Sep 25, 2019

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৯-২০

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০  প্রকাশিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ru.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়। আজকে রাবি আবেদন যোগ্যতা ও ভর্তি তথ্য 2019-20 নিয়ে বিস্তারিত আলোচনা করব।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৯-২০

 রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৯-২০

রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষায় ব্যাপক পরিবর্ত এনেছে । ইউনিটের সংখ্যা কমানোর পাশাপাশি ভর্তি পরীক্ষা পদ্ধতিতে এসেছে পরিবর্তন । তাছাড়া এবছর থেকে দ্বিতীয়বার ভর্তি আবেদনের সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে ।
তাই আজকে আমারা রাজশাহী বিশ্ববিদ্যালয় নতুন ভর্তি পদ্ধতি নিয়ে খুটিনাটি  আলোচনা করব । রাজশাহী বিশ্ববিদ্যালয় কয়টি ‍ইউনিট রয়েছে , কোন ইউনিট কোন অনুষদের অর্ন্তভূক্ত, আবেদন যোগ্যতা এবং আসন সংখ্যা নিয়ে আলোচনা করব ।
 রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি টাইমলাইন
প্রথম পর্যায় আবেদন:  ১৭/০৯/২০১৯ তারিখ দুপুর ১২:০০টা হতে ২৩/০৯/২০১৯ তারিখ সন্ধ্যা ৫:০০টা
দ্বিতীয় পর্যায় আবেদন: ২৪/০৯/২০১৯ তারিখ দুপুর ১২:০০টা হতে ২৭/০৯/২০১৯ তারিখ সন্ধ্যা ৫:০০টা
তৃতীয় পর্যায় আবেদন : ২৮/০৯/২০১৯ তারিখ দুপুর ১২:০০টা হতে ৩০/০৯/২০১৯ তারিখ সন্ধ্যা ৫:০০টা
  চূড়ান্ত আবেদন ফি : ১৩২০/- টাকা (১০% সার্ভিস চার্জসহ)
আবেদনের ঠিকানা : www.admission.ru.ac.bd

ভর্তি পরীক্ষার সময়সূচী

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক / স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর, ২০১৯ তারিখে অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত আবেদন নোটিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ বর্ষ স্নাতক সম্মান ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০ এ  প্রাথমিক আবেদনের সর্বনিম্ন জিপিএ দেওয়া হল।
A ইউনিট (মানবিক বিভাগ) মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র A ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
B ইউনিট (বানিজ্য বিভাগ) বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র B ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
C ইউনিট (বিজ্ঞান বিভাগ)  বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র C ইউনিট-এ আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ  ৮.০০ থাকতে হবে।
জিসিই O লেভেল  পরীক্ষায় ৫টি বিষয়ে এবং  A  লেভেল  পরীক্ষায় অন্ততঃ  ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয়
লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে  ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড  পেতে হবে।

দেখে নাও সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০১৮-১৯

পরীক্ষা পদ্ধতি ও নাম্বার বন্টন

১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। MCQ ৬০ নম্বর এবং SAQ (Short Answer Question) পরীক্ষার নম্বর ৪০। সময় মােট ১০৫ মিনিট। MCQ পরীক্ষার সময় হবে ৫০ মিনিট, ১৫ মিনিট MCQ উত্তরপত্র গ্রহণ, লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র বিতরণ এবং অবশিষ্ট ৪০ মিনিট লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত। MCQ পরীক্ষার জন্য ৬০টি প্রশ্ন এবং SAQ পরীক্ষার জন্য ২০টি প্রশ্ন থাকবে।
এমসিকিউ পরীক্ষা৬০ নম্বর
লিখিত পরীক্ষা৪০ নম্বর
মোট১০০ নম্বর

     ইউনিট পরিচিতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ইউনিট সংখ্যা কমিয়ে ৩টিতে নামিয়ে আনা হয়েছে । ত
ইউনিট- A :  কলা অনুষদ , আইন অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ: চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
ইউনিট- B : বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট।
ইউনিট- C : বিজ্ঞান অনুষদ জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ কৃষি অনুষদ এবং প্রকৌশল অনুষদ

মেধাক্রম নির্বাচন

MCQ পরীক্ষার ফলাফলের মেধাক্রমের ভিত্তিতে প্রতিটি ইউনিটের আসন সংখ্যার ১০ গুন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের (আসন সংখ্যার ১০ গুন) MCQ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যােগফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। চূড়ান্ত ফলাফলের মেধাক্রম অনুযায়ী পরীক্ষার্থীরা ভর্তির সুযােগ পাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

রাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ এখনো প্রকাশিত হয়েছে।

বিশেষ কোটায় আসন সংখ্যাঃ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠি – ৫০ টি (প্রতি সাব্জেক্টে সর্বোচ্চ ২ টি )
শারীরিক প্রতিবন্ধী – ৫০ টি  (প্রতি সাব্জেক্টে সর্বোচ্চ ২ টি )
মুক্তিযোদ্ধা – প্রতি সাব্জেক্টের আসন সংখ্যার ৫ %
পোষ্যকোটা – প্রতি সাব্জেক্টের আসন সংখ্যার ৫ %
বি কে এস পি – শারীরিক শিক্ষা ও বিজ্ঞান বিভাগের আসন সংখ্যার ২০%

রাবি ভর্তি পরীক্ষার ফলাফল এবং এডমিট কার্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ফলাফল 5 দিনের মধ্যে প্রকাশিত হয়। ফলাফল প্রকাশিত  হওয়ার সাথে সাথে ফলাফল ধেকার লিংক সংযোজন করা হবে । আপনি উক্ত লিংক থেকে সহজেই ভর্তি রেজাল্ট দেখতে পারবেন ।  আপনি আমাদের ওয়েবসাইট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি কার্ড ডাউনলোড করতে পারেন ..

সব ভর্তি তথ্য এবং বিশ্ববিদ্যালয় ভর্তি বই পেতে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে যোগ দিন।
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

No comments:

Post a Comment