Jan 17, 2019

এইচএসসি প্রস্তুতি ♦ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ♦ বহু নির্বাচনী প্রশ্ন

চতুর্থ অধ্যায় : সংগঠিতকরণ

১।         সরলরৈখিক সংগঠনের সুবিধা হলো—
            i. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন
            ii. বিশেষায়ণের সুবিধা লাভ
            iii. শৃঙ্খলা প্রতিষ্ঠা
            নিচের কোনটি সঠিক?
            ক) i ও ii                       খ) i ও iii
            গ) ii ও iii          ঘ) i, ii ও iii
২।     মেট্রিক্স সংগঠনে একত্রে কাজ করে—
            i. কার্যিক ব্যবস্থাপক
            ii. প্রজেক্ট ব্যবস্থাপক
            iii. সমন্বয় ব্যবস্থাপক
            নিচের কোনটি সঠিক?
            ক) i ও ii                       খ) i ও iii
            গ) ii ও iii          ঘ) i, ii ও iii
৩।        কোন সংগঠনটি Chain of Command অনুসরণ করে?
            ক) সরলরৈখিক
            খ) সরলরৈখিক ও পদস্থকর্মী
            গ) মেট্রিক্স        ঘ) কমিটি
৪।         পিরামিড আকৃতির সংগঠনের প্রবক্তা—
            ক) হেনরি ফেয়ল           খ) এফডাব্লিউ টেইলর
            গ) টেরি ও ফ্রাংকলিন     ঘ) হ্যারল্ড কুঞ্জ ও আইরিচ
৫।         সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠনের সীমাবদ্ধতা কোনটি?
            ক) কার্যভার বৃদ্ধি                                              খ) বিশেষজ্ঞ কর্মীর প্রতি অবজ্ঞা
            গ) কর্মীদের দক্ষতা হ্রাস                                    ঘ) স্বেচ্ছাচারিতা বৃদ্ধি
            উদ্দীপকটি পড়ে ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
            করিম সাহেব সোনালী স্পিনিং মিলের ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগে আগুন লাগলে তিনি প্রতিষ্ঠানের কর্মী ব্যবস্থাপককে প্রধান করে তিন সদস্যের গ্রুপকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেন।
৬।         করিম সাহেবের করা তিন সদস্যের গ্রুপটি নিম্নের কোন সংগঠনের অনুরূপ?
            ক) সরলরৈখিক             খ) সরলরৈখিক ও পদস্থ
            গ) কার্যভিত্তিক  ঘ) কমিটি
৭।         কত সালে মেট্রিক্স সংগঠন কাঠামোর ব্যবহার শুরু হয়?
            ক) ১৯১৬         খ) ১৯১৮
            গ) ১৯৬০         ঘ) ১৯৮০
৮।        কোনটি আস্থায়ী প্রকৃতির কমিটি?
            ক) পরিচালনা পর্ষদ       খ) তদন্ত কমিটি
            গ) নির্বাহী পর্ষদ            ঘ) শৃঙ্খলা কমিটি
৯। মেট্রিক্স সংগঠনের বৈশিষ্ট্য হলো—
            i. বৃহদায়তন ব্যবসায়ে ব্যবহার
            ii. সর্বাধুনিক উপযোগী সংগঠন কাঠামো
            iii. এতে দুই ধরনের নির্বাহী থাকে
            নিচের কোনটি সঠিক?
            ক) i ও ii                       খ) i ও iii
            গ) ii ও iii          ঘ) i, ii ও iii
১০।      কোনটি আধুনিক সংগঠন কাঠামো?
            ক) সরলরৈখিক             খ) সরলরৈখিক ও পদস্থকর্মী
            গ) কার্যভিত্তিক  ঘ) মেট্রিক্স
১১।       এফডাব্লিউ টেইলর কত সালে কার্যভিত্তিক সংগঠনের ওপর মত প্রকাশ করেন?
            ক) ১৬৮০        খ) ১৭৮০
            গ) ১৮৮০        ঘ) ১৯৮০
১২।       কোন সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টাকর্মী নিয়োগ করা হয়?
            ক) সরলরৈখিক খ) সরলরৈখিক ও পদস্থকর্মী
            গ) কার্যভিত্তিক ঘ) কমিটি
১৩।       জরুরি পরিস্থিতি মোকাবেলায় কোন সংগঠন উপযোগী?
            ক) সরলরৈখিক                                     খ) কার্যভিত্তিক
            গ) উপদেষ্টা                               ঘ) কমিটি
১৪।       উৎপাদনশীল প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন উপযোগী?
            ক) সরলরৈখিক খ) কার্যভিত্তিক
            গ) উপদেষ্টা       ঘ) কমিটি
১৫।       দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের মিশ্র রূপ কোন ধরনের সংগঠন?
            ক) সরলরৈখিক                                                 খ) সরলরৈখিক ও পদস্থকর্মী
            গ) কার্যভিত্তিক ঘ) মেট্রিক্স
১৬। কোন সংগঠন কাঠামোর স্থায়িত্ব সবচেয়ে কম?
            ক) সরলরৈখিক             খ) কার্যভিত্তিক
            গ) সরলরৈখিক ও উপদেষ্টা
            ঘ) কমিটি
১৭।       উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার সঙ্গে সম্পর্কিত কাজ কোনটি? 
            ক) পরিকল্পনা          খ) সংগঠন             গ) কর্মীসংস্থান  ঘ) নির্দেশনা
১৮।      ‘নানা মুনির নানা মত’—কথাটি কোন সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য?
            ক) সরলরৈখিক খ) সরলরৈখিক ও পদস্থকর্মী
            গ) কার্যভিত্তিক  ঘ) কমিটি
১৯।       সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন নিচের কোন কারণে সরলরৈখিক সংগঠন থেকে উত্তম?
            ক) নির্বাহী কর্মভার লাঘব
            খ) দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
            গ) ব্যয় হ্রাস      ঘ) শৃঙ্খলা প্রতিষ্ঠা
২০।       প্রাচীন ও সহজ ধরনের সংগঠন কাঠামো কোনটি?
            ক) ম্যাট্রিক্স       খ) কমিটি
            গ) কার্যভিত্তিক  ঘ) সরলরৈখিক

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর :  ২. ক ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. ঘ।

No comments:

Post a Comment