ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা....
#ফর্ম তোলা নিয়ে বলবো প্রথমেই, এ বিষয়ে মোটেই কার্পণ্য করা যাবে না, কারন অনেক সময় দেখা যায় যতই ভাল ছাত্র হোক না কেন রেজাল্টে নিজের নাম খুঁজে না পাওয়া অস্বাভাবিক কিছু নয়। ভাগ্যটাও অনেকটাই ফ্যাক্টর। তাই ফর্মের ক্ষেত্রে এক ভার্সিটি টার্গেট করে পড়লেও ব্যাকআপ হিসেবে কয়েকটা রাখা উচিত, শেষ মূহুর্তে এসে আক্ষেপ করে কোন লাভ হবে না।
#এডমিশন সিরিয়ালের ক্ষেত্রে দেখা যায় সাধারনত সব জায়গাতেই (বুয়েট-মেডিকেল বাদে) পর্যাপ্ত সিরিয়ালের প্রায় দ্বিগুন সংখ্যা পর্যন্ত চান্স পায়। সুতরাং ১২০০ সিটের কোন ভার্সিটিতে যদি তুমি ২০০০ তম ও হও, তুমি মোটামুটি নিশ্চিন্ত থাকতে পার।
#যে কয়টার ফর্ম তুলবা সবগুলাই পরীক্ষা দিবা, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই কোন ভার্সিটিতে কোন রকম সিরিয়াল পেয়েই পড়ালেখা প্রায় ছেড়ে দেয়, এমনটা করা যাবে না, হয়ত অন্য কোথাও তোমার জন্য ভাল সাবজেক্ট অপেক্ষা করছে। হ্যাঁ তবে যেখানে তোমার পড়ার একদমই ইচ্ছা নেই সেগুলো বাদ দিতেই পার।
#কনফিডেন্স! এই জিনিসটা এমন যে তুমি যখন কোন ভার্সিটিতে একবার চান্স পাও তখন দেখবা এর পর যত পরীক্ষাই দিবা সিরিয়াল আসতেই থাকবে। সুযোগ হাতছাড়া করবা না। শেষে ভেবেচিন্তে তোমার যেটায় সুবিধা হয়, যে সাবজেক্ট পড়তে ভাল লাগে, যেখানে ভবিষ্যৎ ভাল সেই ভার্সিটিতে ভর্তি হবা।
#এডমিশন সময়ে তো পরীক্ষা দিতে দিতে পুরো দেশটাই ঘুরে ফেলবা। হ্যা তবে যাতায়াতের সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এ সময়ে ছিনতাই, ডাকাতির ঘটনাও বেড়ে যায়। আর অনেক সময়ই হয় যে কেউ পরীক্ষা দিতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে সব হারিয়েছে। তাই কোথাও যাওয়ার আগে সেখানে কই থাকবা, কে কে আছে সেখানে চেনাজানা, সবার সাথে যোগাযোগ করে যাবা। আর এ সময় ছোট খাটো একটা সার্কেলও বানিয়ে ফেলতে পারো যারা একসাথে গিয়ে পরীক্ষা দিবা।
#বাসা থেকে বের হওয়ার আগে প্রয়োজনীয় জিনিসপত্র সব দেখে বের হবা। এডমিট কার্ড দরকার হলে কয়েক কপি ফটোকপি করে রাখবা, বিপদ কখনো বলে আসে না। পেন, পেন্সিল, ক্যালকুলেটর চেক করে নিতে ভুলবে না। টাকা-পয়সা সাবধানে রাখবে। আমি সব পরীক্ষার এডমিট, সার্কুলার, নিজের ছবি এগুলার সফট কপি একটা পেনড্রাইভে করে সাথে রাখতাম যদি কখনো লেগে বসে তাই...
#আর যে একটু বড় দূরত্বের ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা তখন বাসে/ট্রেনে অযথা সময় নষ্ট না করে সেই ভার্সিটির প্রশ্নব্যাংক দেখতে দেখতে যাবা। যাতায়াতের সময় কানে ইয়ারফোন দিয়ে গান শোনার অনেক সময় পাবা, কিন্তু তোমার একদিন গান না শুনে প্রশ্নব্যাংক সলভ করা তোমার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে।
#শেষে একটা কথাই বলব, হতাশ হবা না। হতাশা জীবনে কিছুই দিবে না। সিরিয়াল আসে নি তোমার প্রিয় ভার্সিটিতে??? হয়ত তোমার ঘাটতি ছিল অথবা তোমার জন্য আরো ভাল কিছু অপেক্ষা করছে! তাই থেমে থাকবা না। তোমার উপযুক্ত স্থান বেছে নেওয়ার দায়িত্ব তোমারই।
শুভ কামনা রইল❤
Selim ReZa
ঢাকা বিশ্ববিদ্যালয়
Sep 29, 2019
Home
/
Admission test
/
Admission War
/
Study Tips
/
ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা
ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা
About Online Blogger
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Study Tips
Categorys:
Admission test,
Admission War,
Study Tips
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment