Du B & D Unit_এর_জন্য_সবচেয়ে_গুরুত্বপূর্ণ_ কিছু প্রশ্ন :
১। ডেঙ্গু জ্বরের বাহক - এডিস ইজিপ্টি
২। ১২তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন- ইংল্যান্ড
৩। পল্লিবন্ধু এরশাদ মৃত্যুবরণ করেন - ১৪ জুলাই, ২০১৯
৪। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত 'the Future of Asia ' বিষয়ক নিক্কেই সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন - বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৫। মালয়েশিয়ার সবচেয়ে উঁচু টাওয়ার 'পেট্রোনাস টাওয়ার 'এর স্থপতি - সিজার পেল্লি
৬। ঢাবি'র ৫২তম সমাবর্তনের প্রধান বক্তা- তাকাআকি কাজিতা
৭। ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী - বরিস জনসন
৮। অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়- ১৯০৯ মার্কিন ডলার
৯। অর্থনৈতিক সমীক্ষা -২০১৯ অনুযায়ী, দারিদ্র্যের হার- ২১.৮%
১০। অর্থনৈতিক সমীক্ষা -২০১৯ অনুযায়ী, বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স আয় করে- সৌদিআরব থেকে
১১। অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান স্বাক্ষরতার হার- ৭২.৩%
১২। অর্থনৈতিক সমীক্ষা -২০১৯ অনুযায়ী, প্রত্যাশিত গড় আয়ু- ৭২ বছর
১৩। ECOWAS এর ১৫টি সদস্য রাষ্ট্রের একক মুদ্রা - ইকো
১৪। 'ডিল অব দ্য সেঞ্চুরি ' গোপন নথিটি প্রকাশ করে - ইসরায়েলের হাইয়ুম পত্রিকা
১৫। ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২০ অনুষ্ঠিত হবে - জাপানের টৌকিও
১৬। বিশ্ব অর্থনীতির যে দুটি দেশ বর্তমানে বাণিজ্য যুদ্ধে লিপ্ত রয়েছে - চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র
১৭। সম্প্রতি যে দেশে 'জি-২০ সম্মেলন ' অনুষ্ঠিত হয়েছে - জাপানের ওসাকায়
১৮। বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন - ১১৮৮১৩ বর্গ কিলোমিটার
১৯। পৃথিবীর বৃহত্তম সংসদীয় গণতান্ত্রিক দেশ- ভারত
২০। পৃথিবীর যে দেশের সংবিধান সবচেয়ে বড়- ভারত
২১। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - লি নাক ইয়োন
২২। যুক্তরাস্ট্রে ও উত্তর কোরিয়ার মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকের নেতৃত্ব দেন- জেনারেল কিম ইয়ং চোল
২৩। বিশ্বে ইন্টারনেট চালু হয়- ১৯৬৯সালে
২৪। শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু ' উপাধি পান- ১৯৬৯ সালে
২৫। দেশের সর্বশেষ ১২তম সিটি করপোরেশন - ময়মনসিংহ
২৬। বিশ্বের বৃহত্তম বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট - শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
২৭। দেশের ১ম 'বঙ্গবন্ধু মানমন্দির ' হচ্ছে - ফরিদপুরের ভাঙা উপজেলায়
২৮। ২০১৯-২০ অর্থবছরের বাজেটের সর্বোচ্চ খাত- জনপ্রশাসন
২৯। ঘূর্ণিঝড় 'ফণী' বাংলাদেশে আঘাত হানে - ৪ মে, ২০১৯
৩০। সম্প্রতি আফ্রিকার যে দেশে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে - ইথিওপিয়া
৩১। ইথিওপিয়ার রাজধানী - আদ্দিস আবাবা
৩২। সম্প্রতি যে দেশগুলোর নাম পরিবর্তন করা হয়েছে - মেসিডোনিয়া, সোয়াজিল্যান্ড, পূর্ব তিমুর
৩৩। আফ্রিকার সাহিল অঞ্চলের নতুন সামরিক জোট 'জি-৫' কর্তৃক পরিচালিত 'বারখান অপারেশন ' এর নেতৃত্ব দেয় - ফ্রান্স
৩৪। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা 'Delta Plan 2100' বাস্তবায়নে সহযোগী দেশ - নেদারল্যান্ডস
৩৫। বাংলাদেশের ব্লু ইকোনমিতে সহায়তা করছে- জাপান
৩৬। এশিয়ার নতুন আঞ্চলিক জোট 'SEACO' এর প্রস্তাবক- বাংলাদেশ
৩৭। নয়া চীন ভ্রমণ - বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক ৩য় গ্রন্থ যা ২০২০সালে বইমেলায় বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হবে
৩৮। 'T-4' হলো- সিরিয়ার একটি বিমানঘাঁটি যা 'তিয়াস' নামেও পরিচিত।
৩৯। 'S-400'হলো- রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপনাস্ত্র
৪০। "চন্দ্রযান-২' --- ভারতের উৎক্ষেপিত মহাকাশযান
৪১। 'সাফরেন'- ফ্রান্সের নতুন প্রজন্মের সাবমেরিন
৪২। সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা - ১১৪টি
৪৩। বাংলাদেশ রেলের অনলাইনে টিকিট কাটার অ্যাপের নাম- সেবা
৪৪। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগকারী শীর্ষ দেশ- চীন
৪৫। 'বাংলাদেশ 'নামক গ্রাম রয়েছে - ভারতের কাশ্মীরে
৪৬। বাংলাদেশের বাইরে অন্য যে দেশে বাংলা বিষয়ে উচ্চতর ডিগ্রি চালু রয়েছে - করাচি বিশ্ববিদ্যালয়, পাকিস্তান
৪৭। 'A World of Three Zeros 'গ্রন্থের লেখক - ড. মুহাম্মদ ইউনুস
৪৮। বিশ্বকাপ ও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান- ৩৩৩ রান
৪৯। বর্তমানে বিশ্বে মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ- সুইজারল্যান্ড
৫০। জিডিপি-তে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র
(সংগৃহীত)
Sep 19, 2019
Home
/
Admission test
/
Admission War
/
du admission test
/
University Admission Test
/
Du B & D Unit এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণকিছু প্রশ্ন
Du B & D Unit এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণকিছু প্রশ্ন
About Online Blogger
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
University Admission Test
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment