🔰ঢাবি_অধিভুক্ত ৭ কলেজ ভর্তি নির্দেশিকা'
★ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলো হলো:
(১)ঢাকা কলেজ
(২)ইডেন মহিলা কলেজ
(৩)সরকারি তিতুমীর কলেজ
(৪)কবি নজরুল কলেজ
(৫)বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
(৬)মিরপুর সরকারি বাঙলা কলেজ
(৭)সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
🔰ভর্তি পরিক্ষায় ইউনিটঃ-- ৩টি
(১)ক ইউনিট =বিজ্ঞান
(২)খ ইউনিট=কলা ও সমাজবিজ্ঞান
(৩)গ ইউনিট=ব্যবসায় শিক্ষা
🔰অধিভূক্ত সাতটি কলেজে পরিক্ষা দেয়ার জন্য জিপিএ প্রয়োজনঃ-
.
↪বিজ্ঞান--------৭.০০ (৪র্থ বিষয়সহ)
↪ব্যবসায় শিক্ষা ---৬.৫ (৪র্থ বিষয়সহ)
↪মানবিক ----- ৬.০ (৪র্থ বিষয়সহ)
🔰ভর্তি পরীক্ষা কত নম্বর :
ভর্তি পরিক্ষা ১২০ নম্বরের হবে এবং পাশ নম্বর ৪৮ অর্থাৎ ৪০% মার্ক পেতে হবে পাশ করতে।
আর ৮০ মার্ক থাকবে এসএসসি ও এইচএসএসির জিপির উপরে।
★ভর্তি সংক্রান্ত সকল নিয়ম ঢাবির মত।
( কোন সেকেন্ড টাইম নাই এবং কোন নেগেটিভ মার্ক নাই।
★যারা পাশ করে বেশি পাবে তাদের সাবজেক্ট পাওয়ার অগ্রাধিকার দেওয়া হবে।এবং মেরিট পজিশন ভাল অর্থাৎ প্রথম দিকে থাকলে ভাল উপরের কলেজগুলো পাওয়া যাবে।যেমন:ঢাকা কলেজ,তিতুমীর,ইডেন।
🔰ভর্তি আবেদন সময়----
ঢাবির ভর্তি পরীক্ষার পর শুরু হবে।
🔄ভর্তি পরিক্ষার সময় ----৬০মিনিট
🔰ভর্তি পরীক্ষার জন্য পরিক্ষা প্রস্তুতিঃ-
যেহেতু ঢাবির অধিভূক্ত কলেজ সেহেতু ঢাবির প্রশ্নের প্যাটার্নের মত প্রশ্ন হবে।তাই ঢাবির প্রিপারেশন নিলেই হয়ে যাবে।
ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন যে স্যার
করবে অধিভুক্ত কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ও ঢাবিরর সেই স্যারেরা করবে।তাই ঢাবির বিগত বছরের প্রশ্নগুলো ভাল করে পড়লে ভাল ধারণা পেতে পার।
★ফরম ছাড়ার সাথে সাথে পোস্ট করা হবে।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Sep 16, 2019
Home
/
Admission test
/
Admission War
/
ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি নির্দেশিকা
/
ঢাবি_অধিভুক্ত ৭ কলেজ ভর্তি নির্দেশিকা
ঢাবি_অধিভুক্ত ৭ কলেজ ভর্তি নির্দেশিকা
About Online Blogger
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি নির্দেশিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment