পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222 নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানাননার জন্য প্রথমে | BUT <স্পেস>YES<স্পেস>PIN নম্বর<স্পেস>আবেদনকারীর মােবাইল নম্বর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। এখানে মােবাইল নম্বরের জায়গায় আবেদনকারীর সাথে যােগাযােগের জন্য নিজে ব্যবহার করতে পারে এমন যে কোনাে অপারেটরের একটি মােবাইল নম্বর লিখতে হবে।

উদাহরণ – BUT YES 87654321 01XXXXXXXXX

বুটেক্স ভর্তি সার্কুলার ২০১৯-২০

BUREX admission Circular 2019-20
BUREX admission Circular 2019-20
BUREX admission Circular 2019-20
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের সাথেই থাকুন ।

No comments:

Post a Comment