♨অবশেষে NU রিলিজ স্লিপ এর আবেদন
১৭ তারিখ থেকে ৩০ তারিখ..
.
🔰রিলিজ স্লিপ নিয়ে A to Z , বিস্তারিত 🔰
যারা রিলিজ স্লিপে আবেদন করবে , তাদের অবশ্যই রিলিজ স্লিপ সম্পর্কে পরিষ্কার ধারনা থাকা উচিত । পরিষ্কার ধারনা না থাকাতে অনেক সময় আমরা ইচ্ছামতো আবেদন করে ফেলি , ফলশ্রুতিতে আমাদের অনেকের একটি বছর পর্যন্ত গ্যাপ যায়। আর তাই এই পোস্টে আমরা রিলিজ স্লিপ সম্পর্কে বিস্তারিত জানব । তো চলুন শুরু করা যাক,
♻রিলিজ স্লিপ কি?
উত্তরঃ রিলিজ স্লিপ, যার অর্থ ছাড়পত্র, আসলে রিলিজ স্লিপ খায় ও না মাথায় ও দেয় না, শুধুমাত্র একটা নাম । আর এটার জন্য কোথাও যাওয়া ও লাগে না বা টাকাও লাগে না। অনেকে ভাবে কলেজ থেকে রিলিজ স্লিপ আনা লাগে আসলে তাও না , জাস্ট একটা নাম । অর্থ্যাৎ রিলিজ স্লিপ একটি আবেদন প্রক্রিয়ার নাম মাত্র ।
♻প্রশ্নঃ রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে ?
উত্তরঃ ভর্তি কার্যক্রমে যেসব প্রার্থী- মেধা তালিকায় স্থান পাবেনা, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হবেনা এবং ভর্তি বাতিল করবে সেসব প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
♻প্রশ্নঃ প্রথমিক আবেদন করে নাই বা করেছে কলেজে জমা দেয় নাই সে কি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে ?
উত্তরঃ না
♻প্রশ্নঃ রিলিজ স্লিপে আবেদন করতে কি কি লাগে ? আর কিভাবে করব ?
উত্তরঃ আবেদন করার জন্য রোল আর পিন লাগে । এন ইউ'র ওয়েবসাইটে "Applicant's login" করে রিলিজ স্লিপে আবেদন করতে হবে । এতকিছু না বুঝলে আপনি শুধু কম্পিউটার দোকানে আপনার রোল,পিন এবং আপনার পছন্দের ৫ টি কলেজ ও বিষয় বললেই আবেদন করে দিবে।
♻প্রশ্নঃ রিলিজ স্লিপে নাকি ৫ টি কলেজে আবেদন করতে হয় ? আমি কি কম বা বেশি কলেজে আবেদন করতে পারব?
উত্তরঃ হুম রিলিজ স্লিপে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ৫ টি কলেজে আবেদন করতে হয় । না, আপনাকে ৫ টি কলেজেই আবেদন করতে হবে , একটি কম ও না একটি বেশি ও না ।
♻প্রশ্নঃ রিলিজ স্লিপে কোন কলেজে কতটি সিট খালি আছে সেটা কি দেখতে পারব?
উত্তরঃ জ্বি , পারবেন
♻ প্রশ্নঃ আমি কি যে কোন ৫ কলেজে আবেদন করতে পারব ?
উত্তরঃ হুম দেশের যে কোন ৫ কলেজেই আবেদন করতে পারবেন । সরকারি বেসরকারি যে কোন ৫ কলেজ
♻প্রশ্নঃ ভাই, রিলিজ স্লিপে ৫ টা কলেজ দিতে পারব বুঝলাম, তবে রেজাল্ট কি ১ কলেজ দিবে , নাকি যতটায় চান্স পাব ততটাই দিবে। এবং সাব্জেক্ট কয়টা দিবে ?
উত্তরঃ আপনার পছন্দকৃত ৫ কলেজের মধ্যে থেকে আপনার জিপিএ অনুযায়ী একটি কলেজে একটি বিষয়ে নির্বাচিত হবেন ।
♻প্রশ্নঃ আর আবেদন কি যে কোন বিষয়ে করতে পারব নাকি শুধু প্রাথমিক আবেদনের বিষয় সমূহই ?
উত্তরঃ আপনার প্রদর্শিত যে কোন বিষয়ে করতে পারবেন
♻প্রশ্নঃ প্রত্যেক কলেজেই কি একই বিষয় দিতে হবে ?
উত্তরঃ না , প্রতিটা কলেজের বিপরীতে আলাদা আলাদা বিষয় নির্বাচন দিতে পারবেন । আপনি চাইলে একটি ও দিতে পারবেন
♻প্রশ্নঃ আবেদন করে ফেলেছি এখন কি আবার সংশোধন (কলেজ/বিষয় পরিবর্তন) করতে পারব ?
উত্তরঃ হ্যাঁ পারবেন ,আপনি পূর্বের আবেদন বাতিল করে পূনরায় নতুন করে আবেদন করতে পারবেন । আর এ সুযোগ পাবেন মাত্র একবার ।
♻প্রশ্নঃ ভাই , আমি প্রাথমিক আবেদন যে কলেজে করেছি ঐ কলেজে কি রিলিজ স্লিপে আবার আবেদন করতে পারব ?
উত্তরঃ জ্বি ,পারবেন।
♻ প্রশ্নঃ রিলিজ স্লিপে ভর্তি হলে কি মাইগ্রেশন(বিষয় পরিবর্তন) করা যায়?
উত্তরঃ না ,যে বিষয় আসবে ঐ বিষয়েই ভর্তি হতে হবে ।
🔅প্রশ্নঃ রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু?
উত্তরঃ জেলা/বিভাগীয় শহরের সরঃ কলেজগুলোতে শূন্য আসন সংখ্যা খুবই কম... অপর দিকে উপজেলা পর্যায়ের কলেজগুলো অনেক বেশি আসন খালি থাকে.. তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে ১০০% পর্যন্ত ভর্তির নিশ্চয়তা থাকে।
♻প্রশ্নঃ রিলিজ স্লিপের আবেদনের সময়সীমা কতদিন পর্যন্ত থাকে ?
উত্তরঃ আবেদন ১৭ তারিখ থেকে ৩০ তারিখ'
.
♻ প্রশ্নঃ রিলিজ স্লিপের রেজাল্ট কতদিন পর দেয় ?
উত্তরঃ আবেদন শেষ হওয়ার ৩-৭ দিনের মধ্যে ।
♻প্রশ্নঃ রিলিজ স্লিপের আবেদন ফরম কি কলেজে গিয়ে জমা দিতে হবে ?
উত্তরঃ না , রিলিজ স্লিপের আবেদন ফরম কলেজে জমা দিতে হবে না , কারন রিলিজ স্লিপের কোন "College Copy" হয় না , শুধুমাত্র "Students Copy" হয় (See this 2nd pic) ।
♻ প্রশ্নঃ তাহলে "Students Copy" কি করব ?
উত্তরঃ এটা ডাওনলোড বা প্রিন্ট করে নিজের কাছে রেখে দিবেন , পরবর্তীতে যেই কলেজে ভর্তি হবেন ঐ কলেজে জমা দিবেন ।
♻প্রশ্নঃ রিলিজ স্লিপ কতবার দিবে ?
উত্তরঃ ২ বার , ১ম রিলিজ স্লিপ এবং ২য় রিলিজ স্লিপ(সিট খালি থাকা সাপেক্ষে)। কেউ ৩য় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করবেন না , কেননা এখন পর্যন্ত ৩য় রিলিজ স্লিপ প্রকাশ করা হয় নাই।
♻প্রশ্নঃ ভাই, ১ম রিলিজ স্লিপে না হলে কি আমি ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারব ?
উত্তরঃ জ্বি ভাই, পারবেন ।
♻প্রশ্নঃ রিলিজ স্লিপে ভর্তি হব কিভাবে? আর কি কি লাগে ?
উত্তরঃ অনলাইন থেকে ভর্তি ফরম পূরন করে সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভর্তি হতে হবে ( মেধাতালিকার মতোই)
সবার জন্য শুভ কামনা রইলো।
Oct 14, 2019
NU রিলিজ স্লিপ এর আবেদন ১৭ তারিখ থেকে ৩০ তারিখ
About Online Blogger
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
জাতীয় বিশ্ববিদ্যালয়
Categorys:
জাতীয় বিশ্ববিদ্যালয়
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment