🔰এইচএসসি-তে আশানুরূপ ফলাফল হয়নি। দুশ্চিন্তা না করে নার্সিং পেশায় ক্যারিয়ার গড়ুন।
🔄নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর সিদ্ধান্ত অনুযায়ী ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে নার্সিং ভর্তি নীতিমালা....
1⃣সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অভিন্ন ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে। এখানে ন্যূনতম পাস যোগ্যতা ৩০ নম্বর পেতে হবে।
2⃣ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা:
#বিএসসি_ইন_নার্সিং: SSC: Minimum GPA: 2.5 , HSC: Minimum GPA: 2.5, SSC+HSC Total GPA minimum GPA: 6.00, SSC & HSC তে সায়েন্স গ্রুপ সাথে জীববিজ্ঞানে পাশ মার্ক থকতে হবে । এবং HSC পাসের সাল 2017/18/19 হতে হবে।
#ডিপ্লোমা_ইন_নার্সিং_সায়েন্স_এন্ড_মিডওয়াইফারী: SSC: Minimum GPA: 2.5, HSC: Minimum GPA: 2.5, SSC+HSC Total minimum GPA: 5.50 লাগবে আর, যেকোনো গ্রুপের থেকে আবেদন করতে পারবে।
এবং পাসের সাল SSC 2015/16/17 & HSC 2017/18/19 হতে হবে।
#ডিপ্লোমা_ইন_মিডওয়াইফারি:
SSC: minimum GPA: 2.5, HSC: minimum GPA: 2.5, SSC+HSC total minimum GPA: 5.50 লাগবে। যেকোনো গ্রুপের থেকে আবেদন করতে পারবে।
এবং পাসের সাল SSC 2015/16/17 & HSC 2017/18/19 হতে হবে।
.
📌 নার্সিং পেশা কি...???
প্রফেশন হিসেবে বিএসসি নার্সিং/সাবজেক্ট রিভিউ:
★ বিএসসি নার্সিং
মেডিক্যাল রিলেটেড সাবজেক্টে পড়ার ইচ্ছা অনেকেরই থাকে। একসময় সুযোগ অনেক কম থাকলেও মেডিক্যাল রিলেটেড ফিল্ডে পড়াশুনার সুযোগ এখন যথেষ্ট আছে। এর মধ্যে নার্সিং অন্যতম।
বাংলাদেশে নার্সিং এ পড়ার এন্ট্রি রুট ২ টি:
১। ডিপ্লোমা ইন নার্সিং/ Midwifery:
৩ বছরমেয়াদী কোর্স। উচ্চমাধ্যমিক শেষ পরে ভর্তি হওয়া যায়।
২। বিএসসি নার্সিং(বেসিক): ৪ বছর মেয়াদী কোর্স। উচ্চমাধ্যমিক শেষ হওয়ার পরে ভর্তি হওয়া যায়। এছাড়া ইন সার্ভিস পোস্ট বেসিক পড়ানো হয়।
🔰সরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউট এ মোট আসন সংখ্যাঃ
1⃣বিএসসি ইন নার্সিং (৪ বছর) :
মোট কলেজ সংখ্যা: ১১ টি
মোট আসন: ১১০০ টি।
মেয়ে: ৯৯০ জন
ছেলে: ১১০ জন
এছাড়াও ৭ টি আর্মি নার্সিং কলেজ রয়েছে
মোট আসন: ৩৩৫ টি
2⃣ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি (৩ বছর) :
মোট ইনস্টিটিউট সংখ্যা: ৪৩ টি
মোট আসন: ২৫৮০ টি।
মেয়ে: 2540 জন
ছেলে: 40 জন
(Mitford, Khulna, Cumilla, Dinajpur, Faridpur পাঁচটি মেডিকেল কলেজ সংযুক্ত নার্সিং ইনস্টিটিউট)
3⃣ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (৩ বছর) :
মোট ইনস্টিটিউট সংখ্যা: ৩৮ টি
মোট আসন: ৯৭৫ টি।
#শুধুমাত্র_মেয়েদের_জন্য।
🔰বেসরকারি নার্সিং কলেজ ও ইন্সটিটিউটে মোট আসন সংখ্যা:
1⃣বিএসসি ইন নার্সিং :
মোট কলেজ: ৫৮ টি
মোট আসন: ২৬৭০ টি
2⃣ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি:
মোট ইন্সটিটিউট: ১৬১ টি
মোট আসন: ৭৮২০ টি
3⃣ডিপ্লোমা ইন মিডওয়াইফারি:
মোট ইন্সটিটিউট: ১৭ টি
মোট আসন: ৫৯০ টি
🔰ভর্তি পরীক্ষার মানবন্টনঃ
1⃣বিএসসি ইন নার্সিং
বাংলা: ১৫ নাম্বার
ইংরেজী: ১৫ নাম্বার
পদার্থ বিজ্ঞান: ১৫ নাম্বার
রসায়ন বিজ্ঞান: ১৫ নাম্বার
জীব বিজ্ঞান: ৩০ নাম্বার
সাধারন জ্ঞান: ১০ নাম্বার
মোট:১০০ নাম্বার
2⃣ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিঃ
বাংলা: ২৫ নাম্বার
ইংরেজী: ২৫ নাম্বার
সাধারন বিজ্ঞান: ৪০ নাম্বার (৯ম-১০ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই)
সাধারন জ্ঞান: ১০ নাম্বার
মোট:১০০ নাম্বার
3⃣ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
বাংলা: ২৫ নাম্বার
ইংরেজী: ২৫ নাম্বার
সাধারন বিজ্ঞান: ৪০ নাম্বার (৯ম-১০ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই)
সাধারন জ্ঞান: ১০ নাম্বার
মোট:১০০ নাম্বার।
#তথ্য_সূত্রঃ DGNM.GOV.BD
➖➖➖➖➖➖➖➖➖➖➖
Sep 16, 2019
Home
/
Admission War
/
Uncategorized
/
এইচএসসি-তে আশানুরূপ ফলাফল হয়নি। দুশ্চিন্তা না করে নার্সিং পেশায় ক্যারিয়ার গড়ুন।
এইচএসসি-তে আশানুরূপ ফলাফল হয়নি। দুশ্চিন্তা না করে নার্সিং পেশায় ক্যারিয়ার গড়ুন।
About Online Blogger
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Uncategorized
Categorys:
Admission War,
Uncategorized
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment