#রাবিতে_যারা_ভর্তি_পরীক্ষা_দিতে_আসবা_তাদের_জন্য_স্পেশাল পোস্ট:
👍দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহী আসার উপায়:
#ঢাকা_টু_রাজশাহী:
☝ধুমকেতু এক্সপ্রেস -সকাল ৬ টা
শনিবার সাপ্তাহিক বন্ধ,
👍সিল্কসিটি এক্সপ্রেস (১৪:৪০ pm) রবিবার সাপ্তাহিক বন্ধ
👍পদ্মা এক্সপ্রেস(২৩:১০ pm)মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ।
যাদের বাসে সমস্যা তারা যদি এক্সামের দিন ট্রেন বন্ধ থাকে চিন্তা করো না।ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী সব ট্রেন নাটোর স্টেশন ধরে।নাটোর থেকে রাজশাহী বাসে ৪৫ মিনিট লাগে।
কল্যাণপুর, গাবতলী,
মহাখালী থেকে
প্রতিদিন রাজশাহীতে প্রতি একঘন্টা, ১/২ ঘন্টা পরপর যেসকল বাস আসে -
*দেশ ট্রাভেলস
*ন্যাশনাল ট্রাভেলস
*হানিফ পরিবহন
*শ্যামলী পরিবহন
*গ্রামীণ পরিবহন
এখানে উল্যেখ্য যে এডমিশন সিজনে ঢাকার যাত্রীদের চাপ বেশি থাকে তাই বিড়ম্বনা এড়াতে অগ্রিম টিকেট করে রাখা ভাল।
#দিনাজপুর_টু_রাজশাহী :
পার্বতীপুর স্টেশন থেকে নিম্নের ট্রেনগুলো রাজশাহীর
উদ্দেশ্যে ছাড়ে
*বরেন্দ্র এক্সপ্রেস: সকাল ৭.০০ টা
*তিতুমীর এক্সপ্রেস -বিকেল ৪:০০টা
💎#চট্টগ্রাম_টু_রাজশাহী
প্রতিদিন সন্ধ্যায় এবং সকালে এ.কে. খান এবং গরীবুল্লাহ শাহ মাজার রোড থেকে বেশ কয়েকটি বাস রাজশাহীতে যাত্রা করে।
*শ্যামলী
*হানিফ
*দেশ ট্রাভেলস
গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস,সৌদিয়া,সোনিয়া
যারা চট্টগ্রাম বিভাগ এর যে কোনো জেলা থেকে আসবা তারা প্রথম এ ঢাকা আসতে হবে।।।।।।
ট্রেনে আসতে চাইলে ঢাকা হয়ে আসতে হবে।।।।।
#সিলেট_টু_রাজশাহী :
সিলেট রেলওয়ে স্টেশনের পাশের বাসস্টান্ড থেকে প্রতিদিন সন্ধায় এবং সকালে নিম্নলিখিত বাসগুলো
রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়-
*সামিজনি পরিবহন
*শ্যামলী পরিবহন
*রইস পরিবহন
*ভাই ভাই নাইস পরিবহন
💎#খুলনা_টু_রাজশাহী ।
#ট্রেন
কপোতাক্ষ এক্সপ্রেস সকাল ৬:৩০ মিনিট
* সাগরদাড়ি এক্সপ্রেস বিকেল ৪:০০ টা
বাস
#রংপুর_টু_রাজশাহী
আরর রংপুরের যাত্রীদের ট্রেনে আসতে
হলে পার্বতীপুর দিয়ে আসতে হবে
বাস,ট্রেন
পাবর্তীপুর থেকে সকাল ৭:৪৫ টায় ছাড়ে বরেন্দ্র ট্রেন, রবিবার বন্ধ,তিতুমির বুধবার বন্ধ পাবর্তীপুর থেকে ১৫:৪৫ ছাড়ে
বিআরটিসি সহ বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন পর্যাপ্ত বাস রয়েছে
#ময়মনসিংহ_টু_রাজশাহী :
প্রতিদিন সকাল ৭:৩০ মিনিটে এবং বিকেল ৩ টায় দুটি বাস
রাজশাহীতে আসে।
*শামীম পরিবহণ
*তুহিন পরিবহণ
#নোয়াখালী_টু_রাজশাহী :
মাইজদি নিউ বাসস্টান্ড থেকে একসাথে ৩টি বাস
রাজশাহীতে আসে।
ট্রেনে আসতে চাইলে প্রথমে ঢাকা আসতে হবে ট্রেনে।।।।তারপরে ঢাকা টু রাজশাহী।।।।।।
#বরিশাল_টু_রাজশাহী :
বরিশাল বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন সকাল ৬টা ও
বিকেল ৩ টায় নিচে উল্লিখিত কয়েকটা বাস রাজশাহীর
উদ্দেশ্যে রওনা দেয়-
*পদ্মা
*গোল্ডেন লাইন
* তুহিন
#এবার জেনে নিই রাজশাহী রেলস্টেশন থেকে কিভাবে বিশ্ববিদ্যালয়ে যাবেন।
স্টেশন থেকে নেমে ব্যাটারিচালিত অটো/রিকশা করে ২০ মিনিটের পথ। রিকশায় স্টেশন থেকে মেইনগেট ২৫-৩০ টাকার বেশি না, আর অটোর ক্ষেত্রে তা ১০ টাকা
#মূলত সবগুলো বাসই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়েই যায়। তাই আপনার আবাসন ব্যবস্থা যদি ভার্সিটি/কাজলা/বিনোদপুর/তালাইমারী/রুয়েট হয়ে থাকে তাহলে মূল শহরে না গিয়ে ভার্সিটির পাশেই বাস থেকে নেমে পরবেন। আর যদি আপনার আবাসন ব্যবস্থা যদি শহরের ভেতরে হয়ে থাকে তবে
রেলগেট নেমে রিকশা/অটো মাধ্যমে আপনার
গন্তব্যে পৌছাবেন......
#ভর্তি পরীক্ষার সিট পরবে যেসব ভবন এ
১) শহীদুল্লাহ কলাভবন
২) মমতাজউদ্দীন কলাভবন
৩)রবীন্দ্র কলাভবন
৪) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবন
৫) প্রথম বিজ্ঞান ভবন
৬) দ্বিতীয় বিজ্ঞান ভবন
৭) তৃতীয় বিজ্ঞান ভবন
৮) চতুর্থ বিজ্ঞান ভবন
৯) কৃষি অনুষদ ভবন
১০) চারুকলা ভবন।
১১)রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল & কলেজে।।
১২)শেখ রাসেল স্কুল
১৩)আই বি এ ভবন
পরীক্ষার সময় রাবিতে থাকা নিয়ে সব সমস্যার সমাধান::
🎓 ভর্তি পরিক্ষার সময় রাজশাহীতে থাকার কয়েকটা টা অপশন
#হোটেল : রাজশাহী শহরের জিরোপয়েন্ট,
রেলগেট, বানেশ্বর, বর্ণালী, লক্ষীপুর, নিউ
মার্কেট, সাহেব বাজার, মণিচত্বর প্রভৃতি জায়গায় এ গ্রেড থেকে সি গ্রেড পর্যন্ত বিভিন্ন মানের হোটেল রয়েছে। চাইলে আপনার পছন্দমত হোটেলে জায়গা করে নিতে পারেন।
#ভার্সিটি_হল ও স্থানীয় মেস :
৩৩০০০ ছাত্রছাত্রীর ১ বিশাল পরিবার রাবির।।।তারা কোনো না কোনো হল বা মেসে থাকে।।।।
হল এবং মেসে থাকার জন্য পরিচিত বড় ভাই/আপু/বন্ধুর মাধ্যমে থাকতে হবে। এর জন্য আপনার নিজ নিজ জেলা সমিতির তথ্য কালেক্ট করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। মেয়েদের হলে গণরুম থাকায় সহজে মেয়ে পরীক্ষার্থীরা থাকার সুযোগ পায়।।।।শুধু কোনো আপুর রেফারেন্স হলেই হয়।।।
👉
👉সিনিয়রদের সর্বোচ্চ রেস্পেক্ট করবা।
👉
#কেন্দ্রীয়_মসজিদ : কথায় আছে যার কেউ নাই তার উপরওয়ালা আছেন। এই প্লেস টা অনেকটা সেরকমই। কেন্দ্রীয় মসজিদের বিশাল বারান্দায় ছেলেরা অনায়সেই একটা রাত পার করে দিতে পারেন। তবে এক্ষেত্রে আপনার প্রয়োজনীয়জিনিষপত্র সাবধানতার সাথে রাখবেন।এছাড়া ছেলেদের হলগুলোতে ও মসজিদ আছে।।
এখানে বলে রাখি বাস,ট্রেনের টিকিট এবং
হোটেলের রুম অগ্রিম বুকিং দিতে হবে। অন্যথায় নাও পেতে পারেন। কারণ এসময় প্রচুর কালোবাজারি হয়ে থাকে। পরীক্ষার আগমুহূর্তের কিছু কথা বলি, অনেকেই বিভিন্ন বিল্ডিং কিংবা নিজের আসন ইত্যাদি খুঁজে পাননা, আবার এমনও অনেকেই আছেন যারা কাউকে জিজ্ঞেসও করেননা। মনে রাখবেন আপনাকে সাহায্য করার জন্য উন্মুখ হয়ে আছেন বড় ভাই ও আপুরা,এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিএনসিসির সদস্যরা থাকবেন। আপনার যেকোনো প্রয়োজনে তাদেরকে বলুন, সমাধান পেয়ে যাবেন।ধন্যবাদ
(সংগ্রহীত)
Oct 5, 2019
Home
/
Uncategorized
/
ভর্তি তথ্য
/
ভর্তি পরীক্ষা
/
রাবিতে যারা ভর্তি পরীক্ষা দিতে আসবা তাদের জন্য স্পেশাল পোস্ট
রাবিতে যারা ভর্তি পরীক্ষা দিতে আসবা তাদের জন্য স্পেশাল পোস্ট
About Online Blogger
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
ভর্তি পরীক্ষা
Categorys:
Uncategorized,
ভর্তি তথ্য,
ভর্তি পরীক্ষা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment