আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আল্লাহর রহমতে আমি ভালোই আছি
বরাবরের মতো আমি আজকেই একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । কি সম্পর্কে আজকে আমি পোস্ট করেছি তা আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমি পোস্টের শুরুতে বেশি কথা বলবো না।
আজ আমি আপনাদের সাথে Modifier নিয়ে আলোচনা করবো যা HSC তে একটি টপিক হিসাবে পরিক্ষায় আসে। তো চলুন বেশি কথা না বলে সরাসরি পোস্টে চলে যায়।
বিস্তারিত পোস্টঃ
Modifier এক আতঙ্কের নাম। HSC তে modifier নিয়ে সমস্যায় পরে নি এমন student খুজে পাওয়া কঠিন। আজকের এই পোস্ট যদি কেউ মনোযোগ দিয়ে & নোট করে পড়ে তাহলে modifier পানি হয়ে যাবে। ৬-৭ টা হবেই। vocabulary তে দক্ষ হলে আরও বেশি হবে। modifier এ যাওয়ার আগে একটু basic grammar নিয়ে আলোচনা করি তাহলে modifier বুঝতে সহজ হবে।
(1) সাধারনত Adjective, Noun এর পূর্বে বসে। খাটি বাংলায় বলতে গেলে Adjective মানে পাম মারা, কাকে পাম মারা?? noun কে। অর্থ্যাৎ দোষ, গুন, সংখ্যা ইত্যাদি প্রকাশ করা।
example : Bristy is a cute girl.
এখানো girl কে পাম মারতেছে cute, সুতরাং এখানে cute “Adjective.”
(2) সাধারনত Adverb, Noun এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায় বসতে পারে। অর্থ্যাৎ verb এর আগে, পরে, noun এর পরে, এমনকি Adverb এর পরও Adverb বসতে পারে। সহজ কথায় Noun এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায়।
example : He laughs loudly.
এখানে “loughs” verb এর পর “loudly” Adverb বসে verb কে জোর দিচ্ছে মানে modify করছে।
★Modifier কী???
যে word বা phrase(শব্দগুচ্ছ) কোন noun বা verb এর আগে পরে বসে ঐ noun বা verb কে modify করে
অর্থ্যাৎ, ঐ noun বা verb সম্পর্কে তথ্য প্রদান করে তাকে modifier বলে।
****Specific uses of Modifier:
★ Pre modify the noun : pre অর্থ পূর্বে। noun এর পূর্বে কী বসে?? উপরে বলছিলাম মনে আছে?? Adjective বসে। তাই pre modify the noun থাকলে Adjective হবে।
example : Rakib was a………..( pre modify the noun) poet.
এখানে adjective বসবে মানে পাম মারতে হবে, মানে। famous/ noble হবে।
★pre modify the Adjective/Verb/Adverb: উপরে কি বলছিলাম মনে আছে??? Noun এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায় Adverb বসে। তাই pre modify the
Adjective/Verb/Adverb থাকলে Adverb হবে।
example : She……….(pre modifythe verb) got idea.
এখানে Adverb হবে, অর্থ্যাৎ verb কে জোর দিতে modify করতে হবে। suddenly /quickly হবে।
★post modify the Adjective/Verb/
Adverb: post
অর্থ পরে। আগের মতোই noun এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায়Adverb বসে।
example : Arif can write……( post modify the verb)
আগের মতোই Adverb হবে,verb কে modify করবে। তাই quickly /beautifully হবে।
নোট করে নিতে পারো:
**pre modify the noun→ Adjective.
**pre modify the adjective/verb/Adverb→ Adverb.
**post modify the Adjective/verb/
Adverb→ Adverb.
*****pre modify the noun with……………
★possessive → my, him, her, their, our,its (sentence এর subject টি pronoun এর যে ফর্ম এ থাকবে sentence এর possessive adjective টি একই ফর্ম এ হবে) কি বুঝ নাই?? example দিলে ক্লিয়ার হবে।
example: You can not complete……..(pre modify the noun with possessive) studies.
এখানে sentence এর subject You. You er possessive ফর্ম your. তাই your হবে।
★Gerund→ (verb+ing)
★Infinitive→ (To + V1)
★present participle→( verb+ ing)
★past participle→V3
★ Demostrative →this,that( singular noun এর পূর্বে) these, those(plural noun এর পূর্বে)
example: She found……….(use a demostrative
to pre modify the noun) jug too heavy.
এখানে যেহুতু jug singular তাই this হবে।
★phrase → A group of word that contains no verb
★Appositive→ A group of word that must reflect the Noun/pronoun
★Intensifier→very
★Quantifier→some,few,many( countable noun) some, much,little( uncountable noun)
example: they have……………. (use quantifier pre modify the noun) money.
এখানে money uncountable noun তাই much হবে।
modifier শেষ।
Feb 27, 2019
Home
/
full guideline
/
GRAMMAR
/
HSC Modifier
/
Modifier
/
[full guideline]_ HSC__ Modifier শিখুন খুব সিম্পল কয়েকটি টেকনিকের মাধ্যমে। না দেখলেই লস !!!
[full guideline]_ HSC__ Modifier শিখুন খুব সিম্পল কয়েকটি টেকনিকের মাধ্যমে। না দেখলেই লস !!!
About Online Blogger
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Modifier
Categorys:
full guideline,
GRAMMAR,
HSC Modifier,
Modifier
Subscribe to:
Post Comments (Atom)
Thanks for give us knowledge ...
ReplyDelete