Sep 25, 2019

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯ -২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯ -২০ । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি  সার্কুলার 2019-20 টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট লিংক ju-admission.org  এ প্রকাশ করা হয় । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি যোগ্যতা নিয়ে বিস্তরিত আলোচনা করা হল ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯ -২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯ -২০

আশা করা যায় যে, জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৯ -২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি  আবেদন আগামী ০৮  আগষ্ট থেকে শুরু হবে । জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আগমী ২২ সেপ্টেম্বর  হতে শুরু হবে । আবেদনকারীকে অবশ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে । Rocket  বা bKash এর মাধ্যমে আবেদন ফি গ্রহণ করা হয়।
গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী
  • আবেদনের শুরু: 08 আগস্ট 2019
  • আবেদনের শেষ তারিখ: 07 সেপ্টেম্বর 2019 11:59 PM
  • ভর্তির তারিখ শুরু: 22 সেপ্টেম্বর 2019
  • ভর্তির তারিখ শেষ: 03 অক্টোবর 2019
  • এডমিট কার্ড ডাউনলোডের তারিখ:
  • ভর্তির ওয়েবসাইট লিংক: www.ju-admission.org
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ও সীটপ্ল্যান দেখুন

ফর্ম মূল্য

এ, বি, সি, ডি, ই ইউনিট600 টাকা
সি 1, এফ, জি, এইচ, আই ইউনিট400 টাকা

জাবি ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ সমূহ

22 সেপ্টেম্বর – 03 অক্টোবর 2019এ ইউনিট
22 সেপ্টেম্বর – 03 অক্টোবর 2019বি ইউনিট
22 সেপ্টেম্বর – 03 অক্টোবর 2019সি ইউনিট
22 সেপ্টেম্বর – 03 অক্টোবর 2019ডি ও আই ​​ইউনিট
22 সেপ্টেম্বর – 03 অক্টোবর 2019এইচ ইউনিট
22 সেপ্টেম্বর – 03 অক্টোবর 2019সি ইউনিট
22 সেপ্টেম্বর – 03 অক্টোবর 2019সি 1 এবং এফ ইউনিট
22 সেপ্টেম্বর – 03 অক্টোবর 2019ই ও জি ইউনিট
 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্নব্যাংক ডাউনলোড করুন

আসন সংখ্যা

 A ইউনিট৪৩৫ টি।
B ইউনিট৩৩৬ টি।
C ইউনিট৩৮০ টি।
C1 ইউনিট৭২ টি।
D  ইউনিট৩৬৭ টি।
E  ইউনিট২০০ টি।
F ইউনিট৬০ টি।
I  ইউনিট৩০ টি।

ইউনিট পরিচিতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১০ টি ইউনিট রয়েছে । বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলদা ইউনিট রয়েছে । যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের অবশ্যই উচিত সকল ইউনিট সম্পর্কে ভালভাবে জানা ।
ইউনিটের নামঅনুষদ/ইন্সটিটিউটের নাম
A ইউনিটগাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ
B ইউনিটসমাজবিজ্ঞান অনুষদ
C ইউনিটকলা ও মানবিক অনুষদ
C1 ইউনিটকলা ও মানবিক অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ)
D ইউনিটজীববিজ্ঞান অনুষদ
E ইউনিটবিজনেস স্টাডিজ অনুষদ
F ইউনিটআইন অনুষদ
G ইউনিটইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন ( আইবিএ-জেইউ)
H ইউনিটইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)
I ইউনিটবঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট

আবেদনের ন্যূনতম যোগ্যতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ টি ইউনিটের জন্য রয়েছে আলাদা আলাদা আবেদনের যোগ্যতা । নূন্যতম যোগ্যতা না থাকলে কোন প্রার্থী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না । নিচে সকল ইউনিটের সর্বনিম্ন গ্রেড পয়েন্ট ও বিষয় ভিত্তিক যোগ্যতা আলোচনা করা হল ।

A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ):

গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এ ভর্তি পরীক্ষার আবেদনের জন্য  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।  ভর্তির ক্ষেত্রেও বিষয়ভিত্তিক যোগ্যতা থাকতে হবে ।
বিষয়
জিপিএ
 বিশেষ যোগ্যতা
গণিতমােট জিপিএ ৭.৫০গণিতে A- (মাইনাস) গ্রেড
পরিসংখ্যানমােট জিপিএ ৭.৫০পরিসংখ্যান/গণিতে B গ্রেড
রসায়নমােট জিপিএ ৮.০০রসায়নে A এবং গণিতে B গ্রেড।
পদার্থবিজ্ঞানমােট জিপিএ ৮.০০পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড।
ভূতাত্ত্বিক বিজ্ঞানমােট জিপিএ ৮.০০পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে A- (মাইনাস) গ্রেড
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংমােট জিপিএ ৮.৫০পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড
পরিবেশ বিজ্ঞানমােট জিপিএ ৮.৫০গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিদ্যায় A (মাইনাস) গ্রেড

B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ)

সমাজবিজ্ঞান অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে । তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
অর্থনীতি(ক)উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মােট জিপিএ ৮.০০ইংরেজি ও গণিতে A- (মাইনাস) গ্রেড।
খ)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা |
অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০
বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।
ভূগােল ও পরিবেশ(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা: মােট জিপিএ ৭.৫০বাংলা/ইংরেজিতে B গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা / অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০০বাংলা/ইংরেজিতে B গ্রেড
সরকার ও রাজনীতি(ক)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা: মােট জিপিএ ৮.০০বাংলায় A- (মাইনাস) এবং ইংরেজিতে B
(খ)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০০ গ্রেডবাংলায় A- (মাইনাস) এবং ইংরেজিতে B
নৃবিজ্ঞান(ক)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা:
মােট জিপিএ ৮.০০
বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা  /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
নগর ও অঞ্চল পরিকল্পনা(ক)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/কৃষি শাখা:  মােট জিপিএ ৮.০০গণিত ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০গণিত ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
লােক প্রশাসন(ক)উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা:  মােট জিপিএ ৮.০০ইিংরেজিতে A- (মাইনাস) গ্রেড।
(খ)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ইিংরেজিতে A- (মাইনাস) গ্রেড।

C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ)

কলা ও মানবিকী অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
বাংলা(ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৭.০০বাংলায় A- (মাইনাস) গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০বাংলায় A- (মাইনাস) গ্রেড
ইংরেজি

(ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৭.৫০ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা:মােট জিপিএ ৮.০০ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
ইতিহাস(ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৬.৫০বাংলা ও ইংরেজিতে B গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা।/অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০০বাংলা ও ইংরেজিতে B গ্রেড
দর্শন

(ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৬.০০বাংলা ও ইংরেজিতে B গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ ব্যবসায় শিক্ষাঅন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০০|বাংলা ও ইংরেজিতে B গ্রেড
প্রত্নতত্ত্ব

(ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা:  মােট জিপিএ ৬.৫০বাংলা ও ইংরেজিতে B গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০০বাংলা ও ইংরেজিতে B গ্রেড
আন্তর্জাতিক সম্পর্ক(িক)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা:মােট জিপিএ ৮.০০ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ(ক)উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা /অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা: মােট জিপিএ ৮.০০বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড

C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ)

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে কিছু বিশেষ যোগ্যতা থাকতে হবে ।
নাটক ও নাট্যতত্ত্ব(ক)উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৬.০০বাংলাসহ অন্য যেকোন একটি বিষয়ে B গ্রেড
(খ)উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা: মােট জিপিএ ৬.৫০বাংলাসহ অন্য যেকোন একটি বিষয়ে B গ্রেড
চারুকলাউচ্চমাধ্যমিক বিজ্ঞান/মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মােট জিপিএ ৬.০০

বাংলায় B গ্রেড

D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)

জীববিজ্ঞান অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
উদ্ভিদবিজ্ঞানমােট জিপিএ ৮.০০জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড
প্রাণিবিদ্যামােট জিপিএ ৮.০০জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড
ফার্মেসীমােট জিপিএ ৮.৫০রসায়ন, জীববিজ্ঞান ও গণিতে A- (মাইনাস) গ্রেড
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানমােট জিপিএ ৮.০০রসায়ন ও জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড
মাইক্রোবায়ােলজিমােট জিপিএ ৮.৫০রসায়ন, জীববিজ্ঞান ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
বায়ােটেকনােলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংমােট জিপিএ ৮.৫০ রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও গণিতে A (মাইনাস) গ্রেড
পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্সমােট জিপিএ ৮.০০রসায়ন ও জীববিজ্ঞানে A- (মাইনাস) এবং গণিতে ৪ গ্রেড

E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)

বিজনেস স্টাডিজ অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে বিষয় অনুযায়ী নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং

(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা:  মােট জিপিএ ৭.৫০
(খ) উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা /মানবিক ও অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.০০
ইংরেজি এবং  গণিত/অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় নীতি ও প্রয়ােগে B গ্রেড
মার্কেটিং
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস
ম্যানেজমেন্ট স্টাডিজ

F ইউনিট (আইন অনুষদ):

আইন অনুষদে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে ভর্তির অবশ্যই নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
আইন ও বিচার

উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখা: মােট জিপিএ ৮.০০বাংলা ও ইংরেজিতে B গ্রেড

G ইউনিট -ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন (আইবিএ-জেইউ)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবিএ তে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে এবং ভর্তির জন্য নিম্মোক্ত যোগ্যতা থাকতে হবে।
বিবিএ প্রােগ্রাম(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা:মােট জিপিএ ৮.৫০গণিত ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ ইংরেজি এবং ব্যবসায় শিক্ষা অন্যান্য শাখা: মােট জিপিএ ৮.০০হিসাববিজ্ঞান/অর্থনীতি/গণিত/ব্যবসায় নীতি ও প্রয়ােগে A- (মাইনাস) গ্রেড

H ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনােলজি):

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায়  ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে এবং ভর্তির জন্য অবশ্যই নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
ইনফরমেশন টেকনােলজিমােট জিপিএ ৮.০০পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড

I ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট):

বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। এবং ভর্তির জন্য নিম্মোক্ত যোগ্যতা থাকতে হবে।
বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখা: মােট জিপিএ ৭.৫০বাংলা ও ইংরেজিতে B গ্রেড
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখা: মােট জিপিএ ৭.০০বাংলা ও ইংরেজিতে B গ্রেড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সার্কুলার ২০১৯-২০

DBBL মােবাইল ব্যাংকিং রকেট-এর মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া নিম্নরূপ

i) ডাচ-বাংলা মােবাইল ব্যাংকিং রকেট একাউন্টের মুল মেনুতে প্রবেশের জন্য *2#
ডায়াল করতে হবে।
ii) Payment সিলেক্ট করতে হবে।
iii) অতঃপর Bill Pay সিলেক্ট করতে হবে।
iv) Biller ID হিসেবে 43 টাইপ করতে হবে।
v) SMS-এর মাধ্যমে প্রাপ্ত Bill Numbe টি টাইপ করতে হবে।
vi) Amount হিসেবে সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত আবেদন ফি টাইপ করতে হবে।
vii) এবার DBBL মােবাইল ব্যাংকিং PIN টাইপ করতে হবে।
vii) পেমেন্ট প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর বা এজেন্টের মােবাইলে ফিরতি SMS-এর মাধ্যমে একটি Transaction ID ( id) আসবে। ঐ Transaction ID এবং Bill Number টি সযত্নে সংরক্ষণ করতে হবে যা প্রবেশপত্র ডাউনলােডের জন্য দরকার
হবে।
• একাধিক ইউনিটে আবেদন করতে হলে উপরােক্ত নিয়মে অন্যান্য ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রবেশপত্র ডাউনলোড

প্রবেশপত্রের জন্য সদ্য তােলা এককপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি (৩০০ x ৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কিলােবাইটের বেশি নয়) ও আবেদনকারীর স্বাক্ষর (৩০০ x ৮০ পিক্সেল এবং ফাইল সাইজ ৬০ কিলােবাইটের বেশি নয়) স্ক্যান করে ২টি আলাদা jpg ফাইল তৈরী করে রাখতে হবে। প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে প্রবেশপত্র ডাউনলােড করতে হবে।
i) ju-admission.org ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড মেনুতে ক্লিক করে সাব-মেনু থেকে সঠিক | অপশনটি বাছাই করতে হবে।
i) প্রদর্শিত স্ক্রীনে আবেদনকারীর Bill Number এবং DBBL Transaction ID (Txnid) ইনপুট করে Log In
করতে হবে।
iii) এবার আবেদনকারীর স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর আপলােড করতে হবে। অতঃপর Wint বাটনে ক্লিক করে প্রাপ্ত Admit Card টি সংরক্ষণ করতে হবে।
একাধিক ইউনিটে আবেদন করে থাকলে উপরােক্ত নিয়মে অন্যান্য ইউনিটের জন্য Admit Card সংগ্রহ করতে হবে
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের সাথে থাকুন।

No comments:

Post a Comment