ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০ ।২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন টেক্সটাইল। | ১ ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রােডাকশন ইঞ্জিনিয়ারিং ও ফ্যাশন এন্ড অ্যাপারেল ডিজাইন- প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি 2019-20 প্রকাশিত হয়েছে । ঢাবির প্রযুক্তি ইউনিট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
আমাদের সবাই স্বপ্ন থাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার । কিন্তু অনেকের স্বপ্ন বাস্তবায়ন হয় আবার কারোটা হয় না । স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রম করতে হয় । অনেকেই প্রথম দিকের কয়েকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়ে তাদের যাত্রা শেষ করে দেয় । কারণ তারা শেষ পর্যন্ত চেষ্টা করতে ভয় পায় । অনেকেই মনে করে কয়েকটা পরীক্ষায় ব্যর্থ হলাম মানে হেরে গেলাম । কিন্তু না বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এমন এক বিষয় যা কিনা শেষ পর্যন্ত দেখতে হয় । দেশের 39টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এতগুলো বিশ্ববিদ্যালয় থেকে একটা বিশ্ববিদ্যালয়ে তোমার সুযোগ হবে না তা হয় না । সব বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ শেষ হয়ে গেলেও এখনও এমন কিছু সুযোগ রয়েছে কাজে লাগালে এখনও ভাল কিছু করা সম্ভব । আর এমনই একটি সুযোগ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট । আজকে আমরা ঢাবির প্রযুক্তি ইউনিট সম্পর্কে ভালভাবে জানব।
ঢাবির প্রযুক্তি ইউনিট- এর গুরুত্বপূর্ণ তারিখ সমূহ | |
---|---|
পরীক্ষার তারিখ | ২৯ নভেম্বর ২০১৯ সকাল ১০.০০ টায় |
আবেদন শুরু | ২২ সেপ্টেম্বর ২০১৯ |
আবেদন শেষ | ০৫ নভেম্বর ২০১৯ |
ফরমের মূল্য | ৬০০ টাকা |
ব্যাংকে টাকা জমা দেয়া শেষ | ০৬ নভেম্বর ২০১৯ |
প্রবেশপত্র ডাউনলোড শুরু | ১৫ নভেম্বর ২০১৯ |
প্রবেশপত্র ডাউনলোড শেষ | ২৯ নভেম্বর ২০১৯ |
ফল প্রকাশ | ভর্তি পরীক্ষার ৭ দিনের মধ্যে |
ঢাবি অধিভুক্ত কলেজ সমূহ
কলেজের নাম | ধরন |
ময়মনসিংহ ইঞ্জিনিয়রিং কলেজ | সরকারি ইন্জিনিয়ারিং কলেজ |
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ | সরকারি ইন্জিনিয়ারিং কলেজ |
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ | সরকারি ইন্জিনিয়ারিং কলেজ |
শহিদুল চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর | বেসরকারী ইন্জিনিয়ারিং কলেজ |
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) | ৪ বছরে কোর্স ফি ৪,৫০,০০০ টাকা |
শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ | ৪ বছরে কোর্স ফি ৩ ,৭৭,৫০০ টাকা |
আবেদনের ন্যূনতম যোগ্যতা
২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০১৯ সালে বাংলাদেশের যেকোন শিক্ষা। বাের্ডের/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা এইচএসসি/A-Level পাশ বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সমতা নিরূপনের মাধ্যমে SSC ও HSC সমমানের ডিগ্রীধারী প্রার্থীদের আবেদন করতে হবে। প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৬.০০ হতে হবে। প্রার্থীর উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয় থাকতে হবে।
ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য
পরীক্ষার সময় | ১ ঘন্টা ৩0 মিনিট |
পরীক্ষার পদ্ধতি | MCQ |
মোট প্রশ্ন | ১২০টি |
মোট নম্বর | ১২০ |
মাধ্যম | বাংলা ও ইংরেজী উভয়ই |
আবশ্যিক প্রশ্ন | পদার্থ, গণিত, রসায়ন ,ইংরেজী |
*পদার্থ -৩৫,রসায়ন- ৩৫,গণিত – ৩৫,ইংরেজি- ১৫ | মোট =১২০ |
পাশ নম্বর | ৪৮ |
নেগেটিভ মার্কিং | নেই |
মোট সিট সংখ্যা | ৮৪০ টি |
ক্যালকুলেটর ব্যবহার | করা যারে না । |
কোথায় ভর্তি পরীক্ষার সীট পড়বে | ঢাবি এলাকায় । |
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি সার্কুলার ২০১৯-২০
কিছু সাধারণ জিজ্ঞাসা
- সার্টিফিকেট কে দিবে ?
সার্টিফিকেট দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় ।
- ল্যাব ফ্যাসেলিটিস কেমন?
যথেষ্ট ভালো
- লাইব্রেরি ফ্যাসেলিটিস কেমন ?
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতিই ।
- পড়াশোনা শেষ করে চাকুরীর সুযোগ কেমন?
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজর কথা বলতে গেলে, অনেক সিনিয়র দেশের বাহিরে আছেন,অনেকেই আছেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে।গত মাসেও ৫+ ইন্টারন্যাশনাল ভার্সিটিতে স্কলারশিপ পেয়েছেন আর শেষ পর্যন্ত নাসার এক প্রজেক্টে ৩ বছরের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন।
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির আপডেট, বই ও অন্যান্য লেকচার শীট পেতে আমাদের ফেজবুক পেজ বা গ্রুপে যোগ দিন ।
No comments:
Post a Comment