চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) ভর্তি সার্কুলার ২০১৯-২০ প্রকাশিত হয়েছে। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের অব্যশই আগে থেকে ভর্তি পরীক্ষা সম্পর্কে জানা উচিত । তাই আজকে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি তথ্য ও ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) ভর্তি সার্কুলার ২০১৯ -২০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের টপ র্যাংকিং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি । প্রতি বছর শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে । অনেকেরই স্বপ্ন চবিতে পড়ার কিন্তু শেষ যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তারাই ভর্তি হতে পারে । আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব।
গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী |
---|
|
পরীক্ষার তারিখ এবং ইউনিটের পরিচিতি
এ ইউনিট | 29 অক্টোবর | সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ / ইনস্টিটিউট |
বি ইউনিট | 27 অক্টোবর | কলা ও মানবিক অনুষদ |
সি ইউনিট | 30 অক্টোবর | বিজনেস স্টাডিজ অনুষদ |
ডি ইউনিট | 28 অক্টোবর | সামাজিক বিজ্ঞান অনুষদের সমস্ত বিভাগ |
*** বি 1 এবং ডি 1 ইউনিটের ভর্তি পরীক্ষা 31 অক্টোবর 2019 এ অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা
সকল পরীক্ষার্থী কে অবশ্যই ২০১৬ বা ১৭ সালে এসএসসি/সমমান এবং ১৯ সালে এইচএসসি/সমমান পাশ করতে হবে নিম্নোক্ত পয়েন্ট নিয়েঃ-
এ ইউনিট – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০। প্রত্যেক পরীক্ষায় অবশ্যই ৩.৫ হতে হবে।
বি ইউনিট: এইচএসসি এবং এসএসসি উভয়তে ২.৭৫ এবং মোট কমপক্ষে ৬.৫ জিপিএ থাকতে হবে
বি 1 সাব ইউনিট: এইচএসসি এবং এসএসসি উভয়টিতে ৩.২৫ এবং মোট কমপক্ষে ৭.০০ জিপিএ থাকতে হবে
সি ইউনিট – এইচএসসি এবং এসএসসি উভয়ে ৩.৫ এবং মোট কমপক্ষে ৭.৫০ জিপিএ থাকতে হবে
ডি ইউনিট- এইচএসসি এবং এসএসসি উভয়ে ৩.২৫ এবং মোট কমপক্ষে ৭.০০ জিপিএ থাকতে হবে
ডি 1 সাব ইউনিট: এইচএসসি এবং এসএসসি উভয় 2.5 এবং মোট কমপক্ষে 6.00 জিপিএ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
পরীক্ষার সময় যা যা আনতে হবে
২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, এইচএসসি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের ২ কপি।কোন প্রকার ক্যালকুলেটর ঘড়ি বা ইলেক্ট্রক্যাল ডিভাইস সাথে আনা যাবেনা।
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেইজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।
অনলাইনে আবেদন প্রক্রিয়া
আবেদনকারীকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কার্যাবলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট http://admission.cu.ac.bd এর মাধ্যমে করতে হবে। এ ওয়েবসাইটে আবেদনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট/উপ-ইউনিট এর ভর্তি সংক্রান্ত নির্দেশিকা, নােটিশ এবং লিঙ্কসমূহ দেখতে পাবেন। যে কোন ইউনিট/উপ-ইউনিটে আবেদন করার পূর্বে ভর্তি সংক্রান্ত নির্দেশিকা ভালাে করে পড়ে নিন। এছাড়াও অনলাইনে প্রতি পেইজের নির্দেশাবলি পড়ে নিন।
- যে কোন ইউনিট/উপ-ইউনিটে ভর্তির আবেদন করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটের
http://admission.cu.ac.bd লিঙ্কে গিয়ে Apply Now বাটনে ক্লিক করতে হবে। - Apply Now বাটনে ক্লিক করার পর আবেদনকারীর উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, পাসের সন ও
বাের্ডের নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার রােল নম্বর, পাসের সন ও বাের্ডের নাম প্রদান করার ফর্ম দেখতে পাবেন। তথ্য গুলাে সঠিক ভাবে পুরণ করে Submit বাটনে ক্লিক করতে হবে। - আবেদনকারীর তথ্যসমূহ সঠিক হলে পরবর্তী পেইজে আবেদনকারীর ব্যক্তিগত মােবাইল নম্বর চাওয়া হবে। মােবাইল নম্বর। সঠিক ভাবে প্রদান করে ‘Submit করলে আবেদনকারীর মােবাইলে একটি “Confirmation Code”পাঠানাে হবে।
- এই ধাপে Confirmation Code টি চাওয়া হবে এবং সঠিকভাবে তা প্রদান করলেই কেবলমাত্র আবেদনের মূল পেইজে যেতে পারবে।
- Confirmation Code প্রদান করে ‘submit করার পর Confirmation Code টি সঠিক হলে আবেদনকারীর একটি প্রােফাইল তৈরি হবে এবং সেখানে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলি প্রদর্শিত হবে।
- আবেদনকারীর যদি কোন কোটা থাকে এবং তিনি সেটা আবেদনে যুক্ত করতে চান তাহলে তার প্রােফাইলে কোটা যুক্ত করার অপশন থেকে তার কাঙ্ক্ষিত এক বা একাধিক কোটা যুক্ত করতে পারবেন।
- যে কোন ইউনিট/উপ-ইউনিটে ভর্তির আবেদন করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটের
- আবেদনকারীকে তার প্রােফাইলের নির্দিষ্ট অংশে গিয়ে সঠিক মাপের একটি পরিষ্কার ফরমাল ছবি আপলােড করতে হবে। ছবি অবশ্যই নির্দিষ্ট মাপের হতে হবে এবং আবেদনকারীর চেহারা অনাবৃত থাকতে হবে। ছবি আপলােডের সময় দেখানাে নির্দেশিকা ভালাে করে পড়ে তা যথাযথ অনুসরণ করতে হবে। ছবি আপলােড ব্যতিত আবেদনের অন্যান্য ধাপ সম্পন্ন করা যাবে না। ছবি আপলােড করার পর তা পরিবর্তনযােগ্য নহে। পরিবর্তনের প্রয়ােজন হলে সংশ্লিষ্ট কাগজপত্রসহ হেল্প ডেস্কে যােগাযােগ করতে হবে।
- আবেদনকারী তার প্রােফাইল এ Units/sub-Units অপশনে ক্লিক করে তিনি কোন কোন ইউনিট/উপ-ইউনিটে আবেদনের যােগ্য তার একটি তালিকা দেখতে পাবেন। উক্ত তালিকায় স্ব স্ব ইউনিট/উপ-ইউনিটের আবেদনের যােগ্যতা দেখতে পাওয়া যাবে। কিন্তু ছবি আপলােড সম্পন্ন না হলে আবেদনকারী কোন ইউনিট/উপ-ইউনিটে আবেদন করতে পারবে না।
আবেদন ফি পরিশোধের নিয়মালী
আবেদনকারী যে ইউনিট/উপ-ইউনিটে আবেদন করতে ইচ্ছুক সেই ইউনিট/উপ-ইউনিটের “Apply” বাটনে ক্লিক করলে একটি Private Key পাবেন। উক্ত Private Key টি ব্যবহার করে মােবাইল ব্যাংকিং ‘বিকাশ অথবা রকেট’ এর মাধ্যমে আবেদনকারীকে ঐ ইউনিট/উপ-ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।বিকাশ এবং রকেট’ এর মাধ্যমে আবেদন ফি পরিশােধ করার নিয়মাবলী নিচে দেয়া হলঃ
‘বিকাশ’ এর মাধ্যমে আবেদন ফি পরিশােধ করার নিয়মঃ
১। প্রথমে *247# dial করতে হবে
১। প্রথমে *247# dial করতে হবে
২| Pay Bill নির্বাচন করুন (অপশন ৫)।
৩। Other অপশন বাছাই করুন (অপশন ২)।
৪| Pay Bill নির্বাচন করুন (অপশন ২)
৫| Biller ID তে 01751856688 দিন
৬। Input Bill A/c নম্বর নির্বাচন করুন (অপশন ১)
৭| আপনার Private key টি দিন।
৮| Bill month হিসেবে 092018 দিন
৯। Amount এ 550 টাকা দিন
১০| আপনার পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন
‘রকেট’ এর মাধ্যমে মােবাইল হতে আবেদন ফি পরিশােধ করার নিয়মঃ
১। *322# dial করুন।
১। *322# dial করুন।
২। Payment নির্বাচন করুন (অপশন ১)
৩। Bill Pay নির্বাচন করুন (অপশন ১)।
৪। self বা other নির্বাচন করুন ( অপশন ১ অথবা ২)
[other এর ক্ষেত্রে যার জন্য পরিশােধ করছেন তার নম্বর দিন]
[other এর ক্ষেত্রে যার জন্য পরিশােধ করছেন তার নম্বর দিন]
৫| Biller ID তে 2200 দিন
৬। Bill Number হিসেবে আপনার Private Key দিন
৭| Amount এ 550 টাকা দিন ৮| আপনার পিন কোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।
আবেদন ফি পরিশোধের সময় অবশ্যই আবেদন নিদেশিকাটি ভালভাবে পড়ে নিন ।
No comments:
Post a Comment