Oct 14, 2019

NU রিলিজ স্লিপ এর আবেদন ১৭ তারিখ থেকে ৩০ তারিখ

♨অবশেষে NU রিলিজ স্লিপ এর আবেদন
১৭ তারিখ থেকে ৩০ তারিখ..

.
🔰রি‌লিজ স্লি‌প নিয়ে A to Z , ‌বিস্তা‌রিত 🔰

‌যারা রি‌লিজ স্লি‌পে আ‌বেদন কর‌বে , তা‌দের অবশ্যই রি‌লিজ স্লিপ সম্প‌র্কে প‌রিষ্কার ধারনা থাক‌া উ‌চিত । প‌রিষ্কার ধারনা না থাকা‌তে অ‌নেক সময় আমরা ইচ্ছাম‌তো আ‌বেদন ক‌রে ফে‌লি , ফলশ্রুতিতে আমাদের অনেকের একটি বছর পর্যন্ত গ্যাপ যায়। আর তাই এই পোস্টে আমরা রিলিজ স্লিপ সম্পর্কে বিস্তারিত জানব । তো চলুন শুরু করা যাক,

♻‌রি‌লিজ স্লিপ কি?

উত্তরঃ রি‌লিজ স্লিপ, যার অর্থ ছাড়পত্র, আস‌লে রি‌লিজ স্লিপ খায় ও না মাথায় ও দেয় না, শুধুমাত্র একটা নাম । আর এটার জন্য কোথাও যাওয়া ও লা‌গে না বা টাকাও লা‌গে না। অ‌নে‌কে ভা‌বে ক‌লেজ থে‌কে রি‌লিজ স্লিপ আনা লা‌গে আস‌লে তাও না , জাস্ট একটা নাম । অর্থ্যাৎ রি‌লিজ স্লিপ এক‌টি আ‌বেদন প্র‌ক্রিয়ার নাম মাত্র ।

♻প্রশ্নঃ রি‌লিজ স্লি‌পে কারা আ‌বেদন করতে পারবে ?

উত্তরঃ ভর্তি কার্যক্রমে যেসব প্রার্থী- মেধা তালিকায় স্থান পাবেনা, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হবেনা এবং ভর্তি বাতিল করবে সেসব প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

♻প্রশ্নঃ প্রথ‌মিক আ‌বেদন ক‌রে নাই বা ক‌রে‌ছে ক‌লে‌জে জমা দেয় নাই সে কি রি‌লিজ স্লি‌পে আ‌বেদন কর‌তে পার‌বে ?

উত্তরঃ না

♻প্রশ্নঃ রি‌লিজ স্লি‌পে আ‌বেদন কর‌তে কি কি লা‌গে ? আর কিভা‌বে করব ?

উত্তরঃ আ‌বেদন কর‌ার জন্য রোল আর পিন লা‌গে । এন ইউ'র ও‌য়েবসাই‌টে "Applicant's login" করে রিলিজ স্লি‌পে আ‌বেদন কর‌তে হ‌বে । এতকিছু না বুঝ‌লে আ‌পনি শুধু ক‌ম্পিউটার দোকানে আপনার রোল,পিন এবং আপনার পছ‌ন্দের ৫ টি ক‌লেজ ও বিষয় বল‌লেই আ‌বেদন ক‌রে দি‌বে।

♻প্রশ্নঃ রি‌লিজ স্লি‌পে না‌কি ৫ টি ক‌লে‌জে আ‌বেদন করতে হয় ? আ‌মি কি কম বা বে‌শি ক‌লে‌জে আ‌বেদন কর‌তে পারব?

উত্তরঃ হুম রি‌লিজ স্লি‌পে স‌র্বোচ্চ এবং সর্ব‌নিম্ন ৫ টি ক‌লে‌জে আ‌বেদন কর‌তে হয় । না, আপনা‌কে ৫ টি ক‌লে‌জেই আ‌বেদন কর‌তে হ‌বে , এক‌টি কম ও না এক‌টি বে‌শি ও না ।

♻প্রশ্নঃ রি‌লিজ স্লি‌পে কোন ক‌লে‌জে কত‌টি সিট খা‌লি আ‌ছে সেটা কি দেখ‌তে পারব?

উত্তরঃ জ্বি , পার‌বেন

♻ প্রশ্নঃ আ‌মি কি যে‌ কোন ৫ ক‌লে‌জে আ‌বেদন কর‌তে পারব ?

উত্তরঃ হুম দে‌শের যে কোন ৫ ক‌লেজেই আবেদন কর‌তে পার‌বেন । সরকারি বেসরকারি যে কোন ৫ কলেজ

♻প্রশ্নঃ ভাই, রিলিজ স্লিপে ৫ টা কলেজ দিতে পারব বুঝলাম, তবে রেজাল্ট কি ১ কলেজ দিবে , না‌কি যতটায় চান্স প‌াব ততটাই দি‌বে। এবং সাব্জেক্ট কয়টা দিবে ?

উত্তরঃ আপ‌নার পছন্দকৃত ৫ ক‌লে‌জের ম‌ধ্যে থে‌কে আপনার জি‌পিএ অনুযায়ী একটি ক‌লে‌জে এক‌টি বিষ‌য়ে নির্বা‌চিত হ‌বেন ।

♻প্রশ্নঃ আর আবেদন কি যে কোন বিষ‌য়ে কর‌তে পারব না‌কি শুধু প্রাথমিক আ‌বেদ‌নের বিষয় সমূহই ?

উত্তরঃ আপনার প্রদর্শিত যে কোন বিষ‌য়ে কর‌তে পার‌বেন

♻প্রশ্নঃ প্র‌ত্যেক ক‌লে‌জেই কি একই বিষয় দি‌তে হ‌বে ?

উত্তরঃ না , প্রতিটা ক‌লে‌জের বিপরী‌তে আলাদা আলাদা বিষয় নির্বাচন দি‌তে পার‌বেন । আপ‌নি চাইলে একটি ও দিতে পার‌বেন
♻প্রশ্নঃ আবেদন করে ফেলেছি এখন কি আবার সংশোধন (কলেজ/বিষয় পরিবর্তন) করতে পারব ?

উত্তরঃ হ্যাঁ পারবেন ,আপনি পূর্বের আবেদন বাতিল করে পূনরায় নতুন করে আবেদন করতে পারবেন । আর এ সুযোগ পাবেন মাত্র একবার ।

♻প্রশ্নঃ ভাই , আ‌মি প্রাথ‌মিক আ‌বেদন যে ক‌লে‌জে ক‌রে‌ছি ঐ ক‌লে‌জে কি রি‌লিজ স্লি‌পে আবার আ‌বেদন কর‌তে পারব ?

উত্তরঃ জ্বি ,পার‌বেন।

♻ প্রশ্নঃ রিলিজ স্লিপে ভর্তি হলে কি মাইগ্রেশন(বিষয় প‌রিবর্তন) করা যায়?

উত্তরঃ না ,‌যে বিষয় আস‌বে ঐ বিষয়েই ভর্তি হ‌তে হ‌বে ।

🔅প্রশ্নঃ রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু?

উত্তরঃ জেলা/‌বিভাগীয় শহরের সরঃ কলেজগুলোতে শূন্য আসন সংখ্যা খুবই কম... অপর দিকে উপজেলা পর্যায়ের কলেজগুলো অনেক বেশি আসন খালি থাকে.. তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে ১০০% পর্যন্ত ভর্তির নিশ্চয়তা থাকে।

♻প্রশ্নঃ রিলিজ স্লি‌পের আ‌বেদ‌নের সময়সীমা কত‌দিন পর্যন্ত থা‌কে ?

উত্তরঃ আবেদন ১৭ তারিখ থেকে ৩০ তারিখ'
.

♻ প্রশ্নঃ রি‌লিজ স্লি‌পের রেজাল্ট কত‌দিন পর দেয় ?

উত্তরঃ আ‌বেদন শেষ হওয়ার ৩-৭ দিনের মধ্যে ।

♻প্রশ্নঃ রি‌লিজ স্লি‌পের আ‌বেদন ফরম কি ক‌লে‌জে গি‌য়ে জমা দি‌তে হ‌বে ?

উত্তরঃ না , রি‌লিজ স্লি‌পের আ‌বেদন ফরম ক‌লে‌জে জমা দি‌তে হ‌বে না , কারন রি‌লিজ স্লি‌পের কোন "College Copy" হয় না , শুধুমাত্র "Students Copy" হয় (See this 2nd pic) ।

♻ প্রশ্নঃ তাহ‌লে "Students Copy" কি করব ?

উত্তরঃ এটা ডাওন‌লোড বা প্রিন্ট ক‌রে নি‌জের কাছে রে‌খে দি‌বেন , পরবর্তী‌তে যেই ক‌লে‌জে ভ‌র্তি হ‌বেন ঐ ক‌লে‌জে জমা দি‌বেন ।

♻প্রশ্নঃ রি‌লিজ স্লিপ কতবার দি‌বে ?

উত্তরঃ ২ বার , ১ম রি‌লিজ স্লিপ এবং ২য় রি‌লিজ স্লিপ(‌সিট খা‌লি থাকা সা‌পে‌ক্ষে)। কেউ ৩য় রি‌লিজ স্লি‌পের জন্য অ‌পেক্ষা কর‌বেন না , কেননা এখন পর্যন্ত ৩য় রি‌লিজ স্লিপ প্রকাশ করা হয় নাই।

♻প্রশ্নঃ ভাই, ১ম রি‌লিজ স্লি‌পে না হ‌লে কি আ‌মি ২য় রি‌লিজ স্লি‌পে আ‌বেদন কর‌তে পারব ?

উত্তরঃ জ্বি ভাই, পার‌বেন ।

♻প্রশ্নঃ রি‌লিজ স্লি‌পে ভ‌র্তি হ‌ব কিভা‌বে? আর কি কি লা‌গে ?

উত্তরঃ অনলাইন থে‌কে ভ‌র্তি ফরম পূরন ক‌রে সংশ্লিষ্ট ক‌লে‌জে প্রয়োজনীয় কাগজপত্র নি‌য়ে ভর্তি হ‌তে হ‌বে ( মেধাতা‌লিকার ম‌তোই)

সবার জন্য শুভ কামনা রইলো।

No comments:

Post a Comment