Jan 17, 2019

এসএসসি প্রস্তুতি ♦ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ♦ বহু নির্বাচনী প্রশ্ন

ত্রয়োদশ অধ্যায়

বাংলাদেশের পরিবার কাঠামো সামাজিকীকরণ

১।         স্বামী-স্ত্রী সংখ্যার ভিত্তিতে পরিবারের ধরন কয়টি?
            ক) ২    খ) ৩                গ) ৬    ঘ) ৭
২। বাংলাদেশে যৌথ পরিবারব্যবস্থা ভেঙে যাওয়ার কারণ হলো—
            i. দারিদ্র্য ও জনসংখ্যা বৃদ্ধি
            ii. শিল্পায়ন ও নগরায়ণ
            iii. নিরক্ষরতা ও অজ্ঞতা
            নিচের কোনটি সঠিক?
            ক) i ও ii                       খ) i ও iii                     
 গ) ii ও iii        ঘ) i, ii ও iii
৩।        গোষ্ঠী জীবনের প্রথম ধাপ কী?
            ক) পরিবার      খ) সমাজ
            গ) সম্প্রদায়     ঘ) রাষ্ট্র
৪।         অণু পরিবার কয় পুরুষে আবদ্ধ?
            ক) ১    খ) ২                 গ) ৩    ঘ) ৪
৫।         পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান?
            ক) সামাজিক  খ) ব্যক্তিগত
            গ) রাজনৈতিক            ঘ) সাংস্কৃতিক
৬।        শিশুর সবচেয়ে কাছের মানুষ হলেন—
            ক) বন্ধুবান্ধব   খ) মা-বাবা
            গ) শিক্ষক        ঘ) সহপাঠী
৭।         মানুষের সমাজজীবনের মূল বিষয় কী?
            ক) পরিবার গঠন        খ) বিবাহ
            গ) একতা         ঘ) মিথস্ক্রিয়া
৮।        বসবাসের ওপর ভিত্তি করে পরিবার কয় প্রকার?
            ক) ২    খ) ৩                গ) ৪     ঘ) ৫
৯।         বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার কয় ধরনের?
            ক) দুই  খ) তিন
            গ) চার ঘ) পাঁচ
১০।       পরিবার হলো সমাজকাঠামোর—
            ক) মৌল সংগঠন         খ) মৌল একক
            গ) মৌল ভিত্তি  ঘ) মৌল প্রতিষ্ঠান
১১। কৃষিভিত্তিক গ্রামীণ মুসলিম সমাজে কোন ধরনের পরিবার দেখা যায়?
            ক) বহুপতি পরিবার                                         খ) বহুপত্নীক পরিবার
            গ) মাতৃপ্রধান পরিবার                                                 ঘ) পিতৃপ্রধান পরিবার
১২।       পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত কোনটি?
            ক) বিবাহ                                             খ) পরিবার কাঠামোর গঠন
            গ) সামাজিকীকরণ                                         ঘ) মূল্যবোধ গঠন
১৩।      বর্তমানে গ্রাম ও শহরে পরিবারের মধ্যে আত্মকেন্দ্রিক মনোভাব বৃদ্ধির মূল কারণ কী?
            ক) একক পরিবারের বৃদ্ধি                                খ) আর্থিক অবস্থার উন্নতি
            গ) নয়াবাস পরিবারের বৃদ্ধি                            ঘ) পিতৃতান্ত্রিক পরিবারের আধিক্য
১৪। কোন ধরনের পরিবার বাংলাদেশে দেখা যায় না?
            ক) একপত্নী      খ) বহুপত্নী
            গ) বহুপতি       ঘ) যৌথ পরিবার
১৫। যে পদ্ধতিতে একটি শিশু ক্রমান্বয়ে ব্যক্তিত্বসম্পন্ন সামাজিক মানুষে পরিণত হয় তাকে বলে—
            ক) সমাজকাঠামো      খ) সামাজিকীকরণ
            গ) সংস্কৃতি       ঘ) সভ্যতা
১৬।      বিয়ের পর থেকে মনসুর আলী তার স্ত্রীর পিত্রালয়ে বসবাস করছে। এই পরিবারটি হচ্ছে—
            ক) মাতৃতান্ত্রিক পরিবার                                             খ) পিতৃতান্ত্রিক পরিবার
            গ) মাতৃবাস পরিবার                                       ঘ) পিতৃবাস পরিবার
১৭।       শহরে চারকরিজীবীদের মধ্যে কোন ধরনের পরিবার দেখা যায়?
            ক) পিতৃবাস     খ) মাতৃবাস
            গ) যৌথ পরিবার         ঘ) নয়াবাস পরিবার
১৮।      মানুষের সমাজজীবনের মূল বিষয় কী?
            ক) পরিবার গঠন        খ) বিবাহ
            গ) একতা         ঘ) মিথস্ক্রিয়া
১৯।      গোষ্ঠীবদ্ধ মানুষের মূল্যবোধের পরিচয় পাওয়া যায়—
            ক) বৈষয়িক উন্নতির মাধ্যমে                          খ) আর্থিক সচ্ছলতার মাধ্যমে
            গ) সমৃদ্ধি লাভের মাধ্যমে                                ঘ) জীবনধারার মাধ্যমে
২০।       অনুলোম বিবাহভিত্তিক পরিবার কোন পরিবারের অন্তর্ভুক্ত?
            ক) বহির্গোত্র     খ) অন্তর্গোত্র
            গ) প্রতিলোম    ঘ) বহুগোষ্ঠীয়

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর :  ২. ক ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. ক ১১. খ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ ২০. খ।

No comments:

Post a Comment