"সফলতাই সবচেয়ে বড় প্রতিশোধ"
কেউ যদি তোমাকে অপমান করে , যদি বলে তোমাকে দিয়ে হবেনা , কিংবা যদি বলে তুমি পারবে না .. কিছু বলোনা । এসব কথার জবাব কথায় না দিয়ে কাজের মাধ্যমে দেও । সফল হওয়ার চেষ্টা করো । তুমি যখন সফল হবে সে তখন এমনিতেই অপমানিত হয়ে যাবে !
.
আমার কলেজের এক ক্লাসমেট আমাকে বলেছিল " তুই কোথাও চান্স পাবিনা !! " সেদিন খুব কষ্ট পেয়েছিলাম । খুব খারাপ লেগেছিল । কিছু বলিনি সেদিন । পাবলিকে চান্স পেয়েছিলাম আমি ই ! কিন্তু সে কোথাও ই চান্স পায়নি ! তাকে মুখে জবাব দিতে হয়নি । কাজেই সে জবাব পেয়ে গেছিল ।
.
আমি পরীক্ষা দিয়েছিলাম মেডিকেল , ঢাবি , জাবি ও জবিতে । এর মধ্যে জাবি ও জবি .. এই দুই ভার্সিটিতে চান্স পাই । চবিতে ফর্ম টেনেও পরীক্ষা দেইনি জাবিতে চান্স পেয়ে যাওয়ার কারণে ।
.
আমার কলেজের সেই ক্লাসমেট ছেলেটি ঐ কথাটা এমন একটা সময়ে বলেছিল যার কিছুদিন পরই ঢাবি , জাবি , জবির ভর্তি পরীক্ষা শুরু হবে । এরকম একটা মুহুর্তে প্রয়োজন উৎসাহ । অথচ ঐ মুহুর্তে এমন একটা কথাই আমার মনোবল ভেঙ্গে দিতে বসেছিল ! তাছাড়া আরো কিছু কলেজমেট দের কথাবার্তা ও মনোবল ভেঙ্গে দিচ্ছিল । তাদের ধারণা ছিল , " আমাদের মত গ্রামের কলেজের স্টুডেন্টদের জন্য মেডিকেল, ঢাবি , জাবি, জবি ............. না " ! আমার প্রশ্ন ছিলো একটাই " যদি কোথাও চান্স না পাই তবে গ্রাম থেকে ফার্মগেটে এসে কোচিং করে , হোস্টেলে থেকে ৫০-৬০ হাজার টাকা কেন খরচ করছি ? ! " ঐ সময়ে আব্বু - আম্মু দুজনই কঠিন অসুস্থতা থেকে আল্লাহর রহমতে সুস্থ হয়ে কেবল ফিরেছেন । অনেক স্বপ্ন দেখছিলেন আমাকে নিয়ে । তাদের আমি কি জবাব দিব চান্স না পেলে ! ?
.
মহান আল্লাহর উপর বিশ্বাস রেখে পড়তে থাকলাম । পাশাপাশি আল্লাহর ইবাদত করতে লাগলাম । আল্লাহ দয়া করলেন । ফার্স্ট টাইমেই জাবিতে , জবিতে চান্স পেয়ে গেলাম । ভর্তি হলাম জাবিতে । আর ঐ ছেলেটা রয়ে গেলো কোথাও চান্স না পাওয়াদের দলে ।
.
.
আরেকটি ঘটনাঃ
.
একবার আমার স্কুলের ফার্স্ট বয় আমাকে কোনো একটা কারনে বলেছিল " পারলে ক্লাসে ফার্স্ট হয়ে দেখা ! " উল্লেখ্য , তখন ক্লাসে আমার রোল ছিলো ৩ । সেদিন কিছু বলতে পারিনি । কিন্তু পরের পরীক্ষাতে ঠিকি ফার্স্ট হয়েছিলাম আমি ই !
.
.
তাই কেউ অপমান করলে , অকারণে কথা শোনালে তার উপর ক্ষেপে না গিয়ে নিজে সফল হয়ে তার মাথা ও নিচু করে দিন । সাথে সাথে নিজের জীবনটাও সুন্দর হয়ে গেলো ।
.
জেদ করবেন এসব ক্ষেত্রে । এ ধরণের জেদ জীবনে আপনাকে কয়েকধাপ এগিয়ে দিবে । কে কি বললো তা পাত্তা দেয়ার টাইম নাই । জীবন আপনার , তাই সিদ্বান্ত ও আপনার ! সকল সমালোচনার জবাব হোক , সফলতা !
.
#সামিউল
#জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয়
No comments:
Post a Comment