Sep 25, 2019

Uses of Some Special Words or Phrases


Uses of Some Special Words or Phrases

সর্বোপরি ইংরেজীতে দক্ষ হওয়ার জন্য Uses of   Special Words or Phrases জানাটা অত্যন্ত জরুরী। আশা করি, এটি HSC পরীক্ষার্থীদের কাজে লাগবে ।
GRAMMAR, special use of phrases,english phrases for daily use,hsc phrases,complete the sentences with suitable phrases words given in the box,word usage examples,  Uses of Some Special Words or Phrases    সর্বোপরি ইংরেজীতে দক্ষ হওয়ার জন্য Uses of   Special Words or Phrases জানাটা অত্যন্ত জরুরী। আশা করি, এটি HSC পরীক্ষার্থীদের কাজে লাগবে ।  GRAMMAR, special use of phrases,english phrases for daily use,hsc phrases,complete the sentences with suitable phrases words given in the box,word usage examples    1. Was Born/ Be Born    **জন্ম শুরু থেকে বুঝাতে Be Born (am,is,are,was,were) ব্যবহৃত হয় ।    He is born as deaf.    ** জন্ম তারিখ, জন্ম স্থান থাকলে Was Born (Was Born/Were Born) বসে ।    Tanvir was born in 18 September, 2011.         2. Have to/ Has to         Have to/ Has to= Must অর্থে অর্থাৎ বাধ্যবাধকতা,প্রয়োজনীয় অর্থে ব্যবহৃত হয় ।    I have to pass in the exam.         3. Let alone    চিন্তা করা যায় না, ভাবা করা যায় না এরূপ অর্থে let alone ব্যবহৃত হয় ।    He can't walk a kilometre, five kilometres.         4. Would rather    Would rather........ than/would sooner...........than. Would rather........than/would sooner...........than-এর অর্থ বরং। বরং ...... তবুও জাতীয় Sentence-এ এদের ব্যবহার হয়।    Would rather একটি modal .ইহা present form এর আগে বসে । দুটি কাজ বা অবস্থার মধ্যে  দুটিই কঠিন ,তার মধ্যে থেকে একটিপছন্দনীয় হলে Would rather বসে । সাধারনত: এর পরে Than থাকে ।    ১. I Would rather starve than steal.    ২. I  would rather die than beg.         5. Had Better         Had better : Had better- অর্থ বরং ভালো/তবুও ভালো। You had better go home now. (তোমার বরং এখন বাড়ি যাওয়াই ভালো বা উচিত) এ ধরনের Sentence-এ যদি ও had থাকে তবু এটা Past tense নয়। এটা Present এর Future অর্থ প্রকাশ করে। Had better-এর পর Infinitive to বসে না। সর্বদা verb এর Present form বসে। যেমন :    Had Better একটি modal .ইহা present form এর আগে বসে । কোন কিছু করা ভাল এমন বুঝাতে Had Better.    ১. You had better leave the place.    ২. You had better wear a coat when you go out.    ৩. You had better go there.         6. What if    What if- কী হবে ? কোন কিছু ঘটার ভয় প্রকাশ করতে What if ব্যবহৃত হয় । ইহা সাধারনত: একটি ড্যাশ এবং শেষে ? থাকবে ।    What if  I had been in the jurney?         7. What's.....like/What does...look like    কারো আচরণ, স্বাস্থ্য, মনের অবস্থা, কোন অদ্ভূত বা কাল্পনিক কিছু দেখতে ইত্যাদি সমন্ধে জানার জন্য    What's.....like/What does...look like ব্যবহৃত হয় ।  ইহা সাধারনত: দুটি ড্যাশ এবং শেষে ? থাকবে ।    What was your exam like ?         8. As soon as    কোন একটি ঘটনা ঘটার সাথে সাথে আর একটি ঘটনা ঘটা বোঝাতে  As soon as ব্যবহৃত হয় ।    As soon as he saw me, he called me.    বাংলা ভাষায় সংখ্যাবাচক Noun-এর পূর্বে একক সংখ্যা (একটি, একখানা, একজন ইত্যাদি) ব্যবহার করলেও চলে, না করলেও চলে। কিন্তু ইংরেজিতে A/An অবশ্যই ব্যবহার করতে হয়।    ঢাকা (একটি) পুরাতন শহর। —- Dhaka is an old city.    সে (একজন) ভালো ছেলে। — He is a good boy.              9.Used to    অতীতের অনিয়মিত অভ্যাস বুঝাতে সকল  person এ Used to ব্যবহৃত হয় ।    I used to drink water.           10. It is time/It is high time:    কোনো কাজ করার সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে। সুতরাং আর বিলম্ব না করে এখনই কাজটি শুরু করা উচিত এরূপ বুঝালে It is time/It is high time-এর ব্যবহার হয়। যেমন :    ১. It is time we ————     Ans. It is time we went home.    ২. It is high time we ——    Ans. It is high time we changed our eating habits.    Note : It is time/It is high time এর পর verb সাধারণত past tense হয়।         11. No sooner had ........ than, Scarcely had ....... when, hardly had ........when:    এ জাতীয় Structure দ্বারা  ‘যেতে ...... না যেতে’, ‘খেতে.......না খেতে’, ‘পৌঁছাইতে ..........না পৌঁছাইতে ইত্যাদি অর্থ প্রকাশ পায়। এ ক্ষেত্রে than বা when পূর্ব পর্যন্ত Past Perfect tense এবং when বা than-এর পরের অংশ Past Indefinite হয়।         ১. No sooner had I gone out than he came.    ২. Scarcely had we reached the station when the train left.    ৩. Hardly had he reached the college when the examination began.         12. As if/As though :    As if বা as though ‘যেন’ অর্থ প্রকাশ করে। As if বা As though-এর প্রথম অংশ Present Indefinite হলে পরের অংশ Past Indefinite হয়। আবার প্রথম অংশ Past tense হলে পরের অংশ Past Perfect tense হয়।    ১. He tells the matter as if he knew it.    ২.  He told the matter as if he had known it.    ৩. She proceeded as though I had not spoken.    Note : কোনো কিছু হওয়া বুঝাতে Unreal Past-এর অর্থ প্রকাশ করতে as though/as if/wish-এর পরে were বসে।    ১. He runs fast as though he were a mad.    ২. He donates money as if he were a rich man.    ৩. I wish I were a child again!        Note : Wish-এর ক্ষেত্রে were (to be verb) ছাড়াও verb-এর Present form-এর পূর্বে could বা mightও বসতে পারে। I wish I could fly in the sky.         13. There = Subject হিসেবে বসে ।    প্রকারভেদ :- There কে  আমরা  মোটামুটি  তিনটি  ভাগে  ভাগ  করে  থাকি,    1) Introductory  there    2) Expletive   there    3) Adverb   there         There এর ব্যবহার         **Object Singular হলে Verb Singular হয় ।    Singular Verb হল is,was,has.v+s,es.    **Object Plural হলে Verb Plural হয় ।    Plural  Verb হল are,were,have    *There was a  mistake  in  this  later - এই  চিঠিতে  একটি  ভুল  ছিল ।    *There are tigers  in  the  jungle-এই  বনে  বাঘ  থাকে ।    **Object Singular হলে Verb Singular হয় ।    Singular Verb হল is,was,has.v+s,es.    **Object Plural হলে Verb Plural হয় ।    Plural  Verb হল are,were,have    *There was a  mistake  in  this  later - এই  চিঠিতে  একটি  ভুল  ছিল ।    *There are tigers  in  the  jungle-এই  বনে  বাঘ  থাকে ।         14. It এর ব্যবহার    i) শিশুকে বুঝাতে It ব্যবহার করা হয় । লিঙ্গ জানা নেই এমন ব্যক্তিকে বুঝাতে it ব্যবহৃত হয় । যেমন:    The child is looking at its mother. (শিশুটি তার মায়ের দিকে তাকাচ্ছে ।)         ii) অচেতন কোন পদার্থ বা নিকূষ্ট কোন প্রাণীকে বুঝাতে It ব্যবহার করা হয় । যেমন:    Where is the book ?    I kept it on the table. ( এখানে  it = book )    The cow is a useful animal. It lives on grass. (It = cow).         iii) সময় (time), দূরত্ব (distance), আবহাওয়া (weather), তাপমাত্রা (weather) বুঝাতে It  ব্যবহৃত হয় ।         a) সময় বুঝাতে:    What time is it? (এখন কত বাজে ?)    It is 11 O'clock. (এখন এগারটা বাজে ।)    What day is it ? (আজ কি বার ?)    It is Friday or Today is Friday. (আজ শুক্রবার ।)    What is the date ? (আজ তারিখ কত ?)    It is the tenth of September.    How long will it take to reach there? (সেখানে পৌছতে কতক্ষণ লাগবে ?)    It will take 1 hour to reach there.         b) দুরত্ব বুঝাতে:    How far is it to Bogura ? (বগুড়া কতদূর ?)    It is 200 kilometers.    It is a long way. (সে অনেক পথ).         c) আবহাওয়া বুঝাতে:    It is raining. (বৃষ্টি হচ্ছে)    It is dewing. (শিশির পড়ছে)    It is snowing. (তুষার পড়ছে)    It is frosty. (কুয়াশচ্ছন্ন)    It is sunny day. (রৌদ্রময় দিন)    It is a fine morining. ( সুন্দর একটি সকাল)         d) তাপমাত্রা বুঝাতে:    It is hot today, isn't it? (আজ গরম পড়েছে, তাই না?)    It is cold in this place. (এই স্থানে ঠান্ডা পড়েছে) ।         e) স্রোত বুঝাতে:    It is high tide. (এখন জোয়ার)    It is low tide. (এখন ভাঁটা) ।         iv) পূর্বে উল্লেখ করা হয়েছে এমন কোন Phrase, clause, বা verb কে it দ্বারা নির্দেশ করা যেতে পারে । যেমন:    He studies all the night, I do not like it. (সে সারা রাত পড়াশুনা করে, আমি  এটা পছন্দ করি না ।)    *[ এখানে এটা (It) = his studying all the night বা 'তার সারা রাত জেগে পড়া' কে বুঝানো হচ্ছে ]    He wants to pass in the exam and it will be very difficult for him. (সে পরীক্ষায় পাশ করতে চায় এবং এটা তার জন্য খুবই কষ্টকর)    *[ এখানে It = to pass in the exam বা  'পরীক্ষায় পাশ করা'  কে বুঝানো হচ্ছে ]    He is an honest man and it is known to all. (সে একজন সৎ লোক এবং এটা সবারই জানা)    *[ এখানে It = He is an honest man বা  'সে একজন সৎ লোক'  কে বুঝানো হচ্ছে ]    It is + period of time + since + NP + verb (past form)    - এভাবে ব্যবহৃত it  কোন অতীত সময়কে বুঝাতে পারে । এই ধরনের বাক্যগুলো লক্ষ্য করুন:    It is five years since I saw him.    It is eight days since he went there.    It is high time + S + verb(past form) - এভাবে it ব্যবহৃত হলে তা তখন কোন সময়কে নির্দেশ করে । এই ধরনের বাক্যের অর্থ না বুঝলে ভুল করার সম্ভাবনা রয়ে যাবে । নিচের উদাহরণ গুলো দেখা যাক:    It is high time you went there. (তোমার সেখানে বরং আগেই যাওয়া উচিত ছিল )    *[ তার মানে তুমি দেরি করে ফেলেছ, সুতরাং আর দেরি না করে এখনই যা্ও ]    It is high time you left this place. (তোমার বরং এই জায়গা ত্যাগ করাই ভাল )    *[ তার মানে তোমার আরো একটু আগেই জায়গাটি ত্যাগ করা উচিত ছিল ]    It is high time we left for home.
Uses of Some Special Words or Phrases

1. Was Born/ Be Born

**জন্ম শুরু থেকে বুঝাতে Be Born (am,is,are,was,were) ব্যবহৃত হয় ।

He is born as deaf.

** জন্ম তারিখ, জন্ম স্থান থাকলে Was Born (Was Born/Were Born) বসে ।

Tanvir was born in 18 September, 2011.



2. Have to/ Has to



Have to/ Has to= Must অর্থে অর্থাৎ বাধ্যবাধকতা,প্রয়োজনীয় অর্থে ব্যবহৃত হয় ।

I have to pass in the exam.



3. Let alone

চিন্তা করা যায় না, ভাবা করা যায় না এরূপ অর্থে let alone ব্যবহৃত হয় ।

He can't walk a kilometre, five kilometres.



4. Would rather

Would rather........ than/would sooner...........than. Would rather........than/would sooner...........than-এর অর্থ বরং। বরং ...... তবুও জাতীয় Sentence-এ এদের ব্যবহার হয়।

Would rather একটি modal .ইহা present form এর আগে বসে । দুটি কাজ বা অবস্থার মধ্যে  দুটিই কঠিন ,তার মধ্যে থেকে একটিপছন্দনীয় হলে Would rather বসে । সাধারনত: এর পরে Than থাকে ।

১. I Would rather starve than steal.

২. I  would rather die than beg.



5. Had Better



Had better : Had better- অর্থ বরং ভালো/তবুও ভালো। You had better go home now. (তোমার বরং এখন বাড়ি যাওয়াই ভালো বা উচিত) এ ধরনের Sentence-এ যদি ও had থাকে তবু এটা Past tense নয়। এটা Present এর Future অর্থ প্রকাশ করে। Had better-এর পর Infinitive to বসে না। সর্বদা verb এর Present form বসে। যেমন :

Had Better একটি modal .ইহা present form এর আগে বসে । কোন কিছু করা ভাল এমন বুঝাতে Had Better.

১. You had better leave the place.

২. You had better wear a coat when you go out.

৩. You had better go there.



6. What if

What if- কী হবে ? কোন কিছু ঘটার ভয় প্রকাশ করতে What if ব্যবহৃত হয় । ইহা সাধারনত: একটি ড্যাশ এবং শেষে ? থাকবে ।

What if  I had been in the jurney?



7. What's.....like/What does...look like

কারো আচরণ, স্বাস্থ্য, মনের অবস্থা, কোন অদ্ভূত বা কাল্পনিক কিছু দেখতে ইত্যাদি সমন্ধে জানার জন্য

What's.....like/What does...look like ব্যবহৃত হয় ।  ইহা সাধারনত: দুটি ড্যাশ এবং শেষে ? থাকবে ।

What was your exam like ?



8. As soon as

কোন একটি ঘটনা ঘটার সাথে সাথে আর একটি ঘটনা ঘটা বোঝাতে  As soon as ব্যবহৃত হয় ।

As soon as he saw me, he called me.

বাংলা ভাষায় সংখ্যাবাচক Noun-এর পূর্বে একক সংখ্যা (একটি, একখানা, একজন ইত্যাদি) ব্যবহার করলেও চলে, না করলেও চলে। কিন্তু ইংরেজিতে A/An অবশ্যই ব্যবহার করতে হয়।

ঢাকা (একটি) পুরাতন শহর। —- Dhaka is an old city.

সে (একজন) ভালো ছেলে। — He is a good boy.





9.Used to

অতীতের অনিয়মিত অভ্যাস বুঝাতে সকল  person এ Used to ব্যবহৃত হয় ।

I used to drink water. 



10. It is time/It is high time:

কোনো কাজ করার সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে। সুতরাং আর বিলম্ব না করে এখনই কাজটি শুরু করা উচিত এরূপ বুঝালে It is time/It is high time-এর ব্যবহার হয়। যেমন :

১. It is time we ————

Ans. It is time we went home.

২. It is high time we ——

Ans. It is high time we changed our eating habits.

Note : It is time/It is high time এর পর verb সাধারণত past tense হয়।



11. No sooner had ........ than, Scarcely had ....... when, hardly had ........when:

এ জাতীয় Structure দ্বারা  ‘যেতে ...... না যেতে’, ‘খেতে.......না খেতে’, ‘পৌঁছাইতে ..........না পৌঁছাইতে ইত্যাদি অর্থ প্রকাশ পায়। এ ক্ষেত্রে than বা when পূর্ব পর্যন্ত Past Perfect tense এবং when বা than-এর পরের অংশ Past Indefinite হয়।



১. No sooner had I gone out than he came.

২. Scarcely had we reached the station when the train left.

৩. Hardly had he reached the college when the examination began.



12. As if/As though :

As if বা as though ‘যেন’ অর্থ প্রকাশ করে। As if বা As though-এর প্রথম অংশ Present Indefinite হলে পরের অংশ Past Indefinite হয়। আবার প্রথম অংশ Past tense হলে পরের অংশ Past Perfect tense হয়।

১. He tells the matter as if he knew it.

২.  He told the matter as if he had known it.

৩. She proceeded as though I had not spoken.

Note : কোনো কিছু হওয়া বুঝাতে Unreal Past-এর অর্থ প্রকাশ করতে as though/as if/wish-এর পরে were বসে।

১. He runs fast as though he were a mad.

২. He donates money as if he were a rich man.

৩. I wish I were a child again!   

Note : Wish-এর ক্ষেত্রে were (to be verb) ছাড়াও verb-এর Present form-এর পূর্বে could বা mightও বসতে পারে। I wish I could fly in the sky.



13. There = Subject হিসেবে বসে ।

প্রকারভেদ :- There কে  আমরা  মোটামুটি  তিনটি  ভাগে  ভাগ  করে  থাকি,

1) Introductory  there

2) Expletive   there

3) Adverb   there



There এর ব্যবহার



**Object Singular হলে Verb Singular হয় ।

Singular Verb হল is,was,has.v+s,es.

**Object Plural হলে Verb Plural হয় ।

Plural  Verb হল are,were,have

*There was a  mistake  in  this  later - এই  চিঠিতে  একটি  ভুল  ছিল ।

*There are tigers  in  the  jungle-এই  বনে  বাঘ  থাকে ।

**Object Singular হলে Verb Singular হয় ।

Singular Verb হল is,was,has.v+s,es.

**Object Plural হলে Verb Plural হয় ।

Plural  Verb হল are,were,have

*There was a  mistake  in  this  later - এই  চিঠিতে  একটি  ভুল  ছিল ।

*There are tigers  in  the  jungle-এই  বনে  বাঘ  থাকে ।



14. It এর ব্যবহার

i) শিশুকে বুঝাতে It ব্যবহার করা হয় । লিঙ্গ জানা নেই এমন ব্যক্তিকে বুঝাতে it ব্যবহৃত হয় । যেমন:

The child is looking at its mother. (শিশুটি তার মায়ের দিকে তাকাচ্ছে ।)



ii) অচেতন কোন পদার্থ বা নিকূষ্ট কোন প্রাণীকে বুঝাতে It ব্যবহার করা হয় । যেমন:

Where is the book ?

I kept it on the table. ( এখানে  it = book )

The cow is a useful animal. It lives on grass. (It = cow).



iii) সময় (time), দূরত্ব (distance), আবহাওয়া (weather), তাপমাত্রা (weather) বুঝাতে It  ব্যবহৃত হয় ।



a) সময় বুঝাতে:

What time is it? (এখন কত বাজে ?)

It is 11 O'clock. (এখন এগারটা বাজে ।)

What day is it ? (আজ কি বার ?)

It is Friday or Today is Friday. (আজ শুক্রবার ।)

What is the date ? (আজ তারিখ কত ?)

It is the tenth of September.

How long will it take to reach there? (সেখানে পৌছতে কতক্ষণ লাগবে ?)

It will take 1 hour to reach there.



b) দুরত্ব বুঝাতে:

How far is it to Bogura ? (বগুড়া কতদূর ?)

It is 200 kilometers.

It is a long way. (সে অনেক পথ).



c) আবহাওয়া বুঝাতে:

It is raining. (বৃষ্টি হচ্ছে)

It is dewing. (শিশির পড়ছে)

It is snowing. (তুষার পড়ছে)

It is frosty. (কুয়াশচ্ছন্ন)

It is sunny day. (রৌদ্রময় দিন)

It is a fine morining. ( সুন্দর একটি সকাল)



d) তাপমাত্রা বুঝাতে:

It is hot today, isn't it? (আজ গরম পড়েছে, তাই না?)

It is cold in this place. (এই স্থানে ঠান্ডা পড়েছে) ।



e) স্রোত বুঝাতে:

It is high tide. (এখন জোয়ার)

It is low tide. (এখন ভাঁটা) ।



iv) পূর্বে উল্লেখ করা হয়েছে এমন কোন Phrase, clause, বা verb কে it দ্বারা নির্দেশ করা যেতে পারে । যেমন:

He studies all the night, I do not like it. (সে সারা রাত পড়াশুনা করে, আমি  এটা পছন্দ করি না ।)

*[ এখানে এটা (It) = his studying all the night বা 'তার সারা রাত জেগে পড়া' কে বুঝানো হচ্ছে ]

He wants to pass in the exam and it will be very difficult for him. (সে পরীক্ষায় পাশ করতে চায় এবং এটা তার জন্য খুবই কষ্টকর)

*[ এখানে It = to pass in the exam বা  'পরীক্ষায় পাশ করা'  কে বুঝানো হচ্ছে ]

He is an honest man and it is known to all. (সে একজন সৎ লোক এবং এটা সবারই জানা)

*[ এখানে It = He is an honest man বা  'সে একজন সৎ লোক'  কে বুঝানো হচ্ছে ]

It is + period of time + since + NP + verb (past form)

- এভাবে ব্যবহৃত it  কোন অতীত সময়কে বুঝাতে পারে । এই ধরনের বাক্যগুলো লক্ষ্য করুন:

It is five years since I saw him.

It is eight days since he went there.

It is high time + S + verb(past form) - এভাবে it ব্যবহৃত হলে তা তখন কোন সময়কে নির্দেশ করে । এই ধরনের বাক্যের অর্থ না বুঝলে ভুল করার সম্ভাবনা রয়ে যাবে । নিচের উদাহরণ গুলো দেখা যাক:

It is high time you went there. (তোমার সেখানে বরং আগেই যাওয়া উচিত ছিল )

*[ তার মানে তুমি দেরি করে ফেলেছ, সুতরাং আর দেরি না করে এখনই যা্ও ]

It is high time you left this place. (তোমার বরং এই জায়গা ত্যাগ করাই ভাল )

*[ তার মানে তোমার আরো একটু আগেই জায়গাটি ত্যাগ করা উচিত ছিল ]

It is high time we left for home.



3 comments: