পোস্টে আমার দেয়া পরামর্শ গুলো মেনে চলো।
.
প্রথমেই উদাহরণ হিসেবে নিজের প্রাক্তন রুমমেট কে উপস্থাপন করতে চাই. যে মাত্র কয়েকদিনের প্রস্তুতিতে চান্স পেয়েছিল ঢাবি D ইউনিটে।
.
তার মুখে একটি কথাই শুনেছিলাম,আমি কয়েকদিন পর চান্স না পেলে আমাকে কেউ ডেকেও জিজ্ঞেস করবে না। এখানে সবচেয়ে বড় শক্তি ছিলো যে তাকে চান্স পেতেই হবে। আমি নিজে যেখানে ভয় পেতাম আদৌ সে কি পারবে? তার কোন ভয় ছাড়াই একটি কথা ছিলো,পাবো কিনা জানি না পেতেই হবে সেটা জানি....। হ্যাঁ সে তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছিলো শুধু তাই নয় অনেক ভালো একটি পজিশনে ও ছিলেন যা মুলত সে ভেবে রাখে নি।
.
সবল দিকঃ English এর ব্যাসিক ও কনসেপ্ট ভালো, তার জন্য D ইউনিট অনেক বেশি সহজ হবে। ইংলিশে বেসিক খারাপ হলেও খুব বেশি সমস্যা নেই। এই বইটি ফলো করলেই হবে :
English :-
#ছায়ামঞ্চ Competitive English
.
দৈনিক কিভাবে পড়বে???
এখন যে রুটিন হবে যেখানে আড্ডা, ফাও সময় নষ্ট বলতে কোন শব্দ থাকবে না। সবাই ধারনা করে নিচ্ছ তাহলে কি পাগল হয়ে যাবো? হ্যাঁ সেটাই হতে হবে এখন। ঘুম নয় থাকবে রেস্ট, আর তার ব্যাপ্তি হবে মাত্র কয়েক ঘন্টা, যা পড়ার ফাকে ফাকে দিয়ে দিবে। বই পড়তে পড়তে টেবিলে ঘুমিয়ে যাবে. আর যেদিন থেকে এমন একটি অবস্থানে পৌঁছাতে পারবে ঐদিন ভেবে নিবে তোমার কস্ট বৃথা যাচ্ছে না।....
.
এই সময় সবচেয়ে বেশী প্রয়োজন নলেজ বা তথ্য নেওয়া। ঐ কাজটি ছাড়া আর কোন স্বার্থ নেই। নো সিংগেল একটিভিটি....
.
কত ঘন্টা বাংলা? কত ঘন্টা ইংলিশ? কত ঘন্টা সা জ্ঞান? এমন ধরাবাধা কোন টাইম নেই। যতক্ষণ টার্গেট ফিলাপ না হবে ততক্ষন পড়তে হবে।....
.
কোচিং না করলেও তোমার আহামরি ক্ষতি হবে না.
.
দৈনিক কত ঘন্টা পড়ব? এর কোন লিমিট নেই, দৈনিক হিসেব নয়, তোমার বই শেষ করার হিসেব. এক মুহুর্ত্ব ও নস্ট করা যাবে না।.. টাইম ধরে পড়ে বই শেষ হয় না যে যতই বলুক...
কথাগুলো বেশ তেতো তাই না?? হ্যাঁ তোমার অস্তিত্ব কে টিকিয়ে রাখতে তুমি ভালো স্টুডেন্ট ছিলে মানুষের কথা এড়িয়ে চলতে এইটুকু তেতো সত্যকে গ্রহন করতেই হবে... কারণ ঐ সুই টি তোমাকে বার বার খোচা দিবে, বার বা বিদ্ব্য করবে তোমার কলিজ্বা,যে " তুই না ভালো স্টুডেন্ট ছিলি? চান্স পাইলি না কেন?"....
.
একবার নিজের মনে গেথে ঐ সুই তোমাকে আঘাত করতে পারবে না।...
.
এই সময় কিছু সমস্যাও তোমাকে কুড়েকুড়ে খাবে যা হলো হতাশা, তখন নিজে নিজে নিজের হতাশা দূর করবে, অথবা বন্ধুদের সাথে আড্ডা দিবে. কথা বলবে, শেয়ার করবে কিছুকথা...।
.
আজ তোমাদের যারা ৪ পয়সার মুল্য দিচ্ছে না তারাই একদিন তোমাকে ডেকে জিজ্ঞেস করবে "কেমন আছো?".....
.
তখন তোমার কেমন লাগবে? একবার কল্পনায় অনুভব করতে পারো কি???..যদি পারো তাহলে তুমি বুঝে গেলে তোমার কি করতে হবে?...।
.
ঢাকা বিশ্ববিদ্যালয়ে D ইউনিট এর পরিক্ষার দিন তুমি কথাগুলো মনে করবে, ইসস তখন যদি শুনতাম। আফসোস হবে. নিজের সব কিছু বাদ দিয়ে দিতে ইচ্ছা করবে। কিন্তু তখন চাইলেও পাবে না ফিরে, পাবে স্বপ্ন দেখার সাহস..।
.
বই সাজেশনঃ
.
General MATH এর জন্য ফলো করো " MATH SUMMIT ". ছোট একটা বই। বাংলা ভার্সনের ৪০০ টা ম্যাথ করবা এই বই থেকে। ইংলিশ ভার্সনের গুলে করতে হবেনা। ২ দিনেই ম্যাথের প্রিপারেশন কমপ্লিট। বইটির দাম মাত্র ১০০ টাকা
।
.
ICT এর জন্য পড়বা ( BOSS ICT). দাম মাত্র ১০০ টাকা। ১.৫ দিন টানা পড়লেই এনাফ।
.
English :-
#ছায়ামঞ্চ Competitive English ( Written + MCQ - 200 TAKA)
.
#বাংলা :
#বাংলা_প্রান্তর ( WRITTEN + MCQ - 200 TAKA)
.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের D ইউনিটের শেষ মুহুর্তের " বাংলা " Written + MCQ প্রস্তুতি :
.
#১ম_ধাপ: সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স।
১/ সন্ধি
২/ উপসর্গ
৩/ সমাস
৪/ প্রত্যয়
৫/ পদ প্রকরণ
৬/ শব্দের উৎপত্তি
৭/ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
৮/ যতি বা ছেদ চিহ্ন
৯/ বানানশুদ্ধি
১০/ কারক
এখানে ১০ টি টপিক্স দেওয়া আছে, এগুলো ই ব্যাকরণের প্রাণ। যেখান থেকে ৫-৬টি প্রশ্ন থাকবেই মাস্ট। এর বেশিও থাকিতে পারে। এগুলোতে কোন দুর্বলতা রাখা যাবেনা কিছুতেই। অনেকে যদি অল্প পড়ে ভাল করতে চান তাইলে শুধু এই টপিকগুলো ই পড়েন।
.
*** যাদের উদ্দেশ্য যেকোন উপায়ে চান্স পায়লেই চলবে তারা এই টপিকগুলোর বাইরে ব্যাকরণের আর কোন টপিক না পড়লেও চলবে।
.
বাংলা ব্যাকরণ অংশ খুব সহজভাবে লেখা আছে " বাংলা প্রান্তর " বইয়ে।
.
#২য়_ধাপ:
* এক কথায় প্রকাশ
*পারিভাষিক শব্দ
*প্রবাদ-প্রবচন
*সমার্থক শব্দ
*বিপরীত শব্দ
*বাগধারা
শব্দভিত্তিক এই অংশের গুরুত্ব সবচেয়ে বেশি। এখান থেকে ৫-৬ টি প্রশ্ন থাকবেই। আর এগুলো পুরোপুরি কমন পাবার সম্ভাবনা নেই। তবে " বাংলা প্রান্তর " বই থেকে ৫-৬টাও কমন পেতেও পারো। যেখান থেকেই পড়োনা কেন ভাল করে পড়বে এই টপিকগুলো। আমার সাজেশন থাকবে " বাংলা প্রান্তর " বই থেকে পড়ো। বাকি ১-২টা প্রশ্ন আনকমন ই আসবে। পারলে আন্সার করবে না পারলে দরকার নেই।
.
" বাংলা প্রান্তর " বইয়ে দেয়া সারমর্ম ও সারাংশ সহ সকল রিটেন পার্ট অবশ্যই মুখস্থ করে ফেলবা।
.
শর্টকাটে অল্প সময়ে Written + MCQ এর প্রিপারেশন নেয়ার জন্য এর চেয়ে ভালো বই আর বাজারে নেই।
.
এবার আসি বাংলা ১ম পত্রে :
.
প্রথমে " বাংলা প্রান্তর " বইয়ের ৯ নং ও ১০নং পেইজ খুব ভালোভাবে মুখস্থ করে ফেলো, খুবই কাজের জিনিস। তারপর এই বইয়ের সকল রিটেন প্রশ্নোত্তর গুলো পড়ে ফেলো। তারপর লেখক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও শব্দার্থ গুলো পড়বা৷ এগুলো শেষ হলে এবার নজর দাও কবিতার গুরুত্বপূর্ণ লাইনে৷ বইয়ে দাগানো আছে। সে লাইনগুলো মনে রাখবা কোন লাইনটা কোন কবিতার এবং সেই কবিতাটা কার লেখা৷
.
এইবার HSC বাংলা ১ম পত্র বোর্ড বইটা হাতে নাও। HSC সিলেবাসে থাকা গদ্য ও পদ্য গুলোর মূলভাব মুখস্থ করে ফেলো। পারলে গল্প কবিতাগুলো ১ বার রিডিং পড়ে যেও। কাজে লাগবে।
.
#GK : ( MCQ)
#তথ্য_জগৎ; স্পেশাল সাজেশন্স+১০০টি মডেল টেস্ট
#সাম্প্রতিক_ক্যাপ্টেন
.
Written GK এর জন্য :
ছায়ামঞ্চ Written GK ( দাম - ১২০ টাকা)
.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের D ইউনিটের রিটেন জিকে(বিশ্লেষনধর্মী)-১৫ নাম্বার। অনেকেই জানতে চেয়েছো #বিশ্লেষণ ধর্মীটা আবার কি?
- কোন একটা ঘটনার পটভুমি বা কারণ কিংবা যা ই হোক এগুলা নিয়া লিখতে বলা হবে। কোনো অপ্রাসঙ্গিক কথা লিখা যাবেনা। যা জানতে চেয়েছে শুধু তা লিখতে হবে। বানিয়ে বানিয়ে বেশি লিখলে স্যাররা বিরক্ত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের D ইউনিটের বিশ্লেষণধর্মী লিখিত সাধারণ জ্ঞান এর সেরা বই " ছায়ামঞ্চ Written GK " আজ থেকে ফার্মগেট ও নীলক্ষেতের সকল লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। বইটির দাম মাত্র - ১২০ টাকা। ঢাবি D ইউনিটের বিশ্লেষণধর্মী Written GK তে বেস্ট প্রিপারেশন নিতে দ্রুত সংগ্রহ করো " ছায়ামঞ্চ Written GK " বইটি।
.
ঢাবি D ইউনিটে ১৪০+ পেলে চান্স পাওয়ার সম্ভাবনা ই বেশি।
.
ব্যার্থতা নিজের সৃস্টি, অন্য কারো সৃস্টি নয়।
.
অনেক অনেক শুভকামনা। ❤
Sep 16, 2019
Home
/
Admission test
/
Admission War
/
Uncategorized
/
ঢাবির D ইউনিট এ চান্স
/
ঢাবির D ইউনিট এ চান্স পেতে তুমার করনীয়
ঢাবির D ইউনিট এ চান্স পেতে তুমার করনীয়
About Online Blogger
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
ঢাবির D ইউনিট এ চান্স
Categorys:
Admission test,
Admission War,
Uncategorized,
ঢাবির D ইউনিট এ চান্স
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment