Sep 25, 2019

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ ।২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন টেক্সটাইল। | ১ ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রােডাকশন ইঞ্জিনিয়ারিং ও ফ্যাশন এন্ড অ্যাপারেল ডিজাইন- প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি  2019-20 প্রকাশিত হয়েছে ।  ঢাবির  প্রযুক্তি ইউনিট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০

আমাদের সবাই স্বপ্ন থাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার । কিন্তু অনেকের স্বপ্ন বাস্তবায়ন হয় আবার কারোটা হয় না । স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রম করতে হয় । অনেকেই প্রথম দিকের কয়েকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়ে তাদের যাত্রা শেষ করে দেয় । কারণ তারা শেষ পর্যন্ত চেষ্টা করতে ভয় পায় । অনেকেই মনে করে কয়েকটা পরীক্ষায় ব্যর্থ হলাম মানে হেরে গেলাম । কিন্তু না বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এমন এক বিষয় যা কিনা শেষ পর্যন্ত  দেখতে হয় । দেশের 39টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এতগুলো বিশ্ববিদ্যালয় থেকে একটা বিশ্ববিদ্যালয়ে তোমার সুযোগ হবে না তা হয় না । সব বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ শেষ হয়ে গেলেও এখনও এমন কিছু সুযোগ রয়েছে কাজে লাগালে এখনও ভাল কিছু করা সম্ভব । আর এমনই একটি সুযোগ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট ।  আজকে আমরা ঢাবির  প্রযুক্তি ইউনিট সম্পর্কে ভালভাবে জানব।
ঢাবির প্রযুক্তি ইউনিট- এর গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
পরীক্ষার তারিখ২৯ নভেম্বর ২০১৯ সকাল ১০.০০ টায়
আবেদন শুরু২২ সেপ্টেম্বর ২০১৯
আবেদন শেষ০৫ নভেম্বর ২০১৯
 ফরমের মূল্য ৬০০ টাকা
 ব্যাংকে টাকা জমা দেয়া শেষ০৬ নভেম্বর ২০১৯
প্রবেশপত্র ডাউনলোড শুরু১৫ নভেম্বর ২০১৯
প্রবেশপত্র ডাউনলোড শেষ২৯ নভেম্বর ২০১৯
 ফল প্রকাশ ভর্তি  পরীক্ষার  ৭ দিনের মধ্যে

ঢাবি অধিভুক্ত কলেজ সমূহ

কলেজের নামধরন
ময়মনসিংহ ইঞ্জিনিয়রিং কলেজসরকারি ইন্জিনিয়ারিং কলেজ
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজসরকারি ইন্জিনিয়ারিং কলেজ
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজসরকারি ইন্জিনিয়ারিং কলেজ
শহিদুল চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুরবেসরকারী ইন্জিনিয়ারিং কলেজ
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)৪ বছরে কোর্স  ফি  ৪,৫০,০০০ টাকা
শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ৪ বছরে কোর্স  ফি  ৩ ,৭৭,৫০০ টাকা

আবেদনের ন্যূনতম যোগ্যতা

২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০১৯ সালে বাংলাদেশের যেকোন শিক্ষা। বাের্ডের/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা এইচএসসি/A-Level পাশ বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সমতা নিরূপনের মাধ্যমে SSC ও HSC সমমানের ডিগ্রীধারী প্রার্থীদের আবেদন করতে হবে। প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৬.০০ হতে হবে। প্রার্থীর উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয় থাকতে হবে।

ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য

পরীক্ষার সময় ১ ঘন্টা ৩0 মিনিট
পরীক্ষার পদ্ধতিMCQ
মোট প্রশ্ন ১২০টি
মোট নম্বর ১২০
মাধ্যমবাংলা ও ইংরেজী উভয়ই
আবশ্যিক প্রশ্নপদার্থ, গণিত, রসায়ন ,ইংরেজী
*পদার্থ -৩৫,রসায়ন- ৩৫,গণিত – ৩৫,ইংরেজি- ১৫মোট =১২০
পাশ নম্বর৪৮
 নেগেটিভ মার্কিংনেই
মোট সিট সংখ্যা ৮৪০ টি
ক্যালকুলেটর ব্যবহার করা যারে না ।
কোথায় ভর্তি পরীক্ষার সীট পড়বে ঢাবি  এলাকায় ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি সার্কুলার ২০১৯-২০

বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি সার্কুলার ২০১৯-২০
বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি সার্কুলার ২০১৯-২০

বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি সার্কুলার ২০১৯-২০




সকল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০১৯ দেখুন

কিছু সাধারণ জিজ্ঞাসা

  •   সার্টিফিকেট  কে দিবে ?
সার্টিফিকেট দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় ।
  • ল্যাব ফ্যাসেলিটিস কেমন?
যথেষ্ট ভালো
  • লাইব্রেরি ফ্যাসেলিটিস কেমন ?
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতিই ।
  • পড়াশোনা শেষ করে চাকুরীর সুযোগ কেমন?
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজর কথা বলতে গেলে, অনেক সিনিয়র দেশের বাহিরে আছেন,অনেকেই আছেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে।গত মাসেও ৫+ ইন্টারন্যাশনাল ভার্সিটিতে স্কলারশিপ পেয়েছেন আর শেষ পর্যন্ত নাসার এক প্রজেক্টে ৩ বছরের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন।

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।

No comments:

Post a Comment