Apr 3, 2019

ENGLISH Paragraph Writing : পরীক্ষার হলে প্যারাগ্রাফ কমন না পড়লে কি করবো?

#ENGLISH Paragraph Writing :
পরীক্ষার হলে প্যারাগ্রাফ কমন না পড়লে কি করবো?

শেষ! এ+ মিস! ভয়! টেনশন!
এর জন্য কিছু প্যারাগ্রাফ লেখার সহজ টেকনিক নিয়ে হাজির
হলাম। এখানে আমি কিছু প্যারাগ্রাফের নাম দিবো এবং সেই
প্যারাগ্রাফ লিখার format দিবো। আপনারা শুধু Format এর খালি
ঘরে প্যারাগ্রাফটির নাম মিলিয়ে পড়ে নেবেন।
#Paragraph_Category_1 :
1.Value of Time (সময়ের মূল্য)
2.Perseverance (অধ্যবসায়
3.Labour (শ্রম
4.Honest Intention (সৎ উদ্দেশ্য
5.Good Manners (সু-আচরণ)
6.Punctuality (সমানুবর্তিতা)
7.Discipline (শৃঙ্খলা)
8.Dignity Of Labor (শ্রমের মর্যাদা)
9.Honesty (সততা)
10.Moral Courage (মনোবল)
11.Patriotism (স্বদেশ প্রেম)
12.Confidence (আত্মবিশ্বাস)
13.Self-Criticism (আত্ম-সমালোচনা)
14.Education (শিক্ষা)
15.Consciousness (সচেতনতা)
16.Tolerance (সহনশীলতা)
17.Integrity (সাধুতা)
18.Respect (শ্রদ্ধা)
19.Character (চরিত্র)
20.Modesty (বিনয়)
21.Courtesy (শিষ্টাচার)
22.Self-Reliance (আত্ম-নির্ভরশীলতা)
23.Politeness (ভদ্রতা)
24.Truthfulness (সত্যবাদিতা)
25.Dutifullness (কর্তব্যনিষ্ঠা)
26.Struggle (কঠোর চেষ্টা)
28.Common Sence (বিবেক)
29.Sacrifice (ত্যাগ)
#Format :
Everyone wants to be successful in life. This success
depends much on _____. It is a great virtue. It is the key
to success. The man who acquires this Great virtue can
shine in life. The history inspires us to develop this
virtue. The life and activities of all great men in the world
are associated with this virtue. We can conquer
everything in this world with developing this quality. The
man who does not achieve this virtue becomes a curse
to himself and to his family as well as to society. He
leads very miserable life. His life becomes full of sorrows
and sufferings. He always lags behind and suffers in
long run. In a word, the consequences of not acquiring
this virtue are beyond description. People do not love
and respect him. On the other hand, he is praised and
respected by all if he develops this virtue. Therefore, we
all should develop this virtue to be great in life.
.
#Paragraph_Category_2 :
1.Load Shedding (বিদ্যুৎ বিভ্রাট)
2.Traffic Jam (যানযট)
3.Deforestation (বন উজাড়করণ)
4.Road Accident (সড়ক দূর্ঘটনা)
5.Copying in the Examination পরীক্ষায় নকল)
6.Campus Violance (ক্যাম্পাস সহিংসতা)
7.Greenhouse Effect (গ্রিন হাইড প্রতিক্রিয়া)
8.Environment Pollution (পরিবেশ দূষণ)
9.Air Pollution (বায়ু দূষণ)
10.Water Pollution (পানি দূষণ)
11.Sound Pollution (শব্দ দূষণ)
12.Arsenic Pollution (আর্সেনিক দূষণ)
13.Drug Addiction (মাদকাসক্তি)
14.Corruption (দুর্নীতি)
15.Street Children (পথ শিশু)
16.Street Beggar (পথের ভিক্ষুক)
#Format:
Nowaday _______ has become a great problem. It is
increasing day by day. There are some causes behind
this. The unconsciousness of people is one of the main
cause of it (_______). There are some bad effects of it. In
a word, the bad effect of it beggar Description. At
present, it is a matter of much anxiousness for the civil
society like ours. It creats other problems too. We should
realize that it is a great obstacle to our national
development. We Must also remember that we fail to
solve it at once, this problem may go out of control in
near future. Therefore, this problem must be solved in
any way. In addition, it is high time we solved it.
Nevertheless, it is not possible for the government to
solve this problem in single hand. We all must come
forward to help the government so that government can
easily solve this problem within shortest possible time.
Therefore, necessary prompt Steps must be taken. For
this awarness must be increased.
.
বিঃদ্রঃ আপনারা বললে Composition/Essay এর জন্যও এমন
Format দিবো।
.
এখন প্যারাগ্রাফ সম্পর্কিত কিছু কথা বলি। আপনারা যদি ভেবে
বসেন, পেয়েছি একটা সহজ প্যারাগ্রাফটের Format. এটাই
পড়বো, এটাই পরীক্ষায় দিবো- তাহলে অনেক বড় ভুল
হবে। এই Format টি মনে রাখবেন যদি একান্তই প্যারাগ্রাফ
কমন পড়ে নি তখনকার সময়ের জন্য। অন্যথায়, সহজ ভেবে
এইটাই পড়ে পরীক্ষা দিতে চলে যাবেন না।
ইচ্ছা মতো ৩/৪ পৃষ্ঠা লিখেছি, ব্যস নাম্বার পেয়ে যাবো-
এরকম ধারণা করা ভুল। আপনি হয়তো নাম্বার পাবেন, তবে
ভালো নাম্বার পাবেন না। আপনার প্যারাগ্রাফটের ভাষা অবশ্যই
Standard ও তথ্যবহুল হতে হবে। বিশেষ করে
প্যারাগ্রাফের প্রথম ৩-৪ লাইন এমনভাবে লিখবেন যেন
পরীক্ষক পড়েই বুঝতে পারে ভেতরে আরও মাল মসলা
আছে। (প্যারাগ্রাফের প্রথম লাইনে প্যারাগ্রাফের বিষয়টির
সঙ্গা দিতে চেষ্টা করবেন)। একইভাবে প্যারাগ্রাফের
শেষ ৩-৪ লাইনও এমনভাবে লিখবেন যেন পরীক্ষক
প্যারাগ্রাফের শেষ পর্যায়ে এসেও আপনার লেখা নিয়ে
সন্তুষ্ট থাকে।

No comments:

Post a Comment