Sep 23, 2019

ঘ ইউনিটে শেষ মুহূর্তের প্রস্তুতি(ঢাবি )

ঘ ইউনিটে কোপ মারার টেকনিক ❤
শেষ মুহূর্তের প্রস্তুতি(ঢাবি )
#ঘ ইউনিট
#ঘ ইউনিটের সিট বন্টন👍👍
#বিজ্ঞান জন্য 👍১০৯৭
     #ব্যবসার জন্য👍৪১০
 #‍মানবিকের জন্য 👍৬৩🙄


#আসছে ২৭ সেপ্টেম্বর  তারিখে ঢাবি  ঘ ইউনিটের
ভর্তি পরীক্ষা।হাতে আছে আর মাত্র  ৪ দিন
সময়।শেষ মুহূর্তে সময়টাকে কিভাবে কাজে
লাগাবে সে সম্পর্কে কিছু বলছি।
.
এই ৫ দিন আর নতুন করে কিছু পড়ার প্রয়োজন নেই।
এই শেষ মুহূর্তে নতুন করে কিছু পড়ার চেয়ে বেশি
কাজে দিবে যদি পুরাতন পড়াগুলো রিভিশন দাও।
যেহেতু নৈর্ব্যক্তিক ও এই প্রথম রিটেন পরীক্ষা হবে তাই 

ইংরেজিঃ ইংলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেকোনো পরীক্ষার ক্ষেত্রে। এসসিকিউতে  ভালো করতে বেসিক ভালো থাকতে হবে।
ইংলিশে গ্রামার রুলস গুলো ভালো করে পড়তে হবে,প্রশ্ন রিপিট হবে না কিন্তু একই টাইপের আসবে তাই ঐ টাইপের রুল গুলো ভালো করে দেখে যাবে।

বাংলাঃবাংলা ১ম দুই বছর পড়েছো সবকিছু মোটামুটি জানা আছে তারপরও লেখক পরিচিতি একটু ভালো করে দেখে যাবে।
২য় পত্র জন্য গ্রামার টপিকগুলো ভালো ভাবে পড়ে যাবে তাহলে হবে।

জিকেঃ সবার মধ্যে এবার একই প্রশ্ন ভাই জিকের সাথে আইসিটি ম্যাথ আসবে এগুলো কিভাবে পড়বো এগুলো থেকে কতটা প্রশ্ন আসতে পারে। উওর হলো সার্কুলার মধ্যে  বলে দেওয়া হয় নি কতটা প্রশ্ন আসবে।তবে আইসিটি ও ম্যাথ এসএসসি লেভেল থেকে প্রশ্ন আসবে সুতরাং  ঐ বইটা ভালো ভাবে পড়লে হবে।

রিটেনঃরিটেনে প্রত্যক বিষয়ে ১৫ করে মার্ক থাকবে, রিটেনের জন্য যা পড়তে পার শেষ  মূহুর্তে
রচনা, প্যরাগ্রাফ,সংলাপ,সারমর্ম। precis,sentence making, comprehension,application এসব থেকেই প্রশ্ন  আসতে পারে।

#সর্বনিম্ন কতো পেলে চান্স পাবে এটা কেউ
কখনো বলতে পারবে না।এটা প্রশ্নের উপর নির্ভর
করে।তুমি তোমার সর্বোচ্চ ভালো পরীক্ষাটা
দেয়ার চেষ্টা করবে।যদিও কোন কারণে এক্সাম
খারাপ হয় সেটা ধরে বসে না থেকে পরবর্তী
এক্সাম ভালো দেওয়ার চেষ্টা কর।সৃষ্টিকর্তা অবশ্যই
তোমাদের স্বপ্ন পূরণ করবেন।সকলের জন্য
শুভকামনা রইলো❤❤❤

No comments:

Post a Comment