Sep 13, 2019

এস এসসি পরীক্ষা ২০২০ এর সময়সূচি দেখে নিন।

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
Exam Routine, Exam Routine 2019, ssc exam, ssc exam routine, Ssc exam routine 2020, এস এসসি পরীক্ষা ২০২০ এর সময়সূচি

আপনি কি আগামী বছরের এসএসসি পরীক্ষার্থী? এসএসসি রুটিন 2020 খুঁজছেন? আগামী বছরে অনুষ্ঠিতব্য এই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি‌ নিয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন। রুটিন/সময়সূচি ডাউনলোডের সুবিধাও থাকছে এই পোস্টে। তো, চলুন শুরু করা যাক।
এক নজরে দেখে নিন ২০২০ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি।
তত্ত্বীয় পরীক্ষা শুরুর তারিখ: ১লা ফেব্রুয়ারি ২০২০ (শনিবার)
তত্ত্বীয় পরীক্ষা শেষের তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২০ (শনিবার)
পরীক্ষার সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা
পরীক্ষার ব্যাপ্তিকাল: ৩ ঘন্টা
ব্যবহারিক পরীক্ষার সময়: ২৩ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি, ২০২০
সকল শিক্ষা বোর্ডের জন্য এসএসসি রুটিন টি প্রযোজ্য।
Exam Routine, Exam Routine 2019, ssc exam, ssc exam routine, Ssc exam routine 2020,এস এসসি পরীক্ষা ২০২০ এর সময়সূচি

এসএসসি রুটিন ২০২০ ডাউনলোড করবেন যেভাব
প্রকাশিত এসএসসি রুটিন ডাউনলোড করতে চান? আপনাদের সুবিধার্থে শেয়ার করছি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ডাউনলোড লিংক। ইমেজ ফাইল, পিডিএফ ফাইল দুই ফরম্যাটেই ডাউনলোড করে রাখতে পারেন রুটিনটি।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশাবলী
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই নির্দিষ্ট কক্ষে আসন গ্রহণ করতে হবে।
প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ীই পরীক্ষা শুরু এবং শেষ হবে।
পরীক্ষার প্রথম অংশে বহুনির্বাচনি বা এমসিকিউ পরীক্ষা এবং তারপর সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার মাঝে কোন বিরতি থাকবেনা।
স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩দিন পূর্বে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
উত্তরপত্রের OMR শীটে নির্দিষ্ট স্থানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। OMR শীট কোনভাবেই ভাঁজ করা যাবেনা।
সৃজনশীল, এমসিকিউ এবং ব্যবহারীক পরীক্ষায় আলাদা আলাদাভাবে পাস করতে হবে।
পরীক্ষার্থীগণ প্রয়োজনে শুধুমাত্র সাধারন সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।

No comments:

Post a Comment