Feb 26, 2019

ব্যবসায় উদ্যোগ MCQ উত্তরমালা – এস.এস.সি ২০১৯

ব্যবসায় উদ্যোগ MCQ উত্তরমালা – এস.এস.সি ২০১৯

পরীক্ষা-২০১৯
ব্যবসায় উদ্যোগ 
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা) 
১। কলারোয়া গ্রামের মানুষ কোন মাধ্যমে আম বিক্রি করে ন্যায্যমূল্য পাচ্ছে?
উ: (ঘ) সমবায় সমিতি
২। নতুন পদ্ধতির ফলে কলারোয়া গ্রামের লোকজন-
উ: (ঘ) i, ii ও iii
৩। বিমান কয়টি পক্ষ থাকে?
উ: (ক) দুই
৪। ফ্রানসাইজিং ব্যবসায়ের পক্ষ হলো-
উ: (গ) ii ও iii
৫। ব্যবসায় পরিকল্পনা প্রণয়নে মাইক্রোস্ক্রিনিং-এর উপাদান হলো-
উ: (ক) i ও ii
৬। সহায়তার ধরন অনুযায়ী সংরক্ষণমূলক সহায়তা কোনটি?
উ: (খ) প্রাথমিক মূলধনের যোগান দেওয়া
৭। কুটির শিল্পের সর্বোচ্চ জনবল কতজন?
উ: (ক) দশ
৮। জনাব সাইফুল ব্যবসায়ের ক্ষেত্রে নেতাকর্মীদের মতামতের প্রাধান্য দেন না। জনাব সাইফুলের নেতৃত্বের ধরণ কোনটি?
উ: (খ) স্বৈরতান্ত্রিক
৯। কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টনকে কি বলা হয়?
উ: (খ) সংগঠিতকরণ
১০। কোনটি সমর্থনমূলক সহায়তা?
উ: (ক) অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ
১১। মহিলা অধিদপ্তরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করে-
উ: (ক) i ও ii
১২। একজন ব্যবসায়ীর প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের প্রতি দায়িত্ব-
উ: (খ) i ও iii
১৩। নৈতিকতা মানুষের কোনটির সাথে জড়িত?
উ: (গ) বুদ্ধিমত্তার
১৪। রনি ও জনি চুক্তি অনুযায়ী ব্যবসায় শুরু করলেন। তাদের ব্যবসায়টি কোন ধরনের?
উ: (গ) অংশীদারি
১৫। কোন কোন কৃষিপণ্য সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়?
উ: (ক) ধান, ফলমূল, সবজি
১৬। কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব হয়?
উ: (গ) মুক্ত
১৭। জনাব শেখ বশির উদ্দীন কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেছেন?
উ: (ঘ) প্রশিক্ষণ প্রদান
১৮। জনাব শেখ বশির উদ্দনি এর জন্য ব্যবসায়ের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করেছে-
উ: (ঘ) i, ii ও iii
১৯। আত্মকর্মসংস্থানের জন্য কর্মীর সবচেয়ে বড় মূলধন কী?
উ: (গ) নিজের দক্ষতা
২০। আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়-
উ: (গ) ii ও iii
২১। উদ্দীপকের ইয়াছিনরা কোন প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন?
উ: (ঘ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
২২। ইয়াছিনদের কার্যক্রমের ফলে-
উ: (ঘ) i, ii ও iii
২৩। কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশকে কী বলে?
উ: (খ) শেয়ার
২৪। কী অনুযায়ী মূলধনের ক্ষুদ্রতম অংশকে কী বলে?
উ: (ঘ) চুক্তি
২৫। বি এস টি আই কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা?
উ: (খ) শিল্প
২৬। কোন শিল্পটির মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়?
উ: (খ) পর্যটন
২৭। কোন কাজটি বিপণন কার্যাবলির বহির্ভূত?
উ: (ক) শিল্পজাত পণ্য উৎপাদন করা
২৮। কোন উদ্যোক্তা দেশের সর্ববৃহৎ বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন করে?
উ: (খ) জহুরুল ইসলাম
২৯। ব্যবসায় হলো-
উ: (ক) i ও ii
৩০। সফল উদ্যোক্তা কিভাবে সিদ্ধান্ত নেন?
উ: (খ) বিচার-বিশ্লেষণের মাধ্যমে
এস.এস.সি. পরীক্ষা-২০১৮
ব্যবসায় উদ্যোগ 
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা) 
১. বাংলাদেশের প্রধান বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ সহায়তা নিতে হলে কোন ব্যাংকে যেতে হবে?
উত্তর: (গ) সোনালী
২. কোনটি উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত?
উত্তর: (খ) সুতা হতে কাপড় তৈরি
৩. অপরিকল্পিত শিল্প স্থাপনের ফলে-
উত্তর: (ঘ) মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বিশুদ্ধ পানির সংকট ঘটে, উপকারী প্রাণী বিলুপ্ত হয়
৪. বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনের কত ভাগ সেবা খাত থেকে আসে?
উত্তর: (ঘ) ৫০
৫. পূর্বজ্ঞান ছাড়াই মি. রায়হান ‘রায়হান ফার্মেসী’ স্থাপন করলেন এবং লোকসানের সম্মুখীন হলেন। রায়হান ফার্মেসীর লোকসানের মূল কারণ কোনটি?
উত্তর: (গ) অভিজ্ঞতা ও শিক্ষার অভাব
৬. কোন ব্যবসায় কার্যক্রম পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছিল?
উত্তর: (ক) একমালিকানা
৭. পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম কতজন পরিচালক থাকতে হবে?
উত্তর: (খ) ৩
৮. মিতু কম্পিউটা সহজে হিসাব নিকাশের একটি সফটওয়্যার তৈরি করল। মিতু কম্পিউটার কোনটির মাধ্যমে তার সফটওয়্যারটি সংরক্ষণ করবে?
উত্তর: (গ) কপিরাইট
৯. ব্যবসায়ে অন্তর্ভুক্ত কাজ কোনটি?
উত্তর: (ঘ) বৈধতার সাথে মুনাফা অর্জনে পরিচালিত কাজ
১০. কোনটি শিল্পোদ্যোগ?
উত্তর: (ঘ) সাবান প্রস্তুত প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ
১১. ব্যবসায়ে সাফল্য লাভে অন্যতম পূর্বশর্ত কোনটি?
উত্তর: (গ) সঠিক পণ্য নির্বাচন
১২. অংশীদারি ব্যবসায় কত সালের আইন দ্বারা পরিচালিত?
উত্তর: (খ) ১৯৩২
১৩. কোনটি পণ্য প্রতীকের বহির্ভুত?
উত্তর: (ঘ) মোড়ক
১৪. পরিবহন পণ্য কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
উত্তর: (খ) স্থানগত
১৫. উদ্দীপকের ‘সাধনা’ সংগঠনটির নিবন্ধনের জন্য কত টাকার ট্রেজারি চালান প্রয়োজন হবে?
উত্তর: (ক) ৫০
১৬. উদ্দীপকের সাধনা প্রতিষ্ঠানটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার মূল কারণ-
উত্তর: (ঘ) গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনার প্রয়োগ, পারস্পরিক সহযোগিতা ও সেবার মনোভাব, সকলের সমমর্যাদার অধিকারী
১৭. বিপণনের অন্যতম কাজ কোনটি?
উত্তর: (ক) ক্রয়
১৮. ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দেওয়া হয় কত বছরের জন্য?
উত্তর: (ক) ৭
১৯. ২০১০ সালের শিল্পনীতিতে চট্টগ্রাম বিভাগে উন্নত জেলা কোনটি?
উত্তর: (গ) ফেনী
২০. সোনালী ফার্নিচার্সটিকে কোন প্রকারের শিল্প বলা হয়?
উত্তর: (গ) উৎপাদনমূলক মাঝারি
২১. সোনালী কর্মচারীর উৎসাহিত হওয়ার কারণ-
উত্তর: (ঘ) উপযুক্ত নির্দেশনা দান, সঠিক সমন্বয় সাধন সময়মত প্রেষণা দান
২২. কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কর্মীদের কোনটি প্রয়োজন?
উত্তর: (ক) প্রশিক্ষণ
২৩. কোনটি সংরক্ষণমূলক সহায়তার অন্তর্ভুক্ত?
উত্তর: (ঘ) বন্ধ প্রতিষ্ঠান পুনঃচালুকরণে সাহায্য পাওয়া
২৪. মাইক্রোস্ক্রিনিং এর উপাদান হলো-
উত্তর: (গ) বেকার সমস্যা সমাধানের সুযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত শিক্ষার সম্প্রসারণ
২৫. কোনটি শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতার বহির্ভুত?
উত্তর: (গ) সঠিক মূল্যে, সঠিক পণ্য পাওয়ার ব্যবস্থা করা
২৬. কি কারণে একজন উদ্যোক্ত অবষ্টি লক্ষ্যে পৌছাতে ব্যর্থ হতে পারে?
উত্তর: (ঘ) নিজের প্রতি অত্যধিক বিশ্বাস
২৭. আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে করণীয় কাজ কোনটি?
উত্তর: (গ) প্রশিক্ষণ ও ঋণ প্রদান
২৮. মি. জাকির প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদের সাথে আলোচনা করে নেন। এটি কিরূপ নেতৃত্ব?
উত্তর: (ক) গণতান্ত্রিক
২৯. জনাব শাহজাহানের ফটোগ্রাফী নিবন্ধন কিসের অন্তর্গত?
উত্তর: (ক) কপিরাইট
৩০. জনাব শাহ আলমের ব্যবসায় পরিচালনায় সহায়তাকারী প্রতিষ্ঠানের ভূমিকা-
উত্তর: (ক) আর্থিক সাহায্য দান, ক্ষতিপূরণের ব্যবস্থা করা

No comments:

Post a Comment