চিত্র : মানব হৃৎপিণ্ড
ষষ্ঠ অধ্যায়
জীবে পরিবহন
চিত্র দেখে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১। চিত্র A-এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক) কৈশিক নালি থেকে উৎপন্ন হয়
খ) কপাটিকা থাকে না
গ) প্রাচীর কম পুরু
ঘ) CO2 যুক্ত রক্ত পরিবহন করে
২। A ও B উভয়েই
i. স্থিতিস্থাপক প্রাচীরযুক্ত
ii. সারা দেহে ছড়িয়ে থাকে
iii. হৃৎপিণ্ডে ফিরে আসে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
চিত্রের আলোকে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৩। A চিহ্নিত স্তরটির নাম কোনটি?
ক) টিউনিকা এক্সটার্না
খ) টিউনিকা ইন্টারনা
গ) টিউনিকা মিডিয়া
ঘ) লুমেন
৪। চিত্র M-এর বৈশিষ্ট্য
i. কম পুরু
ii. প্রাচীর তিন স্তরবিশিষ্ট
iii. নালিপথ সরু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
তথ্যের আলোকে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কবির সাহেবের বয়স ৬০। কিছুদিন ধরে মাথা ব্যথা, বুক ধড়ফড় এবং অস্থিরতা ভাব অনুভব করছেন।
৫। কবির সাহেবের সমস্যার কারণ কী?
ক) অ্যাজমা খ) অ্যানিমিয়া
গ) থ্যালাসেমিয়া ঘ) উচ্চ রক্তচাপ
৬। কবির সাহেবের উচিত হলো
i. দেহের ওজন নিয়ন্ত্রণ রাখা
ii. ধূমপান ত্যাগ করা
iii. চর্বিজাতীয় খাদ্যগ্রহণ থেকে বিরত থাকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। আমাদের রক্তে LDL-এর শতকরা পরিমাণ কত?
ক) ৭০% খ) ৮০%
গ) ৯০% ঘ) ১০০%
৮। হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভব হওয়াকে কী বলে?
ক) স্ট্রোক খ) অ্যানজিনা
গ) অ্যানিমিয়া ঘ) অ্যাথারোক্লোরেসিস
৯। Fatty Liver-এর ক্ষেত্রে লিপিডের পরিমাণ বেড়ে যায় কত শতাংশ?
ক) ১০-২০ খ) ২০-৩০
গ) ৩০-৪০ ঘ) ৪০-৫০
১০। কোন অণুজীবের সংক্রমণে বাতজ্বর হয়?
ক) Bacillus
খ) Pseudomonas
গ) Streptococcus
ঘ) Staphylococcus
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. খ ২. খ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. খ ১০. গ।
No comments:
Post a Comment