# #প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাঃ২০১৯ সাজেশন।
# #বিষয়ঃবাংলা
# #শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন,,,,,,,
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখ :
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। গ্রীষ্মের প্রখর রৌদ্র, বর্ষার সজল প্রকৃতি, শরতের ঘন নীল আকাশ, হেমন্তের পাকা ধানের সৌরভ, শীতের হিমেল ছোঁয়া আর বসন্তের মিঠে বাতাস আমাদের প্রকৃতিতে নতুন মাত্রা যুক্ত করে। সব মিলিয়ে বাংলাদেশের প্রকৃতি যেন বৈচিত্র্যময় মনোলোভা সৌন্দর্যের খনি। এর রৌদ্রময় উজ্জ্বল দিন, স্নিগ্ধ জ্যোত্স্নাময় রাত, দিগন্ত-জোড়া ছায়াঘন বন-বনানী, স্বচ্ছ নদীর রূপালি ঢেউয়ের হাসি ইত্যাদির তুলনা নেই। এদেশের কাজলকালো দিঘির জলে ফুটে থাকা অযুত শাপলার শোভা, মাঠে মাঠে হাওয়ার দোলা, সরষে ফুলের অফুরন্ত সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। দু’চোখ ভরে দেখবার মতো এত সৌন্দর্য, দু’হাত ভরে নেবার মতো এত ঐশ্বর্য, এই তো আমাদের বাংলাদেশ। মানুষের প্রাত্যহিক জীবন এবং তার ভাবনার জগত্ এই দেশের প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে আছে। বাংলাদেশে রয়েছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান প্রভৃতি ধর্মের মানুষ। চাকমা, মারমা, গারোসহ নানা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। সব মিলিয়ে প্রত্যেকেই বাংলাদেশের মানুষ।
৩. নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেয়া হলো। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখ : ১ ´ ৫ = ৫
শব্দ শব্দার্থ
জগৎ- পৃথিবী, সৌন্দর্য- শোভা, ঐশ্বর্য -সম্পদ, সৌরভ- সুঘ্রাণ, স্নিগ্ধ- কোমল, একান্ত- গভীরভাবে যুক্ত
(ক) সকালের—প্রকৃতি মনে প্রশান্তি এনে দেয়।
(খ) কর্মময় এ—সংসারে সকলেই ব্যস্ত।
(গ)আমি এ জীবনে শুধু— চাই না।
(ঘ) রাতে তারাগুলো মিটিমিটি করে জ্বলে আর আকাশের—বাড়ায়।
(ঙ) জীবনানন্দ দাশের ভাবনাগুলো প্রকৃতির সঙ্গে - হয়ে মিশে আছে।
উত্তর : (ক) স্নিগ্ধ; (খ) জগৎ; (গ) ঐশ্বর্য; (ঘ) সৌন্দর্য; (ঙ) একান্ত।
৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ : ৩´৫ = ১৫
(ক) বাংলাদেশের প্রকৃতি কেমন? বাংলাদেশের প্রকৃতির রূপ বর্ণনা কর।
উত্তর : বাংলাদেশের প্রকৃতি নয়নাভিরাম। ষড়ঋতুর পালাবদলে বাংলার প্রকৃতি নানারূপে সজ্জিত হয়। বর্ষার সজল সাজ, শরতের নীল আকাশ, হেমন্তের পাকা ধানের সৌরভ, শীতের হিমেল পরশ, আর বসন্তের মৃদু বাতাসে বাংলার প্রকৃতি সারা বছর অপরূপ রূপে বিরাজ করে। উজ্জ্বল রৌদ্রময় দিন, মৃদু জ্যোত্স্না রাত, দিগন্তজোড়া বন-বনানী, নদীর রূপালি ঢেউ, দিঘির জলে ফুটে থাকা পদ্ম ইত্যাদি প্রকৃতির সৌন্দর্যের এক একটি আধার। এককথায় বলা যায়, বাংলাদেশের প্রকৃতি অপরূপ সুন্দর।
(খ) পাঁচটি বাক্যে বাংলাদেশের ঋতুবৈচিত্র্যের পরিচয় দাও।
উত্তর : বাংলাদেশে ষড়ঋতুর পালাবদল এদেশের প্রকৃতিতে ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করে। গ্রীষ্মে প্রচণ্ড উত্তাপ, বর্ষার বৃষ্টিভেজা প্রকৃতি, শরতে ঘন নীল আকাশের সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। হেমন্তে প্রকৃতি পাকা ধানের সৌরভে ভরে উঠে। হিমেল বাতাসের ছোঁয়া প্রকৃতিতে শীতের আগমন ঘোষণা করে। বসন্তের মিষ্টি দখিনা হাওয়ায় আমাদের মন-প্রাণ নেচে উঠে।
(গ) তোমার প্রিয় ঋতুর নাম কী? কেন প্রিয় তা চারটি বাক্যে লেখ।
উত্তর : আমার প্রিয় ঋতু শীত বা শীতকাল। যে কারণে প্রিয় তার চারটি বাক্য—
i. শীতের হিমেল পরশ মনকে দোলা দেয়।
ii.শীতের সকালে রোদ পোহানো বেশ আনন্দের।
iii. ঘরে ঘরে পিঠা পুলির উত্সব থাকে।
iv.সবুজ ঘাসে শিশির বিন্দু বড়ই মনোরম।
# বিপরীত শব্দের চূড়ান্ত সাজেশন। ১০০% কমন থাকবে, ইনশাআল্লাহ।
মান-আপমান, উৎকৃষ্ট-নিকৃষ্ট, বাঙালি-অবাঙালি, হালকা-ভারী, সাহস-ভয়, সরল-কঠিন, জীবন-মরণ, সভ্য-অসভ্য, যশ-অপযশ, উন্নত-অবনত, সার্থকতা-ব্যর্থতা, মুক্ত-বদ্ধ, দিন-রাত, স্বাধীন-পরাধীন, আদান-প্রদান, আসল-নকল, অন্ধকার-আলো, স্বপ্ন-বাস্তব, চঞ্চল-শান্ত, জটিল-সরল, বিষাদ-হর্ষ, নিষ্ঠুর-সদয়, তেতো-মিষ্টি, সরব-নীরব, খসখসে- মসৃণ, ক্ষতি-লাভ, অখাদ্য-খাদ্য, শহর-গ্রাম, রাত্রি- দিবা, কৃতজ্ঞ-অকৃতজ্ঞ, আকাশ-পাতাল, দেশ-বিদেশ, দুর্বিনীত-বিনীত, বীর-কাপুরুষ, দম্ভ-বিনয়, গ্রহণ-বর্জন, সাধু-ভণ্ড, সন্ধ্যা-সকাল, কল্যাণ-অকল্যাণ, বুদ্ধিমান-বোকা, সুনাম-দুর্নাম, আঁধার-আলো, সকাল-বিকাল, বাস্তবে-স্বপ্নে, যুদ্ধ-শান্তি, স্বাধীন-পরাধীন, চেনা-অচেনা, বিশ্রাম-শ্রম, সুন্দর-কুৎসিত, সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘিষ্ঠ, জয়-পরাজয়, কালো-সাদা, আরম্ভ-শেষ, জন্ম-মৃত্যু, নকল-আসল, আলো-আঁধার, শুকনো-ভেজা, নির্দয়-সদয়, স্বাদ-বিস্বাদ, অসীম-সসীম, ব্যর্থ-সফল, কান্না-হাসি, ঘুমন্ত-জাগ্রত, নিরস্ত্র-সশস্ত্র, ভরা-খালি, নতুন-পুরাতন, বিপদ-বিপদহীন, অস্থির-স্থির, প্রশংসা-নিন্দা, প্রবীণ-নবীন, বুদ্ধিমান-বোকা, খোলা-বন্ধ, ব্যবহৃত-অব্যবহৃত, অদৃশ্য-দৃশ্য, আকর্ষণ-বিকর্ষণ, পূর্ব-পশ্চিম, বিশ্বাস-অবিশ্বাস, দোস্ত-দুশমন, মুগ্ধ-বিভোর, উদার-অনুদার, আকাশ-পাতাল, জ্ঞানী-মুর্খ, আনন্দ-বেদনা, লাভ-ক্ষতি, উপকার-অপকার, সুবুদ্ধি-কুবুদ্
ধি, চিরকাল-ক্ষণকাল, ভাসা-ডুবা, পতি-পত্নী, অস্থায়ী-স্থায়ী, মৌন-মুখরতা, দয়াবান-নির্দয়, স্বদেশ-বিদেশ, ঘন-পাতলা, শৃঙ্খল-বিশৃঙ্খল, খ্যাতি-অখ্যাতি, জ্বলা-নিভা, জোয়ার-ভাটা, প্রত্যক্ষ-পরোক্ষ, উজান-ভাটি, বন্ধু-শত্রু, তারিফ-নিন্দা
# বাংলার যুক্তবর্ণের চূড়ান্ত সাজেশন,,,,, পরীক্ষায় ১০০% কমন থাকবে
ষ্ণ = ষ+ণ, হ্ম =হ+ম, ক্ষ=ক+ষ, ঞ্জ= ঞ+জ, হ্ন=হ+ন, জ্ঞ=জ+ঞ, ঞ্চ=ঞ+চ, ষ্ঠ=ষ+ঠ, ক্স=ক+স, ষ্ট=ষ+ট, ল্প= ল+প, শ্ব=শ+ব, স্ব= স+ব, ত্ম= ত+ম, ত্ন=ত+ন, প্ল= প+ল, ম্ব =ম+ব, ক্ল=ক+ল, প্ত=প+ত, ন্ধ= ন+ধ, ন্ম= ন+ম, স্প= স+প, গ্ল=গ+ল, গ্ন=গ+ন, শ্চ=শ+চ।
এগুলো দিয়ে নিজের মতো শব্দ শেখাবেন এবং শব্দগুলো দিয়ে বাক্য করাবেন।
##শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন,,,,,,,
Sep 12, 2019
Home
/
Suggestion for P.S.C
/
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
/
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাঃ২০১৯ সাজেশন
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাঃ২০১৯ সাজেশন
About Online Blogger
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Newer Article
JSC English 1st Paper Short Suggestion 2019
Older Article
English 2nd Paper Modifier Suggestion for HSC Exam 2019-20
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাঃ২০১৯ সাজেশন Sept 12, 2019
Categorys:
Suggestion for P.S.C,
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment